1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লোকপাল বিলের খসড়ায় কেন্দ্রীয় মন্ত্রিসভার সবুজ সঙ্কেত

২১ ডিসেম্বর ২০১১

দুর্নীতি-বিরোধী লোকপাল বিলের খসড়ায় সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ আগামীকাল সংসদে তা পেশ করার কথা৷ বিলের বিভিন্ন সংস্থান নিয়ে রাজনৈতিক দলগুলির বিরূপ প্রতিক্রিয়া৷

দুর্নীতি-বিরোধী বিতর্কিত লোকপাল বিল নিয়ে আন্দোলন চলছে আন্না হাজারের নেতৃত্বেছবি: AP

কেন্দ্রীয় মন্ত্রিসভার সবুজ সঙ্কেতের পর আগামীকাল পেশ হতে যাচ্ছে দুর্নীতি-বিরোধী বিতর্কিত লোকপাল বিল৷ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বিলের খসড়া গ্রহণযোগ্য মনে না হওয়ায় সংসদের চলতি অধিবেশনে তা পাশ হবে কিনা সে বিষয়ে দেখা দিয়েছে সংশয়৷ লালুপ্রসাদের আরজেডি, মায়াবতির বিএসপি, রামবিলাস পাশোয়ানের লোকজনশক্তি পার্টি এবং বাম দল মনে করে এই বিল পাশ নিয়ে এতো তাড়াহুড়ো করার কী আছে ?

খসড়া বিলে আন্না হাজারের দাবিকে কার্যত অগ্রাহ্য করায় প্রথমেই তোপ দেগেছেন আন্না স্বয়ং৷ বলেছেন এই বিল কড়া তো নয়ই, বরং কমজোর৷ দুর্নীতিবাজ মন্ত্রীদের রক্ষা করার সিস্টেম৷ কেন্দ্রীয় তদন্ত ব্যুরোকে বিলের আওতায় না রাখার সেটাই কারণ৷ আগামী সংসদীয় নির্বাচনে দেশের আমজনতার কাছে গিয়ে বলবো সরকার কীভাবে ধোঁকা দিয়েছে দেশকে৷ জনতাই তার উচিত জবাব দেবে৷

বিরোধী বিজেপি সাংসদ শাহ নওয়াজ হোসেনের মতে, বিলের খসড়ায় কিছুই নেই৷ নেই লোকপালের অধিকার৷ লোকপাল যেন একটা পোস্ট-অফিসমাত্র৷ অভিযোগ শুনবে তদন্ত করতে পারেনা৷ তাই বিজেপি এই বিল খারিজ করছে৷

আন্নাকে অনেকেই মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করছেন ভারতেছবি: AP

সমাজবাদী পার্টির সাংসদ মোহন সিং বলেন, তাঁর দল বিলে সংশোধনী প্রস্তাব আনবে৷ আশা করি সরকার তা মেনে নেবে৷ কেন্দ্রীয় আইনমন্ত্রী সলমান খুরশিদের মন্তব্য, আমজনতার কাছ থেকে যে-সব প্রস্তাব এসেছে সরকার সংবেদনশীলতার সঙ্গে তা বিবেচনা করেছে৷ যা ন্যায্য মনে হয়েছে তা মেনে নিয়েছে৷

বিপক্ষের বিরোধীতা সত্বেও কংগ্রেস সভানেত্রি সোনিয়া গান্ধী এই বিল পাশ করাতে বদ্ধপরিকর৷ দলের সংসদীয় কমিটিতে তিনি বলেন, সরকার একটা সীমা পর্যন্ত নামতে পারে, তারপরে নয়৷ ভোটাভুটির সময় দলের সব এমপিকে সাংসদে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করা হয়েছে৷

উল্লেখ্য, সংসদের নিম্নসভায় সরকারের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও উচ্চকক্ষে নেই৷সেক্ষেত্রে অন্য দলের সমর্থন চাইতে হতে পারে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ