1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লেবানন, গাজায় ইসরায়েলি হামলায় মৃত ৪০, সৌদিতে শীর্ষবৈঠক

১১ নভেম্বর ২০২৪

ইসরায়েলি হামলায় লেবাননে মৃত ২৩, গাজায় মৃত অন্তত ১৭। মধ্যপ্রাচ্য নিয়ে সৌদিতে আরব ও মুসলিম দেশগুলির শীর্ষবৈঠক।

লেবাননে ধ্বংসস্তূপের মধ্যে আটকদের উদ্ধার করার চেষ্টা করছেন উদ্ধারকারীরা।
ইসরায়েলের হামলার পর লেবাননে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চলছে। ছবি: Hassan Ammar/AP/picture alliance

লেবাননের আলমাতে ইয়রায়েলের হামলায় ২৩ জনের মত্যু হয়েছে। এছাড়া গাজায় জাবালিয়া বাস্তুচ্যূতদের শিবিরে ইসরায়েলের আক্রমণে ১৭ জন মারা গেছেন। গাজা শহরে হামাস পরিচালিত সরকারের এক মন্ত্রী ও তার পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার মাউন্ট লেবানন প্রভিন্সে আলমাতে ইসরায়েলি হামলায় মৃতের মধ্যে সাতজন শিশু। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তারা জানিয়েছেন। এখনো ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।

ইসরায়েল এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। যে জায়গায় ইসরায়েল হামলা করেছে বলে অভিযোগ, সেটি হিজবুল্লার শক্ত ঘাঁটি বলে পরিচিত দক্ষিণ ও পূর্ব লেবাননের উত্তর দিকে। লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ইসরায়েল লেবাননের পূর্ব ও দক্ষিণ দিকেও হামলা করেছে।

গাজায় হামলা

গাজায় এক হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, জাবালিয়া শিবিরে ইসরায়েলের আক্রমণে ১৭ জনের মৃত্যু হয়েছে। আর-আহলি হাসপাতালের চিকিৎসক ফাদেল নইম বলেছেন, মৃতদের মধ্যে নয়জন নারী।

ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা জানিয়েছে, ৩০ জন মারা গেছেন।

ইসরায়েলের সেনা জানিয়েছে, যে জায়গায় সন্ত্রাসবাদীরা ছিল, সেখানেই তারা আঘাত হেনেছে। এই আক্রমণের খুঁটিনাটি দিক খতিয়ে দেখা হচ্ছে।

গাজা শহরে অন্য একটি হামলার ঘটনায় হামাস পরিচালিত সরকারের মন্ত্রী ওয়ায়েল আল-খোউর সপরিবারে মারা গেছেন।

হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইসরায়েল-সহ বেশ কয়েকটি দেশ।

সোদিতে শীর্ষবৈঠক

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সৌদি আরবে সোমবার থেকে শীর্ষবৈঠক হবে। আরব ও মুসলিম দেশগুলির প্রতিনিধিরা এই বৈঠকে যোগ দিয়েছেন।

গত অক্টোবরে সৌদির পররাষ্ট্রমন্ত্রী এই শীর্ষবৈঠকের কথা ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছেন, ইসরায়েল-ফিলিস্তিনে দুই রাষ্ট্র সমাধানের প্রক্রিয়াকে গতি দিতেই এই শীর্ষবৈঠক হবে।

রোববার সৌদির সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ফিলিস্তিন ও লেবাননে যেভাবে সমানে ইসরায়েলি হামলা হচ্ছে, তা নিয়েও কথা হবে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই শীর্ষবৈঠকে যোগ দিতে সৌদি আরবে পৌঁছে গেছেন।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু ও লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিও রিয়াধ পৌঁছে গেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফেরও বৈঠকে থাকার কথা আছে।

ট্রাম্পের সঙ্গে তিনবার কথা নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, অ্যামেরিকার প্রেসিডেন্ট-ইলেক্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি সম্প্রতি তিনবার কথা বলেছেন।

সামাজিক মাধ্যমে নেতানিয়াহু বলেছেন, ট্রাম্পের সঙ্গে তার খুব ভালো ও গুরুত্বপূর্ণ কথা হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক অটুট থাকবে।

ফ্রান্স-ইসরায়েল ফুটবল ম্যাচে বাড়তি নিরাপত্তা

প্যারিসের পুলিশ প্রধান লোরান্ট নুনিয়েজ জানিয়েছেন, নেশনস লিগে আসন্ন ফ্রান্স বনাম ইসরায়েল ফুটবল ম্যাচে প্রচিুর পুলিশ মোতায়েন করা হবে। বৃহস্পতিবার এই ম্যাচ হবে।

নুনিয়েজ বলেছেন, এই ম্যাচে নিরাপত্তার ঝুঁকি আছে। তাই স্টেডিয়ামে ও গণপরিবহনে প্রচুর পুলিশ মোতায়েন করা হবে। পুলিশের একটি এলিট গোষ্ঠী ইসরায়েলের টিমকে সুরক্ষা দেবে।

তিনি জানিয়েছেন, এই ম্যাচের আগে ও পরে পুলিশ অফিসাররা সুরক্ষার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবেন। 

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ