লেবাননের পৌর দপ্তরে ইসরায়েলি হামলা, মেয়রসহ নিহত ১৬
১৭ অক্টোবর ২০২৪সরকারি দপ্তরে এমন হামলাকে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ মনে করছে লেবানন৷
নাবাতিয়েহ হলো লেবানের নয়টি প্রশাসনিক প্রদেশের একটি৷ সেই প্রদেশের রাজধানী নাবাতিয়েহ৷ বার্তা সংস্থা রয়টার্স জানায়, লেবাননে কয়েক সপ্তাহ ধরে চলমান ইসরায়েলি হামলার মধ্যে নাবতিয়েহ শহরে চালানো এই হামলাটি সর্ববৃহৎ৷
হামলার নিন্দা জানিয়ে লেবানন সরকার বলছে, সশস্ত্র হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলা এখন লেবানন রাষ্ট্রের বিরুদ্ধে চালানো হচ্ছে৷ নাবাতিয়েহ শহরের হামলা এর একটি উদাহরণ৷
দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মাকাতি বলেন, ইসরায়েলি বাহিনী ইচ্ছাপূর্বক পৌর কর্তৃপক্ষের একটি সভাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে৷ ইসরায়েলের হামলায় শহরের বাস্ত্যুচ্যুতদের সেবা এবং ত্রাণ প্রদান বিষয়ক একটি সভা করছিল কর্তৃপক্ষ৷
তার আগে গত ৩ অক্টোবর নাবাতিয়েহ শহরের লোকজনকে সরিয়ে নেওয়ার কথা লেবাননকে জানিয়েছিল ইসরায়েল৷ সেই সময় মেয়র আহমেদ কাহলিল বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তিনি শহর ত্যাগ করবেন না৷
গাজায় সন্ত্রাসীগোষ্ঠী হামাসের সাথে যুদ্ধ শুরুর এক বছর পরলেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েল৷ এই সশস্ত্র গোষ্ঠীটি হামাসের সমর্থনে লেবানেন বিভিন্ন এলাকা থেকে ইসরায়েল সীমান্ত বরাবর হামলা চালিয়ে যাচ্ছিল৷
ইউরোপিয়ান ইউনিয়নের ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিশনার ইয়ানেজ লেনারসিস বলেন, হামাসের সন্ত্রাসী আক্রমণের জবাবে ইসরায়েলের ‘নিষ্ঠুর জবাব' গাজায় মারাত্মক মানবিক সংকট তৈরি করেছে৷
উল্লেখ্য, ৷ হামলায় ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানা গেছে৷
আরআর/এসিবি (রয়টার্স)