1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিউত্তর অ্যামেরিকা

লোহিত সাগরে হুতি যোদ্ধাদের বিরুদ্ধে মার্কিন অভিযান

১৯ ফেব্রুয়ারি ২০২৪

মার্কিন সেনা জানিয়েছে, ইয়েমেনের হুতি অধ্যুষিত অঞ্চলে পরপর পাঁচটি হামলা চালানো হয়েছে। হুতি অস্ত্র ধ্বংস করা হয়েছে।

হুতি যোদ্ধাদের বিরুদ্ধে অ্যামেরিকার অভিযান
ইয়েমেনে হুতিদের ঘাঁটিতে অ্যামেরিকার আক্রমণছবি: U.S. Central Command/Handout via REUTERS

মার্কিন সেনার সেন্ট্রাল কম্যান্ড জানিয়েছে, ইয়েমেনের যে অঞ্চলে হুতি বিদ্রোহীরা ঘাঁটি গেড়েছে, সেখানে রোববার আক্রমণ চালানো হয়েছে। পাঁচটি হামলা চালানো হয়েছে। এই আক্রমণের নাম দেওয়া হয়েছে 'সেল্ফ ডিফেন্স স্ট্রাইক'।

এই আক্রমণে তিনটি জাহাজ ধ্বংসকারী মিসাইল, একটি স্বয়ংক্রিয় জলযান, যা থেকে হামলা চালানো যায় এবং একটি স্বয়ংক্রিয় সামরিক স্থলযান ধ্বংস করা হয়েছে।

বেলা তিনটে থেকে ৮টার মধ্যে এই আক্রমণ চালানো হয়েছে বলে জানানো হয়েছে। হুতি যোদ্ধাদের তরফে অবশ্য এখনো এবিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

গাজায় ইসরায়েল অভিযান চালানোর পরেই লোহিত সাগরে বেসামরিক জাহাজের উপর আক্রমণ করতে শুরু করে হুতি যোদ্ধারা। লোহিত সাগরের বাণিজ্যপথ কার্যত বন্ধ করে দেয় তারা। ইরানের মদতপুষ্ট এই বিদ্রোহীরা জানিয়ে দিয়েছে, গাজায় ইসরায়েলের অভিযান বন্ধ না হলে তারাও লোহিত সাগরে আক্রমণ বন্ধ করবে না। একাধিক জাহাজের উপর তারা আক্রমণ চালিয়েছে।

এরই জবাবে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র হুতিদের উপর একাধিক হামলা চালিয়েছে। ইয়েমেনে হুতি সামরিক কাঠামোর উপর হামলা চালানো হয়েছে। রোববার তেমনই এক হামলা চালানো হয়েছে বলে অ্যামেরিকার সেনাবাহিনী জানিয়েছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ