1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘লোকসংগীতকে কেউ বাঁচাতে চায় না’

আশীষ চক্রবর্ত্তী৮ জানুয়ারি ২০১৩

বাবা কিংবদন্তি আব্বাস উদ্দিন৷ নিজে শিল্পী এবং গবেষক৷ তাই মুস্তাফা জামান আব্বাসীর কাছে লোকসংগীতের ভবিষ্যত জানতে চাওয়া৷ সাক্ষাৎকারে একটা কথাই উঠে এলো – অনাদরে, অবহেলায় মরতে বসেছে লোকগান৷

ARCHIV - Eine Schellack-Platte (Anfang des 20. Jahrhunderts) liegt in der Forschungsstelle für fränkische Volksmusik in Uffenheim (Mittelfranken) am 01.09.2011 auf einem Koffer-Grammophon. Bis Ende des vorletzten Jahrhunderts gab es Musik nur live. Erst seit 1887 gibt es die schwarzen Dinger, mit denen jeder Beethoven und Bach oder auch Elvis und die Beatles hören kann. Jetzt wird die Schallplatte 125 Jahre alt. Foto: Daniel Karmann dpa (zu dpa «Die Welt ist flach: Vor 125 Jahren kam die Schallplatte auf den Markt» vom 11.05.2012) +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

আব্বাস উদ্দিন নেই, তবে তাঁর গান আছে, অনেক অনুসারী শিল্পী এবং শ্রোতার পাশাপাশি সংগীতের সেবায় নিয়োজিত একটি পরিবারও আছে তাঁর৷ মেয়ে ফেরদৌসি রহমানকে কে না চেনেন? অন্যদের কথা বাদ দিলেও আব্বাস উদ্দিনের পরিবারের অন্যতম সদস্য, তাঁর ছেলে মুস্তাফা জামান আব্বসীর কথাও বলতে হবে৷ ৭৫ বছরের জীবনে এ পর্যন্ত শুধু যে গানই গেয়েছেন তা তো নয়, গবেষণাও করেছেন গান নিয়ে৷ লোকসংগীতের হালচাল তাঁর চেয়ে ভালো জানা লোক খুব বেশি আছে কিনা সন্দেহ৷ যখন এ বিষয়ে প্রশ্ন করা হলো, মুস্তাফা জামান আব্বাসীর কণ্ঠে নেমে এলো রাজ্যের হতাশা, বললেন, ‘‘(লোকসংগীতের) অবস্থা ভালো না, কারণ, ব্যান্ড এসে গেছে, এরা গ্রামে গ্রামে যাচ্ছে বড় বড় যন্ত্র নিয়ে৷ ফলে আগে যে বাউল গান, ভাটিয়ালি গান, বিচ্ছেদি গানের বড় বড় আসর হতো সেগুলো এখন আর হয় না৷'' তার মানে হলো, গ্রাম বংলার লোকও আজকাল লোকগান শোনে কম, ফলে নতুন শিল্পী উঠে আসাও ক্রমে বন্ধ হওয়ার পথে৷

BM//080113/Interview with Mustafa Zaman Abbasi on present situation of folk song - MP3-Mono

This browser does not support the audio element.

তারপর কথা যত এগিয়েছে, দীর্ঘতর হয়েছে দীর্ঘশ্বাস৷ আব্বাস উদ্দিন, আব্দুল আলীম মারা গেছেন, রথীন্দ্র নাথ রায়, নীনা হামিদের মতো কেউ কেউ চলে গেছেন বিদেশে৷ তাতে তৈরি হয়েছে বড় রকমের শূন্যতা৷ এ মুহূর্তে টিভি-রেডিওতে যাঁরা গাইছেন তাঁদের অধিকাংশেরই শিল্পী হিসেবে যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুস্তাফা জামান আব্বাসী বললেন, ‘‘আমাদের পরে যাঁরা এসেছেন তাঁদের অনেকেই এখন দলীয় পরিচয় নিয়ে গান৷ আমাদের দেশে দলের প্রতাপ খুব বেশি৷ যখন যে দল ক্ষমতায় থাকে তখন তাদের লোকেরা জুটে যায়৷ তাঁরা যে খুব নামকরা শিল্পী তা-ও নয়, তাঁরা একদম ‘অর্ডিনারি'৷ এখন যাঁরা গান, তাঁরা এই নেতার কথা, ওই নেতার কথার পর হাবিজাবি কিছু গেয়েই ভাবছেন না জানি কোথায় উঠে গেলেন৷''

তাহলে লোকসংগীতকে বাঁচানোর উপায়? মুস্তাফা জামান আব্বাসী বললেন, ‘‘বাঁচাতে হলে ভাই, প্রথমে মনটাকে ঠিক করতে হবে যে আপনি বাঁচাবেন কিনা৷ কেউ তো বাঁচাতেই চায় না, মরে গেলেই ভালো এরকম একটা ভাব!''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ