1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লেডি গাগার গানে নাচছে বিশ্ব, এমটিভির সেরা শিল্পী

৮ নভেম্বর ২০১০

তাঁর নাম জানেন না এমন পপসংগীত প্রিয় মানুষের সংখ্যা এখন হাতে গোনা৷ আলোচিত এই নামটি হলো লেডি গাগা৷ গান নিয়ে তাঁর খোলামেলা উপস্থিতি তাঁকে আরও বেশি আলোচনায় নিয়ে এসেছে৷

লেডি গাগার গানের তালে নাচছে বিশ্বছবি: AP

এই লেডি গাগাই এখন গানের তালে নাচাচ্ছেন বিশ্ব৷ তাঁর নিন্দিত-নন্দিত মিউজিক ভিডিও 'ব্যাড রোমান্স'- এর কারণেই তিনি পেলেন এমটিভির শীর্ষ অ্যাওয়ার্ড৷ একটি নয় তিন তিনটি৷ তিনি পেয়েছেন শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ পপ স্টার এবং শ্রেষ্ঠ পপ সংগীত- এর জন্য অ্যাওয়ার্ড৷

মঞ্চে গানের সঙ্গে নেচে শ্রোতা-দর্শক মাত করার অসামান্য ক্ষমতা তিনি দেখিয়েছেন নানা সময়ে৷ বয়স হয়েছে ২৪ বছর৷ এরই মধ্যে ম্যাডোনা, ব্রিটনি স্পিয়ার্স, জেনিফার লোপেজের নামের তালিকার সঙ্গে নিজের নাম লেখালেন করালেন তিনি৷

লেডি গাগা (বামে) শের’এর হাত থেকে এমটিভি অ্যাওয়ার্ড নিচ্ছেনছবি: AP

এ পপ তারকা সবচেয়ে বেশি শ্রোতা-দর্শকদের আকৃষ্ট করেছেন তাঁর 'ব্যাড রোমান্স' মিউজিক ভিডিওটি দিয়ে৷ দারুণ কথা গানের৷ সেই সঙ্গে চিত্রায়ন৷

ভিন্নমাত্রার আরও বেশ কয়েকটি মিউজিক ভিডিও বেরিয়েছে তাঁর৷ অবশ্য এর মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে সমালোচিতও হয়েছেন তিনি৷ কারণ, বেশির ভাগ মিউজিক ভিডিওতেই লেডি গাগা নিজেকে উপস্থাপন করেছেন অর্ধনগ্নভাবে৷

যদি বলা হয়, 'ব্যাড রোমান্স' নামের এই মিউজিক ভিডিও প্রকাশের পর তা তাঁকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গিয়েছে, সেটি বলা মোটেই ভুল হবে না৷ আর এবার সেই মিউজিক ভিডিওটির জন্যই তিনি আটটি ক্যাটাগরিতে মনোনয়ন পান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের৷ প্রথম কোন নারী পপ তারকা মিউজিক ভিডিওর জন্য এতগুলো মনোনয়ন পাবার ঘটনা এটি৷

মাদ্রিদে রবিবার রাতে জমকালো অনুষ্ঠানের এই আয়োজনে যখন লেডি গাগার নাম ঘোষণা করা হলো, তখনই হল ভর্তি দর্শকের তুমুল করতালি৷ এর মাধ্যমে দর্শকরা প্রমাণ করে দিলেন, পুরস্কারের সিদ্ধান্তে কোন ভুল নেই, একেবারে যথার্থ এই নির্বাচন৷

প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ