1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লেডি গাগা: পা পিছলে আলুর দম!

১৬ এপ্রিল ২০১১

পা পিছলে আলুর দম! কে পা পিছলে গেলো, আর কে-ই বা আলুর দম হলো? জানতে চান? তিনি আর কেউ নন এ সময়ের আলোচিত গায়িকা, লেডি গাগা৷ সম্প্রতি এক কনসার্টে গান গাইতে গিয়ে পা পিছলে তিনি পড়ে গিয়েছিলেন মঞ্চে রাখা পিয়ানোর উপর৷

লেডি গাগা
মঞ্চে লেডি গাগার পারফরমেন্সছবি: dapd

এটাকে প্রথমে ভাবা হয়েছিল, লেডি গাগা নিয়ে নতুন কোন চটুল সংবাদ৷ পরে দেখা গেলো না, এটা একশত ভাগ ‘সাচ্চা' কাহিনী, একটুকো মিছে নয়৷ ঘটনাটি ঘটেছিল এ মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তর শহর হিউস্টন- এর টয়োটা সেন্টারে আয়োজিত এক লাইভ কনসার্ট অনুষ্ঠানে৷

হাই হিল পরতে ভালোবাসেন গাগা৷ সেদিনও তাঁর পায়ে ছিল উঁচু হিলের জুতো৷ আবছা আলো-আধারিতে তিনি একটার পর একটা গান গেয়ে যাচ্ছিলেন৷ সেই সঙ্গে স্বভাবসুলভ ভাবে লম্ফ-ঝম্ফতো ছিলই৷ সেই কাজ করতে গিয়েই হঠাৎ তিনি পা পিছলে গেলেন৷ পড়বি তো পড় একেবারে পিয়ানোর উপরে৷ তারপর সোজা নীচে, মানে মঞ্চের উপর৷

দেশে দেশে মঞ্চ কাঁপাচ্ছেন এখন লেডি গাগাছবি: AP

খানিক সময়ের জন্য শিল্পী আর দর্শকরা থমকে গেলেন৷ কিন্তু এ যে লেডি গাগা! যেকোন পরিস্থিতি মানিয়ে নিতে যিনি সক্ষম৷ এবং তিনি সেখান থেকে উঠে এলেন গান গাইতে গাইতে৷ ভাবটা এমন যেন কিছুই হয়নি! এটা যেন গানের সময়েরই একটি অভিনয়, পূর্ব পরিকল্পিত৷ সামলে নিতে সবাই পারে না৷ কেউ কেউ পারে৷ লেডি গাগা তাদেরই একজন৷ অবশ্য ঐ কান্ডে তিনি কী খুব ব্যথা পেয়েছেন? উত্তরটা জানা যায়নি৷

আগামী ১৯ এপ্রিল মায়ামিতে লেডি গাগার পরবর্তী লাইভ কনসার্ট৷ এরই মধ্যে খবর এসেছে, এবার নিজের একটি নতুন গানের মিউজিক ভিডিও পরিচালনা করবেন তিনি নিজেই৷ আর তিনি এক্ষেত্রে সহযোগিতা এবং পরামর্শ নেবেন একাধিক আলোচিত মিউজিক ভিডিওর কোরিওগ্রাফার-ক্রিয়েটিভ ডিরেক্টর লাউরিয়ান গিবসনের৷ এর আগে গিবসন কাজ করেছেন কেটি পেরি, নিকি মিনাজ, এলিসিয়া কিসসহ বেশ ক'জন তারকার মিউজিক ভিডিও নিয়ে৷ ইতিমধ্যে লেডি গাগা তৈরি করেছেন নিজের নতুন গান ‘জুডাস'৷ এই গানটির মিউজিক ভিডিওই নির্মাণ করবেন আর এর মাধ্যমেই দেখা যাবে নতুন এক পরিচালকের কাজ৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ