লোকসভার প্রথম পর্বে বাকি রাজ্য শান্ত, কোচবিহার অশান্ত
১৯ এপ্রিল ২০২৪
ভারতে লোকসভা নির্বাচনের ভোটপর্ব শুরু হলো। প্রথম পর্বে বাকি রাজ্যে শান্তিতে ভোট শুরু হলেও অশান্ত কোচবিহার।
বিজ্ঞাপন
২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১০২টি আসনে শুক্রবার সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হলো। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এর মধ্যে দিয়েই শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে সাত পর্বের ভোটগ্রহণপর্ব। ফলাফল প্রকাশিত হবে ৪ জুন।
গরম ক্রমশ বাড়ছে। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার-সহ অনেক রাজ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠে গিয়েছে। তাই ভোটদাতারা সকাল সকাল গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছেন। আসামের ডিব্রুগড়, পশ্চিমবঙ্গের কোচবিহার, বিহারের জামুইয়ের মতো কেন্দ্রে সকাল থেকেই বুথের সামনে লম্বা লাইন পড়ে গেছে। মানুষ সকাল সকাল ভোট দেয়া পছন্দ করছেন।
জম্মু ও কাশ্মীরের উধমপুরে শুক্রবার ভোট হচ্ছে। ৩৭০ ধারা বিলোপের পর এই প্রথম লোকসভা নির্বাচন হচ্ছে। রাজ্যের সব রাজনৈতিক দল মনে করছে, এবার কাশ্মীর উপত্যকায় প্রচুর সংখ্যায় মানুষ ভোট দেবেন। কাশ্মীরের মানুষও জানিয়েছেন, তারা ভোট দেয়ার জন্য মুখিয়ে আছেন।
পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। কোচবিহার গতরাত থেকেই অশান্ত হয়ে ওঠে। বিজেপি-র অভিযোগ, তৃণমূলের বাইক বাহিনী সারারাত দাপিয়ে বেড়িয়েছে। মানুষকে ভয় দেখিয়েছে। বিজেপি কর্মীদের আক্রমণ করেছে। তৃণমূল অভিযোগ করে তাদের কর্মীদের মারা হয়েছে। বিজেপি জানিয়েছে, ওটা তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের ঘটনা।
লোকসভা ২০২৪: প্রচারে কী ধরনের চমক আনলেন নরেন্দ্র মোদী?
লোকসভা নির্বাচনের প্রচার কৌশল বদল করেছেন নরেন্দ্র মোদী। তিনি এখন মোদী-পরিবার, মোদী-গ্যারান্টির কথা বলছেন।
ছবি: Subrata Goswami/DW
নতুন কৌশল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন পুরোদমে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন। প্রায় প্রতিদিনই তিনি হয় জনসভা করছেন অথবা সরকারি প্রকল্পের উদ্বোধন করছেন। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন মোদী। আর তিনি এবার প্রচারে নিয়ে এসেছেন নতুন বিষয়। নতুন কৌশল।
ছবি: Subrata Goswami/DW
মোদীর গ্যারান্টি
কিছুদিন হলো মোদীর গ্যারান্টি নিয়ে ভরপুর প্রচার চলছে। এই গ্যারান্টি কি? গরিবদের আরো পাঁচ বছর বিনা পয়সায় সরকারি রেশন, পাঁচ লাখ পর্যন্ত স্বাস্থ্য বিমা, কম দামে গ্যাসের সিলিন্ডার, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিনা পয়সায় বাড়ি, নারী স্বনিযুক্ত গোষ্ঠীকে ১৫ হাজার টাকা, বয়স্কদের পেনশন, লাখপতি দিদির মতো একগুচ্ছ প্রকল্পই হলো মোদীর গ্যারান্টি।
ছবি: Subrata Goswami/DW
সরকারি প্রকল্প
এ সবই সরকারি প্রকল্প। রেডিও, টিভি, ডিজিটাল প্ল্যাটফর্ম, খবরের কাগজ, পত্রিকা, পেট্রোল পাম্প সব জায়গাতে এর ভরপুর প্রচার চলছে। এই বিজ্ঞাপন কৌশল দিয়ে সাধারণ মানুষের মন জয় করতে চাইছেন মোদী। আগেরবার বলা হয়েছিল, 'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়'। এবার বলা হচ্ছে, 'মোদী কা গ্যারান্টি হ্যায়'।
ছবি: Subrata Goswami/DW
মোদী-পরিবার
পশ্চিমবঙ্গে এসে মোদী এই প্রচার শুরু করেছেন। মোদী-পরিবারের প্রচার। বারাসতের সভায় তিনি বলেছেন, তরুণ বয়সে শুধু একটা ঝোলা নিয়ে তিনি গহত্যাগ করেন। দেশের বিভিন্ন জায়গায় যান। সেখানকার ভাষা জানতেন না। পকেটে পয়সা নেই। কিন্তু কোনো না কোনো পরিবার তাকে ঠিক খাবার দিয়েছে । মোদীর ঘোষণা, ভারতীয়রা সকলেই মোদীর পরিবার।
ছবি: Subrata Goswami/DW
মোদীর স্লোগান
জনসভায় মোদী বলতে থাকেন, 'আমি'। সামনে বসা মানুষ জবাব দেন 'মোদীর পরিবার'। এটাই মোদী তথা বিজেপি-র নতুন স্লোগান। বিজেপি বলছে, এটাই তাদের তুরুপের তাস হয়ে উঠতে চলেছে। জনতার সঙ্গে মোদীর একাত্মতার মোকাবিলা বিরোধীরা করতে পারবে না বলে বিজেপি নেতাদের দাবি।
ছবি: Subrata Goswami/DW
মোদীর নারীশক্তি
আরো বেশি করে নারীদের ভোট পেতে উদ্যোগী হয়েছেন মোদী। সংসদে ও বিধানসভায় নারীদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের বিল পাস হয়েছে। সেই ব্যবস্থা কার্যকর হবে ২০২৯ থেকে। মোদী গরিব মেয়েদের প্রশিক্ষণের জন্য বিশ্বকর্মা যোজনা, ছোট ব্যবসা করার জন্য স্বনিধি যোজনার কথা বলছেন। লাখপতি দিদি নিয়ে প্রচার চলছে। মেয়েদের বিনা সুদে পাঁচ লাখ টাকা ঋণ দেয়া হচ্ছে, যাতে তারা বছরে এক লাখ টাকা রোজগার করতে পারেন।
ছবি: Subrata Goswami/DW
নতুন ভোটারদের প্রভাবিত করতে
কিছুদিন আগেই বিজেপি নেতা ও কর্মীদের মোদী নির্দেশ দিয়েছিলেন, এবার ১৮ বছর বয়সি যারা নতুন ভোটার হয়েছেন, তাদের সকলের কাছে পৌঁছাতে হবে। মোদী এবার প্রচারে যুব ও প্রথমবারের ভোটদাতাদের মন পেতে তাদের জন্য তিনি কী করেছেন, তা বিস্তারিতভাবে বলবেন।
ছবি: Subrata Goswami/DW
ধারণা তৈরির খেলা
এবার মোদীর আরেকটি স্লোগান হলো, আব কি বার, চারশ পার। অর্থাৎ, এবার চারশ পার করে যাবে এনডিএ। বিজেপি পাবে অন্তত ৩৭০টি আসন। এবার এনডিএ-র পরিধি বাড়ানো হয়েছে। চন্দ্রবাবু নাইডু আবার এনডিএ-তে ফিরেছেন। বিজু জনতা দলের নেতা নবীন পট্টনায়েকের সঙ্গে জোট বেঁধে লড়াই করা নিয়ে বিজেপি-র আলোচনা অনেকদূর এগিয়েছে। মোদী একটা ধারণা তৈরি করতে চাইছেন, তিনি জিতবেনই।
ছবি: Subrata Goswami/DW
মতুয়াদের সিএএ-উপহার
পশ্চিমবঙ্গে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মালদহ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে মতুয়া সম্প্রদায়ের প্রচুর মানুষ আছেন। তারা সাবেক পূর্ব পাকিস্তান ও বর্তমানে বাংলাদেশ থেকে আসা নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষ। বনগাঁও-সহ তিনটি লোকসভা কেন্দ্রে তারাই ভোটের ফল নির্ধারণ করেন। তাদের ভোটাধিকার থাকলেও আনুষ্ঠানিকভাবে নাগরিক স্বীকৃতি নেই। সিএএ চালু করে তাদের নাগরিক হওয়ার পথ সুগম করা হলো বলে বিজেপি প্রচারে নেমে গেছে।
ছবি: Subrata Goswami/DW
কেন বারবার পশ্চিমবঙ্গে?
পশ্চিমবঙ্গে গত দুই সপ্তাহে তিনবার এসেছেন মোদী। জনসভা করেছেন আরামবাগ, বারাসত, শিলিগুড়িতে। মেট্রো রেল সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করেছেন। পড়ুয়াদের সঙ্গে নিয়ে মেট্রো সফর করেছেন। সন্দেশখালির নারীদের সঙ্গে কথা বলেছেন। গতবার ১৮টি আসনে জিতেছিল বিজেপি। এবার সেই সংখ্যা ধরে রেখে একটা হলেও আসন বাড়াতে চায় তারা। তাই এত ঘনঘন মোদীর পশ্চিমবঙ্গ সফর।
ছবি: Subrata Goswami/DW
নতুন মুখ নিয়ে আসা
মোদীর নির্বাচনী কৌশলের একটা অঙ্গ হলো, নতুনদের প্রার্থী করা। পুরনোদের মধ্যে যাদের জয় নিয়ে তিলমাত্র সন্দেহ আছে, তাদের বাদ দিয়ে দেয়া। এবারো সেই পথে হেঁটেছেন মোদী। দিল্লিতে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। চারটিতে নতুন প্রার্থীকে সুযোগ দেয়া হয়েছে।
ছবি: Subrata Goswami/DW
11 ছবি1 | 11
কোচবিহার হলো কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের কেন্দ্র। ইতিমধ্যেই নিশীথের বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল। তার বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ, বাড়িতে অস্ত্র রাখা ও দুষ্কৃতীদের আশ্রয় দেয়ার অভিযোগ করা হয়েছে।
ভোট শুরুর পরে কোচবিহারে উত্তেজনা দোখা যায়। ভোটারদের ভয় দেখানো, মারধর, আগুন লাগানোর ঘটনা ঘটে বলে অভিযোগ।
চান্দামারিতে বিজেপি-র বুথ সভাপতির মাথা ফেটে যায়। অভিযোগ তৃণমূল সেখানে হামলা করে। শীতলকুচিতে ২২১ নম্বর বুথের বিজেপিএজেন্টকে অপহরণের অভিযোগ উঠেছে। বিজেপি জানিয়েছে, তৃণমূল এই কাজ করেছে। কোচবিহারে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। তা সত্ত্বেও সহিংসতা থামানো যাচ্ছে না। তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
তৃণমূলের অভিযোগ, তাদের এক ব্লক সভাপতিকে মারা হয়েছে এবং তিনি হাসপাতালে। ভোট দিতে যাওয়ার পথে তিনি আক্রান্ত হন বলে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন।
নির্বাচন কমিশন ইতিমধ্যেই শীতলকুচির ঘটনা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। এই শীতলকুচিতেই গত বার লোকসভা নির্বাচনে নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন মারা গিয়েছিলেন।
আলিপুরদুয়ারে বক্সীরহাটে তৃণমূল ও বিজেপি-র অস্থায়ী কার্যালয় পুড়িয়ে দেয়া হয়।
লোকসভা ২০২৪: কৃষক, যুব, ছাত্র, শ্রমিকদের জন্য কংগ্রেসের সাত গ্যারান্টি
এখনো লোকসভা ভোটের দিন ঘোষণা হয়নি। কিন্তু এর মধ্যেই কংগ্রেস জানিয়ে দিলো, ভোটে জিতলে সাতটি প্রতিশ্রুতি পূরণ করবে। কংগ্রেসের গ্যারান্টি।
ছবি: Hindustan Times/IMAGO
খালি পদে চাকরি
কংগ্রেস জানিয়েছে, ক্ষমতায় এলে কেন্দ্রীয় সরকারের ৩০ লাখ শূন্য পদ পূরণ করা হবে। যুবদের চাকরি দেয়া হবে। রাহুল গান্ধীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ৩০ লাখ পদ খালি আছে। নরেন্দ্র মোদী তা পূরণ করছেন না। শুধু এই সব খালি পদে নিয়োগই নয়, ভবিষ্যতে যে পদ খালি হবে, তাতেও দ্রুত নিয়োগ করা হবে। দেরি করা হবে না। কংগ্রেস এই গ্যারান্টির নাম দিয়েছে 'ভর্তি ভরোসা'।
ছবি: Subrata Goswami/DW
'পহেলি নোকরি পাক্কি'
কংগ্রেসের গ্যারান্টি, ক্ষমতায় এলে তারা এই আইন করবে যে, যুবরা স্নাতক হওয়ার পরই একবছর কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় ইন্টার্ন হিসাবে কাজ করতে পারবেন। সরকার তাদের ওই এক বছর মোট এক লাখ টাকা দেবে। রাহুল জানিয়েছেন, শিক্ষা শেষ করার পর প্রথম কর্মসংস্থান নিয়ে পড়ুয়াদের চিন্তা করতে হবে না।
ছবি: Subrata Goswami/DW
গিগ কর্মীদের গ্যারান্টি
গিগ কর্মী মানে তাদের বোঝায় যারা পরিষেবা খাতে একজন ঠিকাদারের অধীনে বা ফ্রিল্যান্সার হিসাবে কাজ করেন। যারা গাড়ি চালান, বাড়িতে জিনিস পৌঁছে দেন, এদের মতো অসংখ্য গিগ কর্মীর জন্য রাহুল গান্ধীর গ্যারান্টি, ক্ষমতায় এলে তাদের সামাজিক সুরক্ষা ও কাজের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে আইন করা হবে।
ছবি: Nasir Kachroo/NurPhoto/picture-alliance
স্টার্ট আপ তহবিল
তরুণ উদ্যোগপতিদের জন্য কংগ্রেসের গ্যারান্টি, প্রতিটি জেলার জন্য পাঁচ বছরে পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠন করা হবে। তা দিয়ে স্টার্ট আপগুলিকে সাহায্য করা হবে। নিজের শিল্প বা ব্যবসার জন্য ৪০ বছরের কম বয়সিরা এই তহবিলের থেকে অর্থসাহায্য পাবেন।
ছবি: Hindustan Times/IMAGO
'পেপার লিক সে মুক্তি'
কংগ্রেসের আরেকটি গ্যারান্টি হলো, প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা হবে। এর জন্য নতুন কড়া আইন করা হবে। চাকরি-সহ সব পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস কড়াহাতে বন্ধ করা হবে।
ছবি: Naveen Sharma/ZUMAPRESS.com/picture alliance
কৃষকদের গ্যারান্টি
কংগ্রেস জানিয়েছে, আন্দোলনরত কৃষকদের অন্যতম দাবি হলো, ফসলের ন্যূনতম সংগ্রহ মূল্যকে আইনি রূপ দেয়া। যাতে সকলেই ওই ন্যূনতম দামে কৃষকদের কাছ থেকে ফসল কেনে। রাহুল বলেছেন, কংগ্রেস এলে এই আইন করা হবে। এটা কৃষকদের জন্য তাদের গ্যারান্টি।
ছবি: Manish Swarup/AP
জাতিগত জনগণনা
কংগ্রেসের আরেকটি গ্যারান্টি হলো, ক্ষমতায় এলে জাতিগত জনগণনা করা হবে। তাতে স্পষ্ট হয়ে যাবে, উচ্চবর্ণ, অনগ্রসর, অতি অনগ্রসর, দলিত, অতি-দলিত, আদিবাসীদের সংখ্যা কত। প্রতিটি রাজ্যে কোন জাতের কত মানুষ বাস করেন।
ছবি: Pradeep Gaur/SOPA/Zuma/picture alliance
মোদী বনাম কংগ্রেসের গ্যারান্টি
ভারতে এখন গ্যারান্টির লড়াই চলছে। টিভি, রেডিও, কাগজ, হোর্ডিংয়ে মোদীর গ্যারান্টির প্রচার চলছে। সেখানে বলা হচ্ছে, গরিবদের পাঁচ বছর রেশন দেয়া মোদীর গ্যারান্টি, গরিবদের পাঁচ লাখ টাকা বিমা হলো মোদীর গ্যারান্টি, উন্নত ভারত হলো মোদীর গ্যারান্টি, পাঁচ বছরে বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় অর্থনীতি হলো মোদীর গ্যারান্টি। তার মোকাবিলা করতেই কংগ্রেস ইস্তাহার প্রকাশের অনেক আগেই সাত গ্যারান্টির প্রতিশ্রুতি দিলো।
রাহুল ওয়ানাড়ে
কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা তৈরি হয়ে গেছে। সূত্র জানাচ্ছে, রাহুল গান্ধী আবার কেরালার ওয়ানাড়েই লড়বেন। কেরালায় ২০টি আসনের মধ্যে কংগ্রেস লড়বে ১৬টি আসনে বাকি চারটি দেয়া হবে শরিকদের। শশী থারুরও সম্ভবত তিরুবনন্তপুরমে কংগ্রেস প্রার্থী হবেন।
ছবি: Getty Images/AFP/M. Kiran
প্রিয়াংকা রায়বেরিলিতে লড়তে পারেন
সোনিয়া গান্ধীর কেন্দ্র রায়বেরিলি থেকে লড়তে পারেন প্রিয়াংকা গান্ধী। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে জোট করে লড়ছে কংগ্রেস। তাই রায়বেরিলিতে জয়ের ব্যাপারে কংগ্রেস আশাবাদী।
ছবি: Getty Images/AFP/A. Deep
10 ছবি1 | 10
পশ্চিমবঙ্গে যে তিনটি আসনে ভোট চলছে, তার মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা রয়েছে কোচবিহারে। কোচবিহার দক্ষিণে বিজেপি বিধায়ক বলেছেন, সারারাত ধরে তৃণমূলের বাইক বাহিনী অত্যাচার করেছে। বোমাবাজি হয়েছে, মারধর করা হয়েছে, বুথ সভাপতির মাথা ভাহা হয়েছে। বারবার করে অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
তিনি বলেছেন, কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে আছেন। আর গোলমাল হচ্ছে বুথের বাইরে। আর সেখানে পুলিশ ও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
অন্য রাজ্যের অবস্থা
ভারতের অন্য রাজ্যে ভোট এখনো পর্যন্ত শান্তিতেই হচ্ছে। প্রথম পর্বে তামিলনাড়ুতে ৩৯ আসনেই ভোট হচ্ছে। রাজস্থানে ১২টি কেন্দ্রে ভোট হচ্ছে। এছাড়া উত্তরপ্রদেশে আটটি, মধ্যপ্রদেশে ছয়টি, উত্তরাখণ্ডে পাঁচটি আসনে ভোট হচ্ছে।
তামিলনাড়ু বা অন্য জায়গা থেকে প্রথমদিকে অন্তত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এনডিএ বনাম ইন্ডিয়া ব্লক
এবার লড়াইটা হচ্ছে এনডিএ বনাম ইন্ডিয়া ব্লকের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এন়ডিএ ব্লকের লক্ষ্য চারশর বেশি আসনে জেতা। আর বিরোধী ইন্ডিয়া জোট চাইছে বিজেপি-র জয়রথ থামিয়ে দিতে। এদিন যে সব রাজ্যে ভোট হচ্ছে, তার মধ্যে তামিলনাড়ুতে ইন্ডিয়া জোট বিরোেধীদের থেকে শক্তিশালী।
কিন্তু উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশের মতো রাজ্যে এনডিএ-র শক্তি বেশি।