1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লেডি গাগার প্রেম উধাও, মামলা খারিজ, ফাঁকে ফুসারি

১৩ সেপ্টেম্বর ২০১০

তিরিশ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণের মামলা৷ পপস্টার লেডি গাগার বিরুদ্ধে এনেছিলেন সুন্দরীর প্রাক্তন প্রেমিক তথা প্রযোজক৷ গাগাও পাল্টা মামলা ঠোকেন৷ সুপ্রিম কোর্ট দুটো মামলাকেই খারিজ করে দিলেন শেষমেস৷

লেডি গাগাছবি: picture-alliance/ dpa

যখন প্রেম ছিল, তখন চুক্তি হয়েছিল৷ যে সে চুক্তি নয়৷ প্রতিটি গানের অ্যালবামের থেকে লভ্যাংশ বা লাভের টাকার প্রায় ৩৫ শতাংশ৷ গায়িকা গাগা তখন প্রেমিক এবং প্রযোজক রব ফুসারির সঙ্গে এই চুক্তিতে সইও করেছিলেন৷ তারপর ফেম অ্যালবামটা বেরিয়েছে ফুসারির প্রযোজনাতেই৷ সে অ্যালবাম বিখ্যাত হতেও দেরি হয় নি৷ অজস্র অর্থও এসেছে৷ কিন্তু ততদিনে প্রেম চটকে গেছে৷ আর যেখানে প্রেম নেই, সেখানে টাকা পয়সাও হাওয়া৷

গাগা অতএব ফুসারিকে ফেম-এর লভ্যাংশ আর দিতে রাজি নন৷ কিন্তু ফুসারিই বা ছাড়বেন কেন? তিনি সোজা আদালতে রওনা দিয়েছিলেন৷ অভিযোগ, যে অ্যালবামের অধিকাংশ হিট গান তাঁর লেখা, সই করা চুক্তি মোতাবেক সেই অ্যালবাম থেকে লাভ হওয়া টাকার ৩৫ শতাংশ তাঁর৷ ফুসারি অতএব ৩০.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের মামলা করার পরপরই গাগাও হাঁটা লাগান আদালতের দিকে৷ গাগার আইনজীবির দাবি, ওই চুক্তি সম্পূর্ণ বেআইনি৷ অতএব টাকা পয়সা দেওয়ার কোন প্রশ্নই নেই৷

তবে নিউ ইয়র্কের সুপ্রিম কোর্ট দুটো মামলাকেই খারিজ করে দিয়েছে গত অগাস্টে৷ এতদিনে সে খবর প্রচার করার অনুমতি মিলল৷ গাগাকে অতএব আইনি ঝঞ্ঝাটে আর জড়াতে হবে না৷

মামলা না হয় খারিজ হল৷ কিন্তু লেডি গাগার আজ যে খ্যাতি, যে নামডাক, তার শুরুটা তো হয়েছিল রব ফুসারির হাতেই! কারণ ফেম ছিল গাগার প্রথম অ্যালবাম৷ যা কিনা দুনিয়া জুড়ে হিট হয়েছে৷ যে অ্যালবামের পাপারাৎজি গানটার জন্য গ্র্যামি জিতেছেন লেডি গাগা৷ অন্যান্য বহু গানের সাফল্যের নেপথ্যেই ফুসারির হাতযশ আছে৷ গাগাকে যিনি ভালোবেসে পপের জগতে এতটা প্রতিষ্ঠা দিলেন, সেই রব ফুসারিকে এতটা বঞ্চিত করাটা কী গাগার ঠিক হল? কান পাতলে এরকম ফিসফাস শোনা যাচ্ছে হলিউডের বাতাসে৷

কিন্তু এখন আর সেকথা কেই বা বলবে, বললেও শুনছেই বা কে!

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ