1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো ২০১২

৯ জুন ২০১২

পোল্যান্ডে উত্তেজনাপূর্ণ উদ্বোধনী আসর শেষে ইউক্রেনমুখী ইউরো ২০১২ ফুটবল আসর৷ উদ্বোধনী দিনে স্বাগতিক পোল্যান্ড গ্রিসের সাথে ১-১ গোলে ড্র করেছে৷ অপর খেলায় চেক প্রজাতন্ত্রকে ৪-১ গোলে হারিয়েছে রাশিয়া৷

Source News Feed: EMEA Picture Service ,Germany Picture Service Russia's Roman Shirokov (C) celebrates his goal against Czech Republic during their Group A Euro 2012 soccer match at the city stadium in Wroclaw June 8, 2012. REUTERS/Sergio Perez (POLAND - Tags: SPORT SOCCER)
ছবি: Reuters

উদ্বোধনী অনুষ্ঠানের বাইরেও পোল্যান্ডের রাজধানী ওয়ারশ জুড়ে ছিল উৎফুল্ল তরুণ প্রজন্মের রাতভর আনন্দ-উল্লাস আর হৈ হুল্লোড়৷ তবে সবকিছু ছাপিয়ে যে আশঙ্কা ঘিরে ছিল তা হলো বর্ণবাদী হামলা কিংবা সহিংসতা৷ তবে শেষ পর্যন্ত কোন ধরণের অঘটন ছাড়াই সূচনা লগ্ন পার করে হাফ ছেড়েছে পোলিশ কর্তৃপক্ষ৷ তাই শনিবার পোলিশ দৈনিক পত্রিকা রিচেচপোসপোলিতা'র মন্তব্য, ‘‘আমরা ইউরো ২০১২ আসরের প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি৷''

অবশ্য গ্রিসের সাথে শুধুমাত্র ড্র করে খুশি হতে পারেনি পোলিশ ফুটবল জগত৷ স্বাগতিক দল হিসেবে নিজেদের মাঠে একটু বাড়তি সুবিধা কাজে লাগানোর আশায় ছিল পোলিশরা৷ তাই দেশটির অন্যতম বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ‘ফাক্ট' এর শিরোনাম ‘শুধুমাত্র ড্র'৷ আর ট্যাবলয়েড পত্রিকা ‘সুপার এক্সপ্রেস' এই খেলাকে বলেছে ‘প্রত্যাশার চেয়ে দুর্বল' এবং ‘সূচনাতেই ভীতি'৷ বিশেষ করে পোল্যান্ডকে যখন ঠিক পরের খেলাটিতেই রাশিয়ার মতো দলের মুখোমুখি হতে হবে তার আগে গ্রিসের মতো কিছুটা দুর্বল দলের সাথে ড্র করাটা যথেষ্ট নয়৷ এ বিষয়টির দিকেও জোর দিয়েছে দৈনিক ‘ফাক্ট' পত্রিকা৷

রাশিয়া-চেক ম্যাচের একটি মুহুর্তছবি: Reuters

তবে শুক্রবারের খেলায় পোলিশদের ত্রাতায় পরিণত হয়েছেন গোলরক্ষক প্রেমিস্লাভ টাইটন৷ খেলার দ্বিতীয়ার্ধে গ্রিসের গেয়র্গিওস কারাগুনিস এর পেনাল্টি শট রুখে দিয়েছেন টাইটন৷ নতুবা নিশ্চিত জয় পেয়ে যেতো গ্রিস৷ তাই ক্রীড়া বিষয়ক পত্রিকা দৈনিক ‘প্রেগ্লাড স্পোর্টোভি' লিখেছে, ‘টাইটন আমাদের নরক থেকে বাঁচিয়েছে৷' আর ‘সুপার এক্সপ্রেস' এর ভাষ্য, ‘পোল্যান্ডকে রক্ষা করেছে টাইটন৷'

যাহোক, পোল্যান্ড থেকে এবার ইউক্রেনের দিকে দৃষ্টি ফিরিয়েছেন ইউরোপের ফুটবল প্রেমী মানুষ৷ কারণ শনিবার ইউক্রেনের খারকিভের মেটালিস্ট স্টেডিয়ামে মুখোমুখি নেদারল্যান্ডস ও ডেনমার্ক৷ অন্যদিকে লেভিভের অ্যারেনা লেভিভ মাঠে পর্তুগালের মুখোমুখি ফেভারিট জার্মানি৷ তবে ইতিমধ্যেই ইউরো আসরের জন্য প্রস্তুতি ও ইউক্রেনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ সমালোচনার মুখে রয়েছে কিয়েভ৷

সমর্থকদের গালে দুই দেশেরই পতাকাছবি: Reuters

আবার শনিবার নতুন করে এক অঘটনের খবর দখল করেছে দেশটির অধিকাংশ গণমাধ্যম৷ ৪৬ বছর বয়সি এক স্প্যানিশ ফুটবল ভক্ত নিখোঁজ হওয়ার পর তার লাশ পাওয়া গেছে পূর্বাঞ্চলের ডোনেটস্ক শহরে৷ এই ঘটনার সাথে জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে বলে খবরে প্রকাশ৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই (ডিপিএ, রয়টার্স)

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ