1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লোহিত সাগরে ইরানের যুদ্ধজাহাজ

২ জানুয়ারি ২০২৪

অ্যামেরিকা হুতি বিদ্রোহীদের তিনটি নৌকা ডুবিয়ে দেওয়ার পর লোহিত সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে দিল ইরান।

লোহিত সাগরে ইরানের যুদ্ধজাহাজ
লোহিত সাগরে উত্তাপ বাড়ছেছবি: Tasnim

সোমবার ইরানের যুদ্ধজাহাজ আলবোর্জ লোহিত সাগরে প্রবেশ করেছে। গত এক মাস ধরে এখানেই হুতি বিদ্রোহীদের সঙ্গে অ্যামেরিকার দ্বন্দ্ব চলছে। গত ৩ ডিসেম্বর প্রথম মার্কিন পণ্যবাহী জাহাজে হামলা চালায় ইরানের মদতপুষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এরপর ওই রাস্তায় একাধিক জাহাজের উপর হামলা চালায় তারা। এর মধ্যে একটি ভারতমুখী জাহাজও ছিল।

অ্যামেরিকাও পাল্টা আক্রমণের রাস্তা নেয়। একাধিক দেশকে সঙ্গে নিয়ে পেন্টাগন একটি গোষ্ঠী তৈরি করার কাজ শুরু করেছে। যারা ওই অঞ্চলে পেট্রোলিং করবে এবং হুতি বিদ্রোহীদের আক্রমণের হাত থেকে পণ্যবাহী জাহাজ রক্ষা করার চেষ্টা করবে। পেন্টাগনের এই ঘোষণার পরেও হুতি বিদ্রোহীরা আক্রমণ অব্যাহত রেখেছে।

এরই মধ্যে সোমবার অ্যামেরিকা জানায় লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের তিনটি নৌকা তারা ডুবিয়ে দিয়েছে। ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। মোট চারটি নৌকা ছিল। একটি নৌকা পালাতে পেরেছে।

অ্যামেরিকা এই তথ্য প্রকাশ করার পরেই ইরান তাদের যুদ্ধজাহাজ লোহিত সাগরে পাঠালো। ফলে পরিস্থিতি আরো উত্তপ্ত হলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, এর ফলে ইরান সরাসরি এই সংঘাতে ঢুকে পড়ল।

বস্তুত, যুক্তরাজ্যও সম্প্রতি জানিয়েছে, তারা হুতি বিদ্রোহীদের হামলার বিরুদ্ধে ডিরেক্ট অ্যাকশনে নামবে। কারণ এর ফলে কোনো পণ্যবাহী জাহাজ সুয়েজ খালের রাস্তা দিয়ে যেতে চাইছে না। আফ্রিকা ঘুরে কেপ অফ গুড হোপ হয়ে তারা যাতায়াত করছে। এর ফলে খরচ কয়েক গুণ বেড়ে গেছে, পণ্য পরিবহণে সময়ও লাগছে অনেক বেশি।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ