1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

ল্যান্ডমাইন বিরোধী চুক্তি থেকে সরে আসছে ইউক্রেন

৩০ জুন ২০২৫

রাশিয়া ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে। ইউক্রেনও ল্যান্ডমাইন চুক্তি থেকে সরে আসছে।

ইংরেজি ও ইউক্রেনের ভাষায় মাইনের বিপদের কথা বলা হয়েছে এই প্রতীক-বোর্ডে।
ল্য়ান্ডমাইন নিয়ে পোল্যান্ড ও অন্য কিছু দেশও একই সিদ্ধান্ত নিয়েছে।ছবি: Christophe Gateau/dpa7picture alliance

অটোয়া কনভেনশনের ল্যান্ডমাইন বিরোধী চুক্তি থেকে সরে আসছে ইউক্রেন। এই নিয়ে একটি ডিক্রিতে সই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসেডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি নথিতে একথা বলা হয়েছে।  মনে করা হচ্ছে, ইউক্রেনের সংসদে এই বিষয় সিদ্ধান্ত নিয়ে এবং  জাতিসংঘকে এই বিষয়ে অবহিত করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য বিশ্বের অন্যান্য দেশকে অনুরোধ করেছেন জেলেনস্কি। মস্কোর উপরে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বরা ১৮ দফার শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারার পরেই এই কথা বলেন তিনি। রোববার একটি ভিডিও বার্তায় তিনি বলেন, "(রাশিয়ার উপর) নিষেধাজ্ঞাকে আরো বেশি প্রাধান্য দিতে হবে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার শক্তি ক্ষয় সম্ভব। ইইউ এবং জি-সেভেনসহ বন্ধু দেশগুলির সঙ্গে রাশিয়ার উপর ইউক্রেনের নিষেধাজ্ঞা নিয়ে একটি চুক্তিতেও সই করেছেন জেলেনস্কি।

রাশিয়ার হামলা

ইউক্রেনে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তাদের ক্রমাগত বিমান হামলায় ইউক্রেন তাদের একটি এফ-১৬ ফাইটার জেট হারিয়েছে। মারা গেছেন পাইলটও। ইউক্রেনও রোববার এফ ১৬ ধ্বংসের কথা স্বীকার করেছে।

ইউক্রেন জানিয়েছে, রাশিয়া সপ্তাহান্তে পাঁচশটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর ফলে তিনজন আহত হয়েছেন। বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এসসি/জিএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)  

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ