1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ল্যাটিন গ্র্যামিতে সম্মাননা পাচ্ছেন শাকিরা

২ অক্টোবর ২০১১

কার্লোস সান্তানা, রিকি মার্টিন, প্ল্যাসিডো ডমিনগো, গ্লোরিয়া এস্তেফান, হুলিও ইগলেসিয়াসের পর এবার ল্যাটিন গ্র্যামি পারসন অফ দ্য ইয়ার সম্মাননা পেতে যাচ্ছেন ৩৪ বছর বয়সি কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা৷

শাকিরাছবি: AP

সবচেয়ে কমবয়সী তারকা হিসেবে এই সম্মাননা তিনি গ্রহণ করবেন চলতি বছরের ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ডস আসর থেকে৷

দাতব্য কাজে বিশেষ অবদান এবং মিউজিক ক্যারিয়ারে সাফল্যের স্বীকৃতি হিসেবেই শাকিরাকে এই সম্মাননা প্রদান করা হবে৷ এ ছাড়া অ্যালবাম অফ দ্য ইয়ারসহ মোট তিনটি গ্র্যামি দেওয়া হবে তাকে৷ এই খবর পেয়ে শাকিরা বলেছেন, ‘আমাকে এমন বিরল সম্মান দেওয়ায় সত্যিই আমি সম্মানিত বোধ করছি৷'

এ বছরের ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ড আসর বসছে ১০ নভেম্বর৷ যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের মান্ডালে বে ইভেন্টস সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ শাকিরাকে সম্মাননা দেওয়ার ব্যাপারে ল্যাটিন অ্যাকাডেমি অফ রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল অ্যাবারোয়া জুনিয়র বলেছেন, ‘এমন প্রাণবন্ত এবং সমাজ সচেতন একজন নারীকে সম্মাননা জানানোর সুযোগ পেয়ে আমরা গর্বিত৷'

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম/বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

সম্পাদনা আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ