1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

লুইভিল শুটিং: ব্যাংক কর্মকর্তার গুলিতে নিহত পাঁচ

১১ এপ্রিল ২০২৩

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইভিল শহরের একটি ব্যাংকে গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন৷ সোমবারের এই গুলির ঘটনায় আহত হয়েছেন নয় জন৷

USA Active Shooter Kentucky Louisville
হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি পুলিশের৷ছবি: via REUTERS

গুলির ঘটনায় দুজন পুলিশ অফিসারসহ মোট আটজন আহত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন৷

হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি পুলিশের৷ হামলাকারী ২৫ বছর বয়সি কোনর স্টার্জেন৷ তিনি শহরতলীতে অবস্থিত ওল্ড ন্যাশনাল ব্যাংক নামের ওই ব্যাকটিতে কাজ করতেন৷

তিনি কী কারণে এই হামলা চালিয়েছেন সে বিষয়ে এখনো পরিস্কার ধারণা পায়নি পুলিশ৷

হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার ‘ইন্টেরিম' পুলিশ চিফ জ্যাকুলিন গুয়িন ভিলরয়িল৷

পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে হামলাকারী তার হাতের রাইফেল দিয়ে গুলি চালায়৷ গুলি চালানোর এই ঘটনা তিনি লাইভ প্রচারও করেন৷

ইন্টেরিম পুলিশ চিফ জ্যাকুলিন গুয়িন ভিলরয়িল জানান, আহত এক পুলিশ কর্মকর্তাসহ আরো দুইজনের অবস্থা আশঙ্কাজনক৷ তাদের মাথায় গুলি লেগেছে৷ 

মার্কিন সংবাদমাদ্যম সিএনএন জানায়, গুলির ঘটনার পরপরই সেখানে কর্মরত কয়েকজন ব্যাংকের ভল্টে আশ্রয় নেন এবং পুলিশকে খবর দেন৷

কান্নাজড়িত কেনটাকি গভর্নর

ঘটনার পর এক সংবাদ সম্মেলনে কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশার জানান, ঘটনায় নিহত কয়েকজন তার পুর্বপরিচিত৷

সংবাদ সম্মেলনে তিনি গুলিতে নিহত ৬৩ বছরের টমি এলিয়টের নাম উল্লেখ করে জানান, টমি তার খুব কাছের বন্ধু৷ টমি তাকে আইনজীবী হিসেবে ক্যারিয়ার গড়ে তুলতে এবং গভর্নর হতে সহযোগিতা করেছিলেন বলে স্মরণ করেন তিনি৷

‘‘এই ঘটনায় আমার খুব কাছের এক বন্ধু মারা গেছেন৷ আমার আরেক বন্ধু অসুস্থ হয়ে হাসপাতালে আছেন৷ আমি আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন৷’’

এদিকে কেনটাকির মেয়র ক্রেইগ গ্রিনব্যার্গ বলেন, ‘‘আমরা বন্দুক হামলার এমন ঘটনা এখানে এবং আমাদের রাজ্যের আশেপাশে যেন আর না হয় তা নিশ্চিত করতে দলবদ্ধভাবে কাজ করবো৷’’ 

উল্লেখ্য, গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, লুইভিল শুটিংয়ের এই ঘটনাটিসহ যুক্তরাষ্ট্রে চলতি বছর মোট ১৪৬টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে৷ প্রতিটি ঘটনায় গড়ে অন্তত চারজন নিহত হয়েছেন৷

লুইভিল শুটিংয়ের ঠিক দুই সপ্তাহ আগে ন্যাশভিল শহরের একটি স্কুলে বন্দুক হামলায় তিন শিশুসহ ছয় জন নিহত হয়৷

এমন পরিস্থিতিতে দেশটিতে বন্দুক হামলার ঘটনা নিয়ে অসন্তোষ তৈরি হচ্ছে৷ যদিও বন্দুক নিয়ন্ত্রণ আইনের বিরোধিতা করছে রিপাবলিকানরা৷

লুইভিলের এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই টুইটবার্তায় বলেন, ‘‘এভাবে নিষ্ক্রিয় থাকার কারণে অনেক অ্যামেরিকান তাদের জীবন দিয়ে মূল্য দিচ্ছে৷’’

আরআর/এসিবি (এপি, রয়টার্স, এএফপি)

২০২২ সালের গ্যালারি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ