অবশেষে সিলেটে যথাস্থানে ফিরছে সাদা পাথর! সিলেটের পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ, জাফলং ও কোম্পানীগঞ্জে নদীর তীরে সাদা পাথর ব্যাপক হারে লুট হয়েছে৷ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷ চলছে যৌথ বাহিনীর অভিযানও৷ প্রতিস্থাপন করা হয়েছে অন্তত ১২ হাজার ঘনফুট পাথর৷ অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।