1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিলেবানন

লেবাননকে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে বললো জার্মানি

৪ আগস্ট ২০২১

সরকার গঠন এবং অর্থনৈতিক সংস্কার না করলে লেবাননের আইন প্রণেতাদের উপর ইউরোপীয় ইউনিয়ন অবরোধ আরোপ করবে বলে হুমকি দিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস৷

ছবি: Houssam Shbaro/AA/picture alliance

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটি বর্তমানে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে৷

প্রায় এক বছর ধরে লেবাননে কোন নির্বাচিত সরকার নেই৷ অন্তবর্তীকালীন সরকারের অধীনে চলছে দেশ৷ এরমধ্যে লেবানন পড়েছে ভয়াবহ অর্থনৈতিক সংকটে৷ গত বছরের আগস্টে বৈরুতের বিস্ফোরণ এই পরিস্থিতিকে আরো নাজুক করেছে৷ 

নয় মাস প্রচষ্টার পরও সরকার গঠনে ব্যর্থ হওয়ায় গত মাসে দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করেছেন৷ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেন, সরকার গঠন বা অর্থনীতি পুনরুদ্ধার, কোন দিক থেকেই লেবাবননে কোন অগ্রগতি নেই৷ বৈরুত বিস্ফোরণের এক বছর পূর্তি উপলক্ষে দেওয়া বিবৃতিতে মাস এটিকে দেশটির আইন প্রণেতাদের ‘দায়িত্বজ্ঞানহীন' আচরণ হিসেবে অভিহিত করেছেন৷

এদিকে গত শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন একটি নতুন নিষেধাজ্ঞা ব্যবস্থা চালুর বিষয়ে একমত হয়েছে৷ পরিস্থিতির পরিবর্তন না হলে লেবাননের রাজনৈতিক নেতাদের উপর অবরোধ আরোপের সুযোগ রাখা হয়েছে সেখানে৷

রাজনৈতিক নেতাদের উপর চাপ প্রয়োগে ইউরোপের এই সিদ্ধান্তকে সঠিক বলে অভিহিত করেন মাস৷  তবে জার্মানির কূটনীতিকরা এখনও লেবাননের নাগরিক সমাজকে সমর্থন ও মানবিক সহায়তা চালিয়ে যাওয়ার পক্ষে৷ 

লেবাননের অর্থনৈতিক সংকট

গত ৪ আগস্ট বৈরুত বন্দরে দুই হাজার ৭০০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে৷ এই বিস্ফোরণে চলমান অর্থনৈতিক সংকটের গায়ে আরো বড় ধাক্কা লাগে৷ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে বিদ্যুত ও জ্বালানি চাহিদাও পূরণ সম্ভব হচ্ছে না এখন৷ গত বছর দেশটি ঋণ খেলাপিও হয়েছে৷

গত ১২ মাসে স্থানীয় মুদ্রা লেবানিজ পাউন্ডের দরপতন হয়েছে প্রায় ৮৫ শতাংশ৷ বিশ্বব্যাংক জুলাইতে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, লেবাননের অর্থনীতির আকার চলতি বছর আরো দশ ভাগ কমে যেতে পারে৷

এফএস/এসিবি (এএফপি, ডিপিএ, ইপিডি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ