1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লেবাননে হামলা

২০ অক্টোবর ২০১২

বৈরুতে শক্তিশালী গাড়িবোমা হামলায় ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তাসহ আট জনের প্রাণহানির ঘটনার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়৷ এদিকে, ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সিরিয়ায় অস্ত্রবিরতির প্রচেষ্টা চালাচ্ছেন লাখদার ব্রাহিমি৷

A car burns at the site of an explosion in Ashrafieh, east Beirut, October 19, 2012. At least two people were killed and 15 wounded in a roadside bomb that exploded in central Beirut on Friday, a security source said. REUTERS/Hasan Shaaban (LEBANON -Tags: - Tags: CIVIL UNREST TPX IMAGES OF THE DAY)
ছবি: Reuters

লেবাননের খ্রিষ্টান অধ্যুষিত এলাকায় আশরাফিয়ায় শুক্রবার গাড়িবোমা হামলায় আট জন নিহত হয়েছে৷ আহত হয়েছে অন্তত ৮৬ জন৷ নিহতদের মধ্যে লেবাননের গোয়েন্দা প্রধান জেনারেল ইসাম আল-হাসানও রয়েছেন বলে জানিয়েছেন দেশটির তথ্য মন্ত্রী ওয়ালিদ দায়ুক৷ এই হামলার পর বিরোধী দলগুলো জরুরি বৈঠক করে৷ বৈঠক থেকে তারা প্রধানমন্ত্রী নাজিব মিকাতির পদত্যাগ দাবি করেছে৷ তবে লেবাননের খ্রিষ্টান দল ফালাঙে-র সাংসদ নাদিম গেমায়েল, সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি এবং দ্রুস দলের নেতা ওয়ালিদ জুম্বলাত এই হামলার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রশাসনকে দায়ী করেছেন৷

তবে সিরিয়ার তথ্য মন্ত্রী ওমরান আল-জোহবি এই হামলাকে ‘সন্ত্রাসী, কাপুরুষোচিত এবং অগ্রহণযোগ্য' বলে নিন্দা জানিয়েছেন৷ অবশ্য সিরিয়ার মিত্র দেশ হিসেবে পরিচিত ইরান লেবাননে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে৷ ইসরায়েল এই অভিযোগ নাকচ করে দিয়েছে৷ এছাড়া জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইরানসহ আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলার নিন্দা জানিয়েছে৷

ছবি: picture-alliance/dpa

এদিকে, এই হামলার প্রতিবাদে লেবাননের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে শনিবার৷ বৈরুত, সিদন, ত্রিপোলি এবং বেকা উপত্যকা শহরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে৷ দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে৷ আর নিহত গোয়েন্দা প্রধান আল-হাসানকে রবিবার সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির পাশে সমাহিত করা হবে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে৷ এছাড়া শনিবার লেবাননের মন্ত্রিসভা জরুরি বৈঠক করেছে৷

অন্যদিকে, মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সিরিয়ায় অস্ত্রবিরতির জন্য প্রচেষ্টা চালাচ্ছেন সেখানে নিয়োজিত আন্তর্জাতিক বিশেষ দূত লাখদার ব্রাহিমি৷ শনিবার অস্ত্রবিরতির দাবি নিয়ে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রী ওয়ালিদ আল-মুয়ালেম এর সাথে বৈঠক করেছেন ব্রাহিমি৷ ব্রাহিমির এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে সকল পক্ষকে সাময়িক অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ, আরব লিগ, মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং ইরান৷

তবে শনিবার একটি তুর্কি পত্রিকা সীমান্ত এলাকায় সিরিয়া ও তুরস্কের মধ্যে হামলা ও পাল্টা হামলার খবর দিয়েছে৷ দৈনিক মিল্লাত পত্রিকাটির খবর বলা হয়েছে, তুরস্কের ভূখন্ডে সিরিয়ার গোলা হামলার জবাবে তুরস্কের সেনা সদস্যরা ৮৭ বার গোলা ছুঁড়েছে৷ এতে সিরিয়ার ১২ জন সেনা সদস্য নিহত হয়েছে এবং বেশ কিছু সাঁজোয়া যান ধ্বংস হয়েছে৷ এছাড়া সিরিয়ার মারেত আল-নুমান এলাকায় সরকারি সেনারা যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে৷

এএইচ / আরআই (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ