1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লেভারকুজেনের কাছে হারের জবাব দিল বায়ার্ন

৪ নভেম্বর ২০১২

লেভারকুজেনের কাছে ২-১ গোলে হেরে যাওয়ার পর বায়ার্ন মিউনিখের শ্রেষ্ঠত্ব নিয়ে কিছুটা দ্বিধা পরিলক্ষিত হয় ভক্ত ও সমালোচকদের মাঝে৷ সেসব দ্বিধা ও সংশয় কাটাতেই হামবুর্গের বিরুদ্ধে একেবারে বীর বিক্রমে লড়ে জয় ছিনিয়ে নিল বায়ার্ন৷

Fußball Bundesliga 10. Spieltag: Hamburger SV - Bayern München am 03.11.2012 in der Imtech Arena in Hamburg. Münchens Torschütze Thomas Müller (M) jubelt mit Toni Kroos (r) und Mario Mandzukic nach seinem Treffer zum 0:2. Foto: Marcus Brandt/dpa (Achtung Hinweis zur Bildnutzung! Die DFL erlaubt die Weiterverwertung von maximal 15 Fotos (keine Sequenzbilder und keine videoähnlichen Fotostrecken) während des Spiels (einschließlich Halbzeit) aus dem Stadion und/oder vom Spiel im Internet und in Online-Medien. Uneingeschränkt gestattet ist die Weiterleitung digitalisierter Aufnahmen bereits während des Spiels ausschließlich zur internen redaktionellen Bearbeitung (z. B. via Bilddatenbanken).) +++(c) dpa - Bildfunk+++ Schlagworte Fußball, Bundesliga, LNO, Torschütze, Torjubel, Freude, sport
ছবি: picture-alliance/dpa

বিষয়টি বেশ স্পষ্ট করে বলেই ফেললেন জার্মান তারকা বাস্টিয়ান শোয়াইন্সটাইগার৷ হামবুর্গকে শনিবার ৩-০ গোলে হারানোর পর শোয়াইন্সটাইগার বলেন, ‘‘বায়ার লেভারকুজেনের সাথে খেলার পর তার একটা উত্তর দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল৷ তাই আমরা আজ সেই উত্তর দিতে বদ্ধপরিকর ছিলাম৷ ফলে এটা আমাদের জন্য চমৎকারভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে৷''

দলের নৈপুণ্যে খুশি বায়ার্ন প্রশিক্ষক ইয়ুপ হাইনকেস৷ তিনি একটু বেশি করে প্রশংসা করলেন তাঁর দলে থাকা বিদেশি খেলোয়াড়দের৷ বিশেষ করে ফরাসি তারকা ফ্রাঙ্ক রিবেরি এবং ক্রোয়েশীয় তারকা মারিও মান্ডজুকিচের সাফল্য নিয়ে তিনি গর্বিত৷ তাঁর ভাষায়, ‘‘আমি দলের অগ্রগতি নিয়ে খুশি৷ আমরা যেভাবে জয়ের পরিকল্পনা করেছিলাম ঠিক সেভাবেই সবকিছু ঘটেছে৷ আর সেক্ষেত্রে দলের সবার সমন্বিত প্রচেষ্টাতেই সম্ভব হয়েছে৷ তবে বিশেষ করে ফ্রাঙ্ক যেন আজকে ব্যতিক্রমী হয়ে উঠেছিল এবং মারিও চাপ সৃষ্টি এবং প্রতিরক্ষার জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ অবস্থানে৷''

ছবি: picture-alliance/dpa

উল্লেখ্য, হামবুর্গের বিরুদ্ধে মাঠে নামার পর থেকেই প্রতিপক্ষকে বেশ চাপের মুখে রাখে বায়ার্ন৷ তবে চল্লিশ মিনিট কোন পক্ষই প্রতিপক্ষের জালে বল পাঠাতে সক্ষম হয়নি৷ শেষ পর্যন্ত প্রথম গোল করেন বাস্টিয়ান শোয়াইন্সটাইগার৷ এবার যেন ঠিক প্রতিপক্ষের জাল চিনতে পারে বায়ার্ন তারকারা৷ আট মিনিট পরেই দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন টমাস ম্যুলার৷ আর তাঁকে অনুসরণ করে ৫৩ মিনিটে আবারও লক্ষ্যভেদ করে টনি ক্রুজের শট৷

তবে শনিবার দিনটি শুধু নিজেদের জয়ের জন্যই নয়, বরং হফেনহাইমের কাছে শাল্কের হারের জন্যও গুরুত্বপূর্ণ ছিল বায়ার্ন মিউনিখের জন্য৷ কারণ শাল্কে হফেনহাইমের কাছে ৩-২ গোলে হেরে যাওয়ায় এখন বায়ার্ন এবং শাল্কের ব্যবধান দাঁড়িয়েছে সাত পয়েন্টের৷ ২০ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে শাল্কে এবং আইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট৷ অন্যদিকে, দশটি খেলায় ৩০টি গোল এবং ২৭ পয়েন্ট নিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে বায়ার্ন মিউনিখ৷

এএইচ / আরআই (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ