এবার এই কেন্দ্র থেকে লড়ছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন জোকেপিডিপির ফৈয়াজ আহমেদ মির এবং জেকেওপি-র সাজ্জাদ লোন। বিজেপি কোনো প্রার্থী দেয়নি। কংগ্রেস ওমরকে সমর্থন করছে।
লাদাখে ৬৭ শতাংশ ভোট
লাদাখে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬৭ শতাংশের বেশি। মুখ্য নির্বাচন অফিসার বলেছেন, প্রচুর মানুষ এখনো লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। তার আশা, শেষপর্যন্ত ভোটের হার ৭৫ শতাংশের কাছাকাছি গিয়ে দাঁড়াবে।
কাশ্মীরের নির্বাচনে জিতবে কে?
08:41
লাদাখে ৬৬ দিন ধরে আন্দোলন করা পরিবেশকর্মী সোনম ওয়াংচুক তার ভোট দিয়ে বলেছেন, ''গণতন্ত্রে অবাধ ও শান্তিপূর্ণ ভোট খুবই জরুরি।''
পশ্চিমবঙ্গে ভোটের হার
পশ্চিমবঙ্গের সাতটি কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হার ছিল ৭৩ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে আরামবাগে প্রায় ৭৭ শতাংশ। তারপরেই আছে বনগাঁ, প্রায় ৭৬ শতাংশ।
২০১৯ সালের পর কাশ্মীরে ভোট শান্তিতে হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জায়গা থেকে অশান্তির খবর এসেছে।
ছবি: Sharafat Ali/REUTERS
কাশ্মীরে ভোটের লাইন
কাশ্মীরে এদিন শ্রীনগর কেন্দ্রে ভোট ছিল। সকাল থেকে অধিকাংশ ভোটকেন্দ্রে লম্বা লাইন ছিল। বেলা একটা পর্যন্ত ২৪ শতাংশ ভোট পড়েছে। কিছু জায়গায় কম ভোট পড়লেও অনেক এলাকায় ৩২ থেকে ৩৬ শতাংশ ভোট পড়েছে। ভোট পড়ার হার ২০১৯-এর থেকে বেশি।
ছবি: Salahuddin Zain/DW
ভোট শান্তিতে
কাশ্মীরে ভোট শান্তিতে হচ্ছে। দুপুর পর্যন্ত কোনো সহিংসতা হয়নি। কোথাও কোনো সংগঠন নির্বাচন বয়কটের ডাকও দেয়নি। ভোটকেন্দ্রের আশেপাশে প্রচুর সংখ্যায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এমনিতেই কাশ্মীরে পুলিশ, আধা সামরিক বাহিনী ও সেনা মোতায়েন করা থাকে। ভোট উপলক্ষে সেই সংখ্যা আরো বাড়ানো হয়েছে, অতিরিক্ত ৬৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
ছবি: Sharafat Ali/REUTERS
ঠান্ডা সত্ত্বেও লাইন
কাশ্মীরে এখনো যথেষ্ট ঠান্ডা। দিন দুয়েক হলো তাপমাত্রা কমেছে। সকালের দিকে বেশ ভালো ঠান্ডা থাকে। তার মধ্যেই মানুষ ভোট দিতে এসেছেন।
ছবি: Sharafat Ali/REUTERS
পশ্চিমবঙ্গে হাঙ্গামা
পশ্চিমবঙ্গে চতুর্থ পর্বে আটটি আসনে ভোট হচ্ছে। সকাল থেকে সেই সব কেন্দ্রগুলিতে বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটেছে। তবে দুপুরে বর্ধমান-দুর্গাপুরের মন্তশ্বরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কনভয় আক্রান্ত হয়। একটি গাড়ির কাচ ভেঙে দেয়া হয়। ইট ছোড়া হয়। দিলীপের সঙ্গে তৃণমূলের কর্মীর ধাক্কাধাক্কি হয়।
ছবি: Subhadip Basak/DW
দিলীপের বক্তব্য
দিলীপ জানিয়েছেন, বিজেপি-র এজেন্টকে মারধর করে বের করে দেয়া হয়েছিল। তিনি এখানে এসে দেখেন বুথ জ্যাম করে দেয়া হয়েছে। তিনি প্রতিবাদ করেন। পুলিশ কিছুই করেনি। দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ চলতে থাকে। তাকে তাড়া করা হয়। তার গাড়ির সামনে শুয়ে পড়েন শুয়ে পড়েন তৃণমূলের এক সমর্থক। তার কনভয়ের একটি গাড়িুর কাচ ভাঙা হয়।
ছবি: Subhadip Basak/DW
আক্রান্ত সংবাদমাধ্যমের গাড়ি
দিলীপ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে মন্তেশ্বরে তুলকালাম হয়। সেই খবর করতে গিয়ে টিভি৯-এর গাড়ি আক্রান্ত হয়। গাড়ির কাচ ভেঙে দেয়া হয়। এচাড়া বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচপর করা হয় বলে অভিযোগ।
ছবি: Subhadip Basak/DW
তৃণমূলের কর্মী খুন
পূর্ব বর্ধমানের কেতুগ্রামে রোববার তৃণমূল কর্মী মন্টু শেখের মৃত্যু হয়েছে। তৃণমূলের অভিযোগ, তাকে সিপিএম কর্মীরা মেরেছে। আর সিপিএম বলেছে, তিনি তৃণমূলের গোষ্ঠাীদ্বন্দ্বের শিকার। তার পরিবারের মানুষ বলেছেন, ওখানে বিরোধী কেউ নেই। শুধু তৃণমূলই আছে।
ছবি: Subhadip Basak/DW
কীর্তি আজাদের ডাব
গরমের মধ্যে সকাল থেকে ঘুরতে হচ্ছে। তাই একফাঁকে একটু বিশ্রাম। তখনই ডাবে চুমুক দিলেন তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ।
ছবি: Subhadip Basak/DW
সকাল থেকে বুথে ভিড়
বর্ধমান-দুর্গাপুরে সকাল থেকেই বুথে ভিড় ছিল. বড় লাইন ছিল। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সহিংসতা খুব বেশি হয়নি। তবে অনেক জায়গায় বিরোধী এজেন্টদের ভয় দেখানো হয়েছে, ক্যাম্প অফিস ভাঙা হয়েছে বলে অভিযোগ।
ছবি: Subhadip Basak/DW
ভোট দেয়ার আগে
এই বয়স্কা নারী ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন। তাকে লাইনে দাঁড়াতে হয়নি। একটা চেয়ারে বসে অপেক্ষা করছেন তিনি। সময় এলে তাকে ডাকা হবে ভোট দেয়ার জন্য।
ছবি: Subhadip Basak/DW
10 ছবি1 | 10
কমিশনে জমা পড়া অভিযোগের তালিকাতেও এক নম্বরে পশ্চিমবঙ্গ। বিকেল সাড়ে চারটে পর্যন্ত এক হাজার ৯১৩টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে দল হিসাবে সবচেয়ে বেশি করেছে সিপিএম, মোট ২৪৫টি।