1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লেজার প্রযুক্তি দিয়ে জালিয়াতির মোকাবিলা

১ আগস্ট ২০১৬

জাল টাকা, জাল পাসপোর্ট, জাল পরিচয়পত্র ব্যবহার করে কত রকম অপরাধের ঘটনাই না ঘটে৷ এক জার্মান বিশেষজ্ঞ লেজার প্রযুক্তি ব্যবহার করে নথিপত্র নকল করার জালিয়াতি পুরোপুরি বন্ধ করার চেষ্টা চালাচ্ছেন৷

ছবি: picture-alliance/dpa/K. J. Hildenbrand

লেজার পদার্থবিদ স্টেফেন বাউডাখ-কে দেখে বোঝার উপায় নেই, তাঁর কাজটা কত রোমাঞ্চকর৷ আন্তর্জাতিক স্তরে জালিয়াতি বন্ধ করাই তাঁর ধ্যানজ্ঞান৷ বাউডাখ নিরাপত্তা বিশেষজ্ঞ৷ লেজার প্রযুক্তি কাজে লাগিয়ে তিনি এমন আইডি কার্ড তৈরি করতে চান, যা জাল করা অসম্ভব৷ তিনি বলেন, ‘‘লেজার পদার্থবিদ্যা নিয়ে আমি পড়াশোনা করেছি৷ লেজারই আমাকে পদার্থবিদ্যার প্রতি আকৃষ্ট করেছে৷ স্কুল থেকেই শুরু৷ তখনই প্রথম লেজার দেখি৷ অসাধারণ সেই যন্ত্র৷ তখনই স্থির করে ফেলি, পদার্থবিদ্যা পড়তে হবে৷''

যেখানে পরিচয়পত্র ও ব্যাংকের নোট তৈরি হয়, গোপনীয়তার কড়া বেড়াজালের মধ্যে বাউডাখ সেখানে গবেষণা চালাচ্ছেন৷ তিনি বলেন, ‘‘এখন আর সদর দরজায় তিনবার নয়, বড়জোর একবার তালা দেবো৷ তবে নিজের তথ্য নিরাপদ রাখার বিষয়ে আমি খুবই সতর্ক৷ নিজের পরিচয় সংক্রান্ত নিরাপত্তা আমার কাছে খুবই জরুরি বিষয়৷ আমিই আমার তথ্যের মালিক৷ তাই সেগুলি খুব রেখেঢেকে রাখি৷''

বাউডাখ-এর কাছে জাল নথিপত্রের মূল্য অপরিসীম৷ তিনি সেগুলির দুর্বলতা বিশ্লেষণ করেন৷ যারা জালিয়াতি করে, তাদের মতো করে ভাবতে পারলে তবেই নিরাপদ পরিচয়পত্র তৈরি করা সম্ভব৷ স্টেফেন বাউডাখ বলেন, ‘‘আসলে আমরা তো সবসময়ে প্রতারকদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে থাকি৷ প্রযুক্তির উন্নতি হলে কোনো না কোনো সময় প্রতারকও সেটা রপ্ত করে ফেলে৷ অর্থাৎ সেই বাধা এত কঠিন রাখতে হবে, যাতে প্রতারকের পক্ষে এত কাঠখড় পুড়িয়ে তা নকল করা সম্ভবই না হয়৷''

পাসপোর্ট সম্পর্কে যাবতীয় জ্ঞান এবং লেজার পারদর্শিতা সংক্রান্ত সব পারদর্শিতা একত্র করে বাউডাখ এক বিশেষ পাসপোর্ট প্রিন্টার তৈরি করেছেন৷ গোটা বিশ্বে অন্য কোথাও এত নিরাপদ পরিচয়পত্র তৈরি করা সম্ভব নয়৷ সেই নথি নকল করা কার্যত অসম্ভব৷ বাউডাখ বলেন, ‘‘সে কারণে একজন প্রতারক খাঁটি ডকুমেন্ট নিয়ে তার উপর এমন রদবদল ঘটানোর চেষ্টা করে, যাতে ছবির সঙ্গে তার মিল অনেক বেড়ে যায়৷''

আধুনিক অ্যালকেমি-র মতো একটি লেজার যন্ত্রের মধ্যে এমন হলোগ্রাম, মাল্টিপল ইমেজ ও লেখা সৃষ্টি হয়, যা শুধু অতি বেগুনি রশ্মি ফেলে দেখা যায়৷ কীভাবে তা সম্ভব, তা চূড়ান্ত রাষ্ট্রীয় গোপনীয়তার আড়ালে রয়েছে৷ স্টেফেন বাউডাখ বলেন, ‘‘লেজার শুধু লেজার নয়৷ লেজার অবিশ্বাস্য রকমের আকার ধারণ করতে পারে, তা সে আলো, রং বা পাল্স ডিউরেশন, যাই হোক না কেন৷ কিন্তু এটাই সবকিছু নয়৷ আমরা এখনো এই প্রযুক্তির সূচনাপর্বে রয়েছি৷''

এটা প্রমাণ হয়ে গেছে, যে গোটা বিশ্বে নথিপত্রের নিরাপত্তার ক্ষেত্রে লেজার প্রযুক্তির প্রয়োগ সবচেয়ে সেরা ফল দেয়৷ বাউডাখ-এর যন্ত্র অনেক দেশে বিক্রি হয়৷ ফলে প্রতারকদের মাথায় হাত পড়ে এবং বিশ্ব আরও কিছুটা নিরাপদ হয়ে ওঠে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ