1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমানযাত্রার নতুন নিয়ম

২২ মার্চ ২০১৭

প্রথমে যুক্তরাষ্ট্র, তারপর ব্রিটেন – বিশেষ কয়েকটি দেশ থেকে বিমানযাত্রার ক্ষেত্রে নতুন ফরমান জারি করেছে৷ মোবাইল ফোন ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাত্রীরা এই দুই দেশের উদ্দেশ্যে বিমানযাত্রা করতে পারবেন না৷

বিমানে এবার ল্যাপটপ নিষিদ্ধ
ছবি: picture-alliance/dpa/E. S. Lesser

সন্ত্রাসী হামলার আশঙ্কায় নিরাপত্তার ক্ষেত্রে কড়াকড়ি নতুন বিষয় নয়৷ নাইন-ইলেভেনের পর থেকেই তরল পদার্থ সহ অনেক জিনিসের উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে৷ ‘কেবিন ব্যাগেজ’ হিসেবে এ সব নিয়ে বিমানে ওঠা মানা৷ কখনো জুতো ও কোমরের বেল্ট খুলে পরীক্ষা করা হয়৷ ল্যাপটপ বা ট্যাবলেটও হাতের ব্যাগ থেকে বার করে আলাদা করে স্ক্যান করতে হয়৷ এবার কোপের মুখে ল্যাপটপ ও ট্যাবলেট৷ মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনগামী বিমানে মোবাইল ফোন ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস কাছে রাখা যাবে না৷ কাউন্টারেই ‘চেক ইন’ মালপত্রের মধ্যে সেগুলি রাখতে হবে৷ বিশেষ কিছু দেশের বিমানবন্দরের ক্ষেত্রে আগামী শনিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে৷ মার্কিন তালিকায় রয়েছে মূলত মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ১০টি বিমানবন্দর, ব্রিটেনের ক্ষেত্রে ছ'টি দেশের উপর নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে৷

বলা বাহুল্য, এমন সিদ্ধান্ত বেশ বিতর্কের সৃষ্টি করেছে৷ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিমানবন্দর থেকে অ্যামেরিকা যেতে যে দীর্ঘ সময় লাগে, বিশেষ করে পেশাগত ও ব্যবসার কারণে অনেকেই সেই সময়টা কাজে লাগিয়ে বিমানে বসে বহু কাজ সেরে ফেলেন৷ তাঁদের জন্য এটা অবশ্যই একটা অসুবিধার কারণ৷ অনেক নিরাপত্তা বিশেষজ্ঞ এমন সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছেন৷ প্রথমত ল্যাপটপ অথবা ইলেকট্রনিক ডিভাইস দিয়ে বোমা তৈরি করার উদ্দেশ্য থাকলে সন্ত্রাসবাদীরা অন্য বিমানবন্দর থেকে বিমানে উঠতে পারে৷ দ্বিতীয়ত, মালপত্রের মধ্যে ল্যাপটপ থাকলেও বিস্ফোরণের আশঙ্কা রয়েছে৷ অনেকের মতে, আসলে মধ্যপ্রাচ্যের সফল বিমানসংস্থাগুলিকে বিপাকে ফেলতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

সাধারণ যাত্রীরাও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছেন৷ কেউ কেউ হাস্যরসের আশ্রয় নিচ্ছেন৷

বিমান সংস্থা এমিরেটস-এর বিজ্ঞাপনেও বিষয়টি উঠে এসেছে৷

এসবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ