1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লোকপাল বিল চূড়ান্ত করতে মন্ত্রিসভার বৈঠক

১৯ ডিসেম্বর ২০১১

দুর্নীতি-বিরোধি লোকপাল বিলের খসড়া চূড়ান্ত করতে আজ রাতে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক৷ জানা গেছে, বিলের চূড়ান্ত অনুমোদনে কিছু জটিলতা দেখা দিয়েছে৷

সমাজসেবি আন্না হাজারেছবি: dapd

এই জটিলতাগুলোর মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই'কে লোকপাল বিলের আওতায় রাখা নিয়ে৷ সরকার চাইছে সরকারি কর্মচারিদের দুর্নীতির তদন্ত করতে রাখা হোক পৃথক শাখা আর প্রধানমন্ত্রীকে বিলের আওতায় রাখা হতে পারে উপযুক্ত রক্ষাকবচ সাপেক্ষে৷ এদিকে প্রধানমন্ত্রী চাইছেন, লোকপাল বিল পাশ হোক সংসদের বর্তমান অধিবেশনে৷ অর্থাৎ আগামী ২৩শে ডিসেম্বরের মধ্যে৷ আর সেটা না হলে, সংসদের অধিবেশন বাড়ানো হবে বলেও জানা গেছে৷

সমাজসেবি আন্না হাজারে ওদিকে সরকারকে হুমকি দিয়েছেন যে, লোকপাল বিল পাশ করাতে হবে সংসদের চলতি অধিবেশনে এবং তা হতে হবে গ্রহণযোগ্য৷ তা নাহলে ডিসেম্বরের ২৭ তারিখ থেকে তিনি আবার অনশনে বসবেন এবং ১লা জানুয়ারি থেকে শুরু হবে দেশব্যাপী জেল ভরো আন্দোলন৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ