1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লুকিয়ে স্কার্টের নীচের ছবি তুললে হাজতবাস

৩১ অক্টোবর ২০১৮

জিনা মার্টিনের লড়াইয়ের ফলে যুক্তরাজ্যে আসতে চলেছে নতুন আইন৷ লুকিয়ে স্কার্টের নীচের ছবি তোলা বা ‘আপস্কার্টিং'-এর বিরুদ্ধে তাঁর সংগ্রামের ফল এই আইন৷

Minirock
ছবি: Fotolia/Franz Pfluegl

২৭ বছরের জিনা মার্টিনের লড়াই শুরু হয় লন্ডনের বিখ্যাত হাইড পার্কে একটি কনসার্টের সময় ঘটে যাওয়া একটি ঘটনা থেকে৷ উত্তর-পশ্চিম ইংল্যান্ডের লিভারপুল শহরের মেয়ে জিনা তখন কনসার্টে গান শুনতে মগ্ন৷এক ব্যক্তি সেই সুযোগে তাঁর স্কার্টের তলা থেকে মোবাইলে ছবি তোলে৷ বিষয়টি জিনার নজরে আসে যখন সেই ব্যক্তির বন্ধুর ফোনে জিনা নিজের ছবি দেখতে পান৷ লোকটির হাত থেকে ফোন কেড়ে নিয়ে জিনা পুলিশকে দেখালেও ছবিটি ফোন থেকে মুছে দিয়েই দায় সারেন তারা৷

তবে থেমে থাকেননি জিনা৷ ইংল্যান্ডে এই ‘আপস্কার্টিং' আইনের চোখে অপরাধ নয় জানার পর তাঁর মনে হয় কিছু একটা করা দরকার৷ শিক্ষিত, প্রগতিশীল পরিবারের নারীবাদী মেয়ে জিনা অনলাইনে একটি স্বাক্ষর সংগ্রহ অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ সই সংগ্রহ করেন৷ তাঁর লড়াইয়ের ফলে ‘আপস্কার্টিং', যা এতদিন ছিল আইনের আওতার বাইরে, বর্তমানে ব্রিটিশ সংসদে আলোচনার ঝড় তুলছে৷

কিন্তু এই লড়াই মোটেও সহজ ছিল না৷ অনলাইনে গালি-গালাজের পাশাপাশিধর্ষণের হুমকিও পেয়েছেন৷ এক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছদ্মনাম নিতে হয় তাঁকে৷

কিন্তু তাঁর পরিবার, আইনজীবী ও বন্ধুদের সহায়তায় কঠিন সময় পেরোন তিনি৷ একটুও দমে না গিয়ে ‘আপস্কার্টিং'-এর শিকার অন্য নারীদের সাথে যোগাযোগ করেন৷ এই লড়াইয়ে প্রাথমিক ধাক্কা আসে যখন সাংসদ ক্রিস্টোফার চোপ জিনার প্রস্তাবিত আইন নাকচ করে দেন৷ তবে দিন দিন জিনার উদ্যোগের সমর্থক বাড়তে থাকায় আইন প্রণয়নের কথা ভাবতে বাধ্য হয় টেরেসা মে'র সরকার৷ সুদীর্ঘ সংগ্রামের পর অবশেষে আসছে নতুন আইন৷ লুকিয়ে স্কার্টের তলার ছবি তুললে দিতে হবে জরিমানা৷ কারাদণ্ডও হতে পারে৷

এই সাফল্যের কৃতিত্ব পৃথিবীজুড়ে চলমান ‘মি টু' আন্দোলনকেও দিয়েছেন জিনা৷ তিনি বলেন, ‘‘হঠাৎ করেই আমার লড়াই অনেকটা সহজ হয়ে গেল তখন৷ অনেকেই আমায় মেসেজ করেন তাঁদের সাথে ঘটা এমন ঘটনার কথা জানিয়ে৷ অবশেষে আমি তাঁদের উপযুক্ত লড়াইয়ের পথ বাতলাতে পারবো৷ এই আইন তাঁদেরকেও আমার মতো কিছুটা স্বস্তি দেবে মনে করি৷''

এসএস/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ