1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ল্যোভের স্বস্তি

১০ জুন ২০১২

খেলার ধারার বিপরীতে ম্যাচ জিতে গেলো জার্মানি আর ডেনমার্ক৷ আর সুযোগ কাজে লাগাতে না পারায় হারলো পর্তুগাল আর নেদারল্যান্ডস৷ এদিকে রুশ সমর্থকদের আচরণ টুর্নামেন্টের পরিবেশকেই নষ্ট করে দিলো৷

Germany supporters wave flags as they watch Germany play against Portugal during their Group B Euro 2012 soccer match, at the Fan Mile in Berlin, June 9, 2012. REUTERS/Thomas Peter (GERMANY - Tags: SPORT SOCCER)
ছবি: Reuters

ল্যোভের স্বস্তি

ভালো খেলুক আর খারাপ খেলুক দল জিতেছে, এটাই এখন ল্যোভের কাছে সবচেয়ে স্বস্তির ব্যাপার৷ বিশেষ করে পর্তুগালের মতো দলের বিরুদ্ধে জেতাটা ছোট ব্যাপার নয়৷ আর পরের ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে যাচ্ছে জার্মানি৷ তাই হাতে পুরো তিন পয়েন্ট নিয়ে ডাচদের বিরুদ্ধে খেলতে পারাটাই সবচেয়ে বড় সুবিধা বলে মনে করছেন জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ৷

তিনি বলেন, দিন শেষে কে জিতলো সেটাই সবচেয়ে বড় কথা৷ তবে আমরা বুঝতে পারছি আমাদের কোন দিকে ভালো করা উচিত৷ আসলে শনিবার বি গ্রুপের দুটি ম্যাচের ফলাফলই হয়েছে খেলার একেবারে বিপরীতে৷ পুরো ম্যাচ ভালো খেলেও ডেনমার্কের কাছে ১-০ তে হেরেছে নেদারল্যান্ডস৷ অন্যদিকে জার্মানদের অন্তত চারটি গোল দেওয়া উচিত ছিল পর্তুগালের৷ কিন্তু সেগুলো কাজে না লাগাতে পারায় মারিও গোমেজের একমাত্র গোলের সুবাদে পুরো তিন পয়েন্ট এখন জার্মানির পকেটে৷

খেলা শেষে ইওয়াখিম ল্যোভ অবশ্য তাঁর দলের রক্ষণভাগের প্রশংসা করেছেন৷ দুই দলই রক্ষণভাগে দারুণ খেলেছে৷ তবে আমরা বেশি ভালো ছিলাম, দাবি তাঁর৷ ল্যোভ বলেন, আমরা আরও বেশি আক্রমণ করতে পারতাম এবং এটা নিয়ে আমাদের ভাবতে হবে এখন৷ তবে তিন পয়েন্টই আসল জিনিষ৷ তবে ডাচদের বিরুদ্ধে খেলা যে এত সহজ হবে না সেটা তিনি জানেন৷ তাই এখন থেকেই কৌশল ঠিক করছেন জার্মান কোচ৷ কারণ প্রথম ম্যাচে হেরে এখন জার্মানির বিরুদ্ধে জিততে মরীয়া হয়ে উঠবে রবেন-পার্সিরা৷

হতাশ কমলা রং ধারী ডাচ ভক্তরাছবি: Reuters

মাঠে রুশ সমর্থকদের তাণ্ডব

খেলার মাঠে রাশিয়ার বিজয় হলেও তাদের সমর্থকদের আচরণের কারণে সেই বিজয়ে কালিমা লেগে গেলো৷ শুক্রবার চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্যাচের সময় মাঠের চারজন স্টুয়ার্ডকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে তারা৷ এক ভিডিওতে দেখা গেছে, পোল্যান্ডের রোক্লাভের স্টেডিয়ামে মাঠের কর্মকর্তাদের ওপর চড়াও হয় বেশ কিছু রুশ সমর্থক৷ সেখানকার পুলিশ কর্মকর্তা পাওয়েল পেট্রিকোভস্কি বলেছেন, তারা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছেন৷

এদিকে কেবল হামলা চালিয়েও ক্ষান্ত হয়নি রুশ সমর্থকরা৷ মাঠে তাদের একের পর এক উস্কানিমূলক আচরণও এখন খতিয়ে দেখছে উয়েফা৷ ইতিমধ্যে অভিযোগ গিয়েছে, রুশ সমর্থকরা গ্যালারিতে বর্ণবাদীমূলক কথাবার্তা বলেছে৷ বিশেষ করে তাদের লক্ষ্য ছিলো চেক প্রজাতন্ত্র দলের কৃষ্ণাঙ্গ খেলোয়াড় গেব্রে সেলাসি৷

এছাড়া পুরোনো আমলের রুশ সাম্রাজ্যের পতাকাও দেখা গেছে গ্যালারিতে৷ এই পতাকা পূর্ব ইউরোপের দেশগুলোর কাছে অত্যন্ত অপছন্দনীয়৷ এটি তাদের স্বাধীনতার প্রতিও ব্যাঙ্গাত্মক বলে তারা মনে করে৷ উল্লেখ্য চেক প্রজাতন্ত্র একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভূক্ত ছিলো৷ সব মিলিয়ে রুশ সমর্থকদের আচরণে এবারের ইউরো কাপের পরিবেশ একেবারে বিষাক্ত হয়ে গেছে৷ উয়েফা জানিয়েছে, তারা ইতিমধ্যে এইসব ঘটনার তদন্ত শুরু করেছে এবং সমর্থকদের এই আচরণের জন্য রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (ডিপিএ, এএফপি)
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ