1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লেডি গাগা’র ইউটিউব চ্যানেল বন্ধ!

১৫ জুলাই ২০১১

মার্কিন পপ সংগীত তারকা লেডি গাগা’র মধ্যে অনেকে বলিউডি একটা ভাব খুঁজে পান৷ বলিউড নায়িকারা যেমন বেশ রংচঙা পোশাকে নৃত্য পরিবেশনে অভ্যস্ত, গাগা’র মধ্যেও সেই লক্ষণটা প্রবল৷ এই অদ্ভুত বেশভূষা তাঁকে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে৷

Pressebild zu Lady Gagas zweiten Album "Born This Way". PHOTO CREDIT Nick Knight Quelle: Pressebereich Universal Music
লেডি গাগাছবি: Nick Knight

ইন্টারনেটে জনপ্রিয়তার বিচারে গাগা'র আশেপাশে অন্য কোন সংগীত তারকাকে খুঁজে পাওয়া মুশকিল৷ টুইটারে গাগা ভক্তের সংখ্যা এক কোটি দশ লাখের বেশি৷ ইউটিউবে তাঁর সংগীত পরিবেশনা উপভোগ করেছেন অন্তত ৪০ কোটি ভক্ত৷ কিন্তু একি, সেই ইউটিউব'ই কিনা গাগা'র আনুষ্ঠানিক ভিডিও চ্যানেলটি বন্ধ করে দিল!

বৃহস্পতিবার লেডি গাগা'র ইউটিউব চ্যানেলে একটি বার্তা জুড়ে দেয় কর্তৃপক্ষ৷ সেখানে লেখা, ‘‘একাধিক বা ব্যাপক কপিরাইট লঙ্ঘনের দায়ে এই অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে''৷

বলিউড নায়িকারা যেমন বেশ রংচঙা পোশাকে নৃত্য পরিবেশনে অভ্যস্ত, গাগা’র মধ্যেও সেই লক্ষণটা প্রবলছবি: AP

ঘটনা হচ্ছে, সম্প্রতি জাপান সফরে গিয়ে কপিরাইট জটিলতায় পড়েছিলেন লেডি গাগা৷ সেই জের ধরেই ইউটিউব সম্ভবত তাঁর অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করে দেয়৷ তবে, এই বিষয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য প্রকাশ করেনি ইউটিউব'এর মালিকপক্ষ গুগল৷ বরং তাদের কথা হচ্ছে, একক কোন সংগীত বা অ্যাকাউন্ট নিয়ে মন্তব্য করা তাদের ধাতে নেই৷ বেচারা লেডি গাগা, ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয় হলেও ইউটিউব তাকে একেবারেই পাত্তা দিল না৷

বেচারা লেডি গাগা, ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয় হলেও ইউটিউব তাকে একেবারেই পাত্তা দিল নাছবি: picture-alliance/dpa

যাহোক, শুক্রবার কিন্তু আবারো প্রবেশ করা গেছে লেডি গাগা'র আনুষ্ঠানিক ইউটিউব চ্যানেলে৷ তবে, জার্মানি থেকে এই চ্যানেলের অধিকাংশ গানই দেখা সম্ভব হয়নি৷ কোন গানের লিংকে ক্লিক করলেই দেখা যাচ্ছে, কপিরাইট সংক্রান্ত জটিল বার্তা৷

শেষ করার আগে, জুড়ে দেওয়া যাক ফেসবুক পরিসংখ্যান৷ লেডি গাগা'র ফেসবুক ভক্তের সংখ্যা ৪০,৫৪৩,৮৫৩৷ তাঁর খুব কাছে যে সংগীত তারকা রয়েছেন, তিনি শাকিরা৷ ভক্তের সংখ্যা ৩৬,৯১৮,১৮২৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ