1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাম-কংগ্রেস সমঝোতায় জট

পায়েল সামন্ত কলকাতা
১৪ মার্চ ২০১৯

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে বামফ্রন্ট ও কংগ্রেস৷ গত বিধানসভা নির্বাচনের মতো এ বারও তারা আসন সমঝোতা করার চেষ্টা চালাচ্ছে৷ যদিও একাধিক আসন নিয়ে জট কাটছে না৷

ছবি: DW/P Samanta

পশ্চিমবঙ্গে ৩৪ বছর শাসন ক্ষমতায় থাকা বামেদের শক্তি ক্রমশ কমেছে গত কয়েক বছরে৷ তার অনেক আগে থেকেই তৃণমূল কংগ্রেস তৈরির পর জাতীয় কংগ্রেসের জনসমর্থন একেবারে তলানিতে ঠেকেছে৷ এই দুই শক্তি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ২০১৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা করেছিল৷ তাতে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানো না গেলেও অনেক কঠিন আসনে বিরোধী ভোটের ভাগাভাগি রুখে জয় পেয়েছিলেন বাম ও জাতীয় কংগ্রেসের জোট প্রার্থীরা৷ এপ্রিল ও মে মাসের লোকসভা নির্বাচনেও একই পথে হাঁটতে চাইছে দুই শিবির৷ কিন্তু ভোট ঘোষণা হয়ে গেলেও আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেননি দু'দলের নেতারা৷ বারবার তাঁরা বৈঠকে বসলেও কে কোন আসনে লড়বে, তা এখনও ঠিক করা সম্ভব হয়নি৷

পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে বামফ্রন্ট ২৫ ও জাতীয় কংগ্রেস ১৭টিতে লড়বে, এই ফর্মুলা ঠিক হয়ে গিয়েছে৷ কিন্তু কার ভাগে কোন আসন যাবে, এ নিয়েই বোঝাপড়া হচ্ছে না৷ কাঁটা হয়ে রয়েছে প্রধানত দু'টি আসন, পুরুলিয়া ও বসিরহাট৷ পুরুলিয়ায় বামফ্রন্ট শরিক ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিতে চায়৷ এই কেন্দ্রে বাম ও কংগ্রেসের মিলিত ভোট তৃণমূলের থেকে অনেকটাই বেশি৷ জোট প্রার্থী লড়লে এই আসন তৃণমূলের কাছ থেকে কেড়ে নেওয়া সম্ভব৷ ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকা ফরওয়ার্ড ব্লক তৃতীয় স্থানে থাকা কংগ্রেসকে আসন ছাড়তে রাজি নয়৷ বাম দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় কঠোর ভাষায় ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা ওই কেন্দ্রে ২৬ শতাংশ ভোট পেয়েছিলাম, কংগ্রেস ২২ শতাংশ৷ তাহলে কাদের লড়া উচিত? আমরা তিনটে আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, বারাসত, পুরুলিয়া ও কোচবিহার৷ তার থেকে বড় কথা, কংগ্রেসের সঙ্গে সমঝোতার মধ্যে আমরা থাকতে চাই না৷’’

আবেগটা ভুলে গেলে চলবে না: সোমেন মিত্র

This browser does not support the audio element.

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র পুরুলিয়ার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন প্রার্থীকে৷ পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো সেখানে কংগ্রেসের প্রার্থী হবেন৷ তাঁর নেতৃত্বে কংগ্রেস গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে বেগ দিয়েছে৷ এর সঙ্গে ইতিহাস জুড়ে সোমেন মিত্র বলেন, ‘‘পুরুলিয়া আগে বিহারের সঙ্গে ছিল৷ এই জেলাকে বাংলার মধ্যে সংযুক্ত করার আন্দোলনে নেপালের বাবা দেবেন মাহাতো নেতৃস্থানীয় ভূমিকা নিয়েছিলেন৷ এই আবেগটা ভুলে গেলে চলবে না৷’’ উত্তর ২৪ পরগনার বসিরহাট কেন্দ্র নিয়ে আরেক বাম শরিক সিপিআই-এর সঙ্গে টানাপোড়েন কংগ্রেসের৷ এই আসন কংগ্রেসকে ছাড়তে রাজি নয় সিপিআই৷ তাদের বক্তব্য, এখানে মাত্র ৮ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস৷ সিপিআই ছিল দ্বিতীয় স্থানে৷ সেই আসন কী ভাবে কংগ্রেসকে ছাড়া সম্ভব?

সমঝোতা নিয়ে টানাপোড়েনের সঙ্গে বাম ও কংগ্রেসের জোট নিয়ে আরেকটি গুরুতর প্রশ্ন উঠছে৷ গত বিধানসভা নির্বাচনে জয়ের পর একাধিক কংগ্রেস বিধায়ক তৃণমূল বা বিজেপিতে চলে গিয়েছেন৷ তাহলে বাম সমর্থকরা কেন কংগ্রেসকে ভোট দেবেন৷ এ ব্যাপারে সিপিআই-এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় ডয়চে ভেলেকে বলেন, ‘‘এই প্রশ্নটি খুবই সঙ্গত৷ এছাড়া এমনও দেখা গিয়েছে, কংগ্রেসের ভোট কিন্তু সেভাবে বাম প্রার্থীর দিকে আসে না৷ তাহলে জোটে আমাদের কী লাভ? তবু তৃণমূল ও বিজেপি বিরোধী ভোটে ভাগ রোখার জন্য সমঝোতার কথা ভাবা হয়েছে৷’’ প্রদেশ কংগ্রেস সভাপতি ডয়চে ভেলেকে বলেন, ‘‘কংগ্রেস বিধায়করা তৃণমূলে গিয়েছেন ঠিকই, বাম বিধায়ক কি যাননি৷ এই সপ্তাহেই এক বাম বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন৷ বিরোধী বিধায়করা শাসকদলের চাপের মুখে দাঁড়িয়ে লড়াই করছেন৷ এটা অস্বীকার করা যাবে না৷’’ এ বিষয়ে সিপিএমের বিধায়ক তন্ময় ভট্টাচার্যের মত, ‘‘এই প্রশ্ন জাগা স্বাভাবিক৷ কিন্তু কয়েকজন কংগ্রেস বা বাম বিধায়ক বিশ্বাসঘাতকতা করেছেন বলে সবাই তা করবেন, এটা ভাবাও উচিত নয়৷ মানুষ ভবিষ্যতে ফের ভোটের ময়দানে তাঁদের সমুচিত জবাব দেবে৷’’

প্রধান লক্ষ্য মোদীর নেতৃত্বাধীন ফ্যাসিস্ট বিজেপিকে ক্ষমতা থেকে সরানো: তন্ময় ভট্টাচার্য

This browser does not support the audio element.

কংগ্রেসের সঙ্গে জোটে লাভ নেই, এ কথা সিপিআই ও ফরওয়ার্ড ব্লক বললেও বামফ্রন্টের বড় শরিক সিপিএম-এর কী মত? তন্ময় ভট্টাচার্য ডয়চে ভেলেকে তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘‘এই নির্বাচনের প্রধান লক্ষ্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ফ্যাসিস্ট বিজেপিকে ক্ষমতা থেকে সরানো৷ সেজন্য ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে একজোট হতে হবে৷ ভারতের নিরিখে কংগ্রেসকে এড়িয়ে এ ধরনের ধর্মনিরপেক্ষ জোট গড়ে তোলার বাস্তব পরিস্থিতি আছে বলে আমরা মনে করি না৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ