1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লুভরে মিউজিয়ামে সন্দেভাজন হামলাকারী আহত

৩ ফেব্রুয়ারি ২০১৭

প্যারিসের বিশ্বখ্যাত লুভরে মিউজিয়ামে সন্দেহভাজন এক হামলাকারী পুলিশের গুলিতে গুরুতরভাবে আহত হয়েছে৷ পুলিশের দাবি, আহত ব্যক্তি ‘আল্লাহু আকবর’ বলে ছুরি হাতে হামলায় উদ্যত হয়েছিল৷ লুভরে মিউজিয়াম এলাকা ঘিরে রেখেছে পুলিশ৷

Paris Louvre Hochwasser
ছবি: picture-alliance/dpa/Ncy

শুক্রবার সকালে হঠাৎই গুলির শব্দে কেঁপে ওঠে লুভরে মিউজিয়াম এলাকা৷ মিউজিয়ামের বাইরে এক ব্যক্তি ‘আল্লাহু আকবর’ বলে ছুরি হাতে এক পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ৷ প্যারিসের পুলিশ প্রধান মিশেল কাদো সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘ এক ব্যক্তি ‘আল্লাহু আকবর’ বলে ছুরি নিয়ে হামলা চালালে এক পুলিশ সদস্য পাঁচ রাউন্ড গুলি ছুড়ে তাকে গুরুতর আহত করে৷’’

 মিশেল কাদো আরো জানান, আহত ব্যক্তির পিঠে দুটি ব্যাগ ছিল, তবে সেই ব্যাগগুলোতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি৷

ফ্রান্সের প্রধানমন্ত্রী ব্যার্না কাজন্যোভ বলেছেন, যে হামলাটি হয়েছে তা সন্ত্রাসী চরিত্রের৷

লুভরে মিউজিয়াম ও তার আশপাশের এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে৷ ঘটনার পর প্রায় আড়াইশ দর্শনার্থীকে ভেতরে রেখেই জাদুঘরটি বন্ধ করে দেয়া হয়৷ তারপর শুরু হয় তল্লাসি৷ ইতিমধ্যে অবশ্য ছোট ছোট দলে দর্শনার্থীদের মিউজিয়াম থেকে বের করতে শুরু করেছে পুলিশ৷ 

এসিবি /জেডএইচ/এসি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ