1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লেডি গাগার নতুন ছবি অ্যালবাম

২৯ জুলাই ২০১১

হাল আমলের সাড়া জাগানো পপ তারকা লেডি গাগা নতুন অ্যালবাম বের করছেন৷ তবে এটি কোন গানের অ্যালবাম নয়, তার ছবির অ্যালবাম৷

লেডি গাগাছবি: Nick Knight, Mariano Vivanco

লেডি গাগার কস্টিউম সমসময় সংবাদ মাধ্যমের খবর হয়ে আসছে৷ তার গান যা-ই হোক না কেন, কস্টিউমটি কিন্তু ভিন্নধর্মী হওয়া চাই৷ যত সব অদ্ভুতুড়ে এবং ব্যতিক্রমী কস্টিউম দিয়ে দর্শকদের মাতিয়ে তুলতে ওস্তাদ এই পপ তারকা৷ তার ফ্যাশন এবং পোশাক নিয়ে প্রতিদিনই নতুন নতুন ছবি ছাপা হচ্ছে নানা পত্রিকা এবং ম্যাগাজিনে৷ তার এইসব ভিন্নধর্মী পোশাক আর ফ্যাশনের ছবি আজ তার জনপ্রিয়তাকে এতটা তুঙ্গে তুলেছে৷ তো, যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড সেন্ট্রাল পাবলিশিং জানিয়েছে, গাগার এইসব ছবি নিয়ে তারা এবার একটি বই প্রকাশ করবে৷ বইয়ের নাম লেডি গাগা৷ আগামী ২২ নভেম্বর এই বই প্রকাশিত হবে যার মধ্যে থাকছে গাগার সাড়ে তিনশরও বেশি রঙিন এবং সাদা কালো আলোকচিত্র৷

এই নতুন ছবি অ্যালবামের জন্য প্রকাশক সংস্থা গত বছরের আগস্ট থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত গাগাকে অনুসরণ করেছে৷ এইসময় গাগা যেসব জায়গায় কনসার্ট করেছেন কিংবা কোন অনুষ্ঠানে যোগ দিয়েছেন তার আলোকচিত্র জায়গা পেয়েছে এই বইটিতে৷

এদিকে টুইটারে কিন্তু গাগার ভক্তের সংখ্যা ক্রমেই বাড়ছে৷ গাগাকে টুইটারে অনুসরণ করছে এমন সদস্যের সংখ্যা ১২ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ