1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩১

২৬ নভেম্বর ২০২৪

মঙ্গলবার ইসরায়েলের মন্ত্রিসভায় হিজবুল্লার সঙ্গে সংঘর্ষ-বিরতি নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে আক্রমণ অব্যাহত।

লেবাননের পরিস্থিতি
লেবাননে ইসরায়েলের আক্রমণছবি: AFP

জাতিসংঘ-সহ বিশ্বের অধিকাংশ পশ্চিমা দেশের চোখ ইসরায়েলের দিকে। কারণ মঙ্গলবার ইসরায়েলের মন্ত্রিসভা হিজবুল্লার সঙ্গে সংঘর্ষ-বিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করবে। বিশ্বনেতাদের আশা, সংঘর্ষবিরতির প্রস্তাবে রাজি হবে ইসরায়েল।

তবে আলোচনার আগে লেবাননে ইসরায়েলের আক্রমণ অব্যাহত। সোমবার লেবাননের একাধিক জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যার জেরে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

কেন জাতিসংঘের সহায়তাকারী সংস্থা ফিলিস্তিনিদের জন্য এত গুরুত্বপূর্ণ?

04:15

This browser does not support the video element.

লেবাননের জাতীয় সংবাদসংস্থা এনএনএ সোমবার বিকেলে দাবি করেছে, দেশের তিনটি অঞ্চল-- হারেট, রেইক এবং শিয়াতে হামলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণ লেবাননে। চারজনের মৃত্যু হয়েছে পূর্ব দিকের অঞ্চলে।

এদিকে ইসরায়েলের সেনা দাবি করেছে, তারা অন্তত ২৫টি হিজবুল্লার ঘাঁটি ধ্বংস করতে পেরেছে এদিন।

থেমে নেই হিজবুল্লাও। সোমবার দিনভর একের পর এক রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলের সীমান্ত এলাকায়। উল্লেখ্য, রোববার তারা ইসরায়েলের রাজধানী-সহ একাধিক অঞ্চলে ২৫০টি রকেট ছুঁড়েছিল।

সংঘর্ষ-বিরতির আলোচনা

জাতিসংঘের পাশাপাশি ফ্রান্স, অ্যামেরিকা, জার্মানি, ইটালির মতো একাধিক দেশ আশা করছে মঙ্গলবার ইসরায়েলের মন্ত্রিসভা হিজুল্লার সঙ্গে সংঘর্ষ-বিরতির প্রস্তাবে সম্মত হবে। সোমবার অ্যামেরিকার জাতিও নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ''আমাদের ধারণা, সংঘর্ষ-বিরতির প্রস্তাবটি এবার সম্পন্ন করা সম্ভব হবে।'' তার বক্তব্য, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এবার ইসরায়েল সহমত হবে বলেই মনে করা হচ্ছে। তবে বিষয়টি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, ''আগের আলোচনাগুলি থেকে এবারের আলোচনা অনেক বেশি ফলপ্রসূ হয়েছে। তা-ই আমি আশাবাদী।'' তিনি জানিয়েছেন, গাল্ফ এবং আরব দুনিয়ার দেশগুলির সঙ্গে লাগাতার আলোচনা চলছে। কীভাবে সমস্যার সমাধান করা সম্ভব, তা নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেছেন, হিজবুল্লা এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ-বিরতির আলোচনা অত্যন্ত সদর্থক জায়গায় পৌঁছেছে। দুই তরফেরই উচিত এবার সংঘর্ষ-বিরতির প্রস্তাব গ্রহণ করা।

এর আগেও ইসরায়েলের মন্ত্রিসভা সংঘর্ষ-বিরতি নিয়ে আলোচনায় বসেছে। কিন্তু এখনো পর্যন্ত সমাধানসূত্র অধরাই থেকেছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ