1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লোহানের কেলেঙ্কারির শেষ নেই

৬ নভেম্বর ২০১১

একের পর এক কেলেঙ্কারির জন্ম দিয়ে চলেছেন হলিউড তারকা লিন্ডসে লোহান৷ প্রবেশনের নিয়ম ভাঙ্গার জন্য আবারও জেলে যেতে হচ্ছে তাঁকে৷ ক্যারিয়ার বাঁচাতে এখন প্লেবয়ের প্রচ্ছদেও নগ্ন ছবি তুললেন তিনি৷

Amerikanischer Film mit: (Left to right) Lindsay Lohan as Cady, Amanda Seyfried as Karen, Rachel McAdams as Regina and Lacey Chabert as Gretchen in Mean Girls. This content is intended for editorial use only. For other uses, additional clearances may be required. (AP Photo/ Michael Gibson)
মিন গার্লস এর একটি দৃশ্যে লিন্ডসে লোহানছবি: AP

এবার এক পার্টিতেও ঝামেলা বাধিয়ে বসলেন তিনি৷ প্রবেশনের নিয়ম ভাঙ্গার জন্য আগামী বুধবার থেকে এক মাসের জন্য জেল খাটতে হবে লোহানকে৷ মাদক সংক্রান্ত কারণে এর আগেও জেল খেটেছেন তিনি৷ কিন্তু নিজের স্বভাব বদলাতে পারছেন না এই হলিউড তারকা৷ পড়তি ক্যারিয়ার বাঁচাতে তাই শেষ পর্যন্ত প্লেবয় ম্যাগাজিন ভরসা৷ তাতে অন্তত নিজেকে আলোচনায় রাখা যাবে৷

গত বৃহস্পতিবার আরেক হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও'র একটি পার্টি প্রায় ভন্ডুল করে দিচ্ছিলেন লিন্ডসে লোহান৷ লস এঞ্জেলেসের সেই পার্টিতে নিমন্ত্রিতদের তালিকায় তাঁর নাম ছিল না, তা সত্বেও জোর করে ঢুকে পড়েন তিনি৷ তাঁর নাম না থাকায় প্রথমে নিরাপত্তা কর্মীরা তাঁকে ঢুকতে দিচ্ছিলো না৷ আর তাতেই ক্ষেপে যান লোহান, তার চেঁচামেচির কারণে অবশেষে তাঁকে ঢুকতে দিতে বাধ্য হয় নিরাপত্তা কর্মীরা৷ সংবাদমাধ্যমগুলোতে জানা গেছে, প্লেবয় ম্যাগাজিনের ফটো সেশন শেষ করেই নাকি লোহান সোজা গিয়ে হাজির হন সেই পার্টিতে৷

এমটিভি মুভি অ্যাওয়ার্ডস এর জন্য ক্যালিফে লোহানছবি: AP

ওভারপেইড তালিকায় মারফি এক নম্বরে

একটি ছবিতে অভিনয়ের জন্য হলিউড তারকাদের পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়৷ কিন্তু সব ছবিই কি হিট করে? দেখা যায় অনেক তারকার পেছনে অর্থ ঢালার পরও ছবি ফ্লপ, বাজেটের টাকাও উঠে আসছে না৷

সেই তালিকায় বর্তমানে এক নম্বরে রয়েছেন জনপ্রিয় কৌতুকাভিনেতা এডি মারফি৷ তুমুল জনপ্রিয় এই অভিনেতার গত কয়েকটি বছর ভালো যায়নি৷ তাঁর সর্বশেষ দুটি ছবি মিট ডেভ এবং ইম্যাজিন দ্যাট একেবারেই ফ্লপ করেছে৷ তাই হলিউডের অতিরিক্ত পারিশ্রমিকের তালিকায় এখন শীর্ষে রয়েছেন নাটি প্রফেসর মারফি৷ জানা গেছে, মিট ডেভ ছবি আয় করেছে ৫০ মিলিয়ন ডলার, অথচ বাজেটই ছিল ৬০ মিলিয়ন ডলার৷ জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস এর হিসাব মতে, প্রতি ডলার পারিশ্রমিকের বিনিময়ে মারফির ছবি আয় করেছে মাত্র দুই ডলার ৭০ সেন্ট৷ অন্যদিকে আরেক তারকা ড্রু ব্যারিমোরের অবস্থা আরও খারাপ৷ তাঁকে দেওয়া প্রতি ডলার পারিশ্রমিকের বিনিময়ে সংশ্লিষ্ট ছবি আয় করেছে মাত্র ৪০ সেন্ট!

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ