ক্রিকেট ঈশ্বরখ্যাত শচীন টেন্ডুলকারকে নিয়ে প্রায় সর্বত্রই চলছে আলোচনা৷ ২৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানছেন লিটল মাস্টার৷ তাই ফেসবুক, ব্লগে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন ভক্তরা৷
বিজ্ঞাপন
ফেসবুকে #শচীন হ্যাশট্যাগ ব্যবহার করে মন্তব্য করছেন অনেকে৷ এই তারকার ছবিসহ ফেসবুকে কিশোর শ্যাঠ লিখেছেন, ‘‘ছোটো থেকেই শচীনের খেলা দেখে আসছি, এটা ওনার শেষ টেস্ট, ক্রিকেট ঈশ্বরের অবসর, মন খারাপ লাগছে৷ ওনার অবসর জীবন ভালো করে কাটুক৷''
আরিফ জামান নামক আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘‘বিদায় শচীন টেন্ডুলকার৷ তবে বিশ্বের সব ক্রিকেটারদের মধ্যে খুব বেশি এক্সাইটেড থাকতাম ‘কলংকিত আশরাফুলের' ব্যাটিং দেখার জন্য৷ আশরাফুলের পর শচীন৷ যাই হোক দু'জনেরই ক্রিকেট পরবর্তী জীবনের জন্য শুভকামনা৷''
শচীনের বিদায় নিয়ে ডয়চে ভেলের ফেসবুক পাতায় রাকিব হোসেন প্লাবন লিখেছেন, ‘‘শচীন তুমি খেলা ছেড়ে দিওনা৷ তুমি বুড়ো হয়ে গেলেও তোমার প্রতি আমাদের উৎসাহ একটুও কমবে না৷ তোমার সেই পেপসির বিজ্ঞাপন ‘এলো ভাই শচীন এলো'৷ আমি মনে হয় সেই বিজ্ঞাপন দেখেই শচীন এর ভক্ত হয়ে গিয়েছিলাম৷ তোমাকে খুব মিস করব শচীন!!''
ক্রিকেট ঈশ্বরের অবসর, শেষ শচীন যুগ
দীর্ঘ দুই যুগে ব্যাট হাতে ২২ গজ কাঁপিয়েছেন তিনি৷ হতাশা, দুঃখ ভুলে যেত একজনের ব্যাটিং-এর মধ্য দিয়ে৷ টানা ২৪ বছর ধরে বিশ্বের ক্রিকেট ভক্তদের আনন্দে মাতিয়েছেন শচীন টেন্ডুলকার৷ বিদায় বেলায় তাই বেদনাতুর তাঁর ভক্তকূল৷
ছবি: Ben Radford/Allsport
শচীন যুগের অবসান (১৯৮৯-২০১৩)
গত দুই যুগে পৃথিবীটা পাল্টে গেছে৷ কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ২৪ বছর কেটে গেলেও তাঁকে নিয়ে কমেনি ভক্তদের মাতামাতি৷ ভবিষ্যতেও হয়ত তাঁকে নিয়ে এই উন্মাদনা এমনই থাকবে৷ কিন্তু ক্রিকেট ব্যাট হাতে আর দেখা যাবে না শচীন রমেশ টেন্ডুলকারকে৷
ছবি: Ben Radford/Allsport
শুরু এবং শেষ
আন্তর্জাতিক ক্রিকেটে টেন্ডুলকারের পথচলা শুরু মাত্র ১৬ বছর বয়সে ১৯৮৯ সালের ১৫ নভেম্বর, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে৷ অভিষেক ইনিংসে সংগ্রহ মাত্র ১৫ রান৷ ১৯৯৪ সালের ক্রিকেট জীবনের প্রথম শতকের পর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে৷ ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট খেলে ঘরের মাঠ মুম্বই থেকেই বিদায় এই ক্রিকেট মহানায়কের৷
ছবি: Ben Radford/Allsport
পরিবার যেখানে অনুপ্রেরণা
১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বইতে জন্ম শচীনের৷ বাবা ঔপন্যাসিক রমেশ টেন্ডুলকার বরাবরই ছিলেন ক্রিকেটের প্রেরণা৷ ১৯৯৫ সালে চিকিৎসক অঞ্জলি মেহতাকে বিয়ে করেন ক্রিকেটের মহানায়ক, যিনি বরাবরই ক্রিকেটে অনুপ্রেরণা দিয়েছেন তাঁকে৷ তাঁদের দুই সন্তান সারা এবং অর্জুন টেন্ডুলকার৷
ছবি: Indranil Mukherjee/AFP/Getty Images
দুঃখে ভারক্রান্ত ভক্তরা
কেবল ভারত নয়, পুরো ক্রিকেট বিশ্বই যেন কিছুদিন ধরে দুঃখ ভারাক্রান্ত শচীনের এই বিদায় বেলায়৷ একটা টেস্ট সিরিজের অন্য সবকিছু বাদ দিয়ে একজনের বিদায়কে এমন আড়ম্বর করে তোলাও শচীনের অন্য রেকর্ডগুলোর মতোই বিরল৷ মুম্বইয়ের ওয়াংখেড়েতে তাই সব সেলিব্রেটিরা উপস্থিত ‘লিটিল মাস্টার’-কে বিদায় জানাতে৷
ছবি: LawrenceGriffiths/Allsport
যত রেকর্ড
দীর্ঘ ২৪ বছরে কত রেকর্ড গড়েছেন টেন্ডুলকার তার হিসাব দেয়া মুশকিল৷ তিনিই প্রথম ক্রিকেটার যিনি ২০০তম টেস্ট খেলছেন৷ টেস্টে ১৫ হাজারের বেশি এবং ৪৬৩টি ওয়ানডেতে ১৮ হাজারেরও বেশি রানের মালিক তিনি৷ সবচেয়ে বেশি ম্যাচ ও অর্ধশতকের রেকর্ডগুলোও তাঁর দখলে৷ আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতক, সর্বপ্রথম ওয়ানডেতে দ্বিশতক হাকানোর রেকর্ডটিও তাঁর৷ গত বছর ডিসেম্বরে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন এই কিংবদন্তি৷
ছবি: Adrian Murrell/ALLSPORT
প্রিয় সতীর্থ
শুধু মাঠের ভেতর নয়, বাইরেও তিনি অনন্য সাধারণ এক ব্যক্তিত্ব৷ সতীর্থদের কাছে বরাবরই প্রিয় বন্ধু এবং শ্রদ্ধাভাজন ব্যক্তি তিনি৷ অভিষেকের সময় অন্যতম সেরা অলরাউন্ডার কপিল দেব ছিলেন সতীর্থ৷ কপিল থেকে শুরু করে ভারতীয় দলের বর্তমান নবীনতম সদস্যটি পর্যন্ত শচীনের গুণমুগ্ধ৷ তাঁকে নিয়ে বিতর্ক নেই বললেই চলে৷ পুরো ক্রিকেট জীবনেই টেন্ডুলকারের আম্পায়ারের যে কোনো সিদ্ধান্ত মেনে নেয়ার মানসিকতা দেখা গেছে বারবার৷
ছবি: Hamish Blair/Getty Images
ভারতীয়দের ক্রিকেট ঈশ্বর
ভারতীয়দের কাছে তিনি ক্রিকেটের ঈশ্বর, তার জনপ্রিয়তা আকাশচুম্বী৷ দেশের বাইরেও তাঁর অসম্ভব জনপ্রিয়তা৷ যেখানেই খেলতে গেছেন পেয়েছেন মানুষের প্রাণঢালা ভালোবাসা৷ সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের ভীষণ প্রিয় ছিলেন তিনি৷ বলতেন, শচীনের খেলার ধরন ঠিক তাঁর মতো৷ ইতিহাসের সেরা ক্রিকেটার হিসেবে শচীন টেন্ডুলকারকে আখ্যায়িত করেছেন ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা৷ বলেছেন, শচীন ক্রিকেটের মোহাম্মদ আলী৷
ছবি: dapd
ভারতের সম্মাননা
টেন্ডুলকার তাঁর দেশকে যেমন সম্মান এনে দিয়েছেন, তেমনি দেশেও পেয়েছেন অজস্র সম্মান৷ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ, সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার রাজীব গান্ধী খেল রত্ন, ভারতীয় রাজ্যসভার সম্মানসূচক সদস্য পদসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি৷
ছবি: dapd
কয়েন
শচীনকে সম্মান জানাতে এ বছরের মে মাসে শচীনের ছবি সম্বলিত ১০ গ্রাম ওজনের স্বর্ণ মুদ্রা বাজারে ছাড়া হয়৷ ২৪ ক্যারেট স্বর্ণের ঐ মুদ্রাটির মূল্য ২৪ হাজার রুপি৷ ভ্যালুমার্ট গোল্ড অ্যার্ড জুয়েলস কোম্পানি এটি বাজারে আনে৷
ছবি: INDRANIL MUKHERJEE/AFP/Getty Images
উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি
ক্রিকেটের সফলতম ব্যাটসম্যানের সবচেয়ে বড় প্রাপ্তি বিশ্বের সব প্রান্তের মানুষের নিখাঁদ ভালোবাসা, যার কারণে তাঁর বিদায় বেলায় ক্রিকেট বিশ্বে রীতিমত হাহাকার৷ অসাধারণ কাভার ড্রাইভ, নিখুঁত স্কয়ার কাট, ছক্কা মারা দৃষ্টিনন্দন দৃশ্যগুলো আর দেখা যাবে না কখনো৷ শচীন রমেশ টেন্ডুলকারের অবসর তাই ক্রিকেটের এক উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি৷
ছবি: Punit Paranjpe/AFP/Getty Images
10 ছবি1 | 10
জনপ্রিয় বাংলা ব্লগ সামহয়্যার ইন ব্লগে ইচ্ছামানুষ রনি লিখেছেন, ‘‘আজকে সকালে টেন্ডুলকারের একটা সাক্ষাৎকার দেখলাম স্টার স্পোর্টসে৷ ২৪ বছর ক্রিকেট খেলার পর একজন ক্রিকেটার বলছেন, ‘ক্রিকেট ইজ লাইক অক্সিজেন টু মি৷ স্টিল ক্যান্ট থিংক মাই লাইফ উইদআউট ক্রিকেট!' তার মানে সে সম্ভবত: অবসর নিতে হয়, অন্যদের জায়গা করে দিতে হয় তাই অবসরে যাচ্ছে, তা না হলে আরও খেলতো! ক্রিকেটের প্রতি এতবছর পরও কী আবেগ, কী ডেডিকেশন, কী প্যাশন!''
একই ব্লগ সাইটে তন্ময় চক্রবর্তীর লেখার শিরোনাম, ‘‘শচীন টেন্ডুলকার - শুধু ক্রিকেটকেই বিদায় জানাতে পারো তুমি৷'' সকালে অফিসে এসে তিনি শোনেন শচীনের বিদায়ের কথা৷ সেকথা স্মরণ করে তন্ময় লিখেছেন, ‘‘দেড়-দুই ঘণ্টার জ্যাম ঠেলে অফিসে পৌঁছার পর একজন যখন শচীনের অবসর নেয়ার খবর দিল তখন প্রথমে মনে হয়েছিল, তাতে আমার কী আসে যায়? কিন্তু ধীরে ধীরে শান্ত হবার পর বুঝলাম কী রত্ন হারালো ক্রিকেট৷''
শচীনের বিদায় নিয়ে আমারব্লগে তাজ উদ্দিন লিখেছেন, ‘‘আমার মতো এমন অনেকে আছেন যারা তোমাকে ভালবাসে, যারা তোমাকে শ্রদ্ধা জানাতে চায়৷ কিন্তু তাদের বার্তা তোমার কাছে পৌঁছেনা৷ তবু বলি তুমি যে আমাদের গর্ব তুমি আমাদের রত্ন৷ তোমার কাছে আমরা ঋণী৷ সুদীর্ঘ ২৪ বছর যেভাবে তুমি আমাদেরকে খেলা উপহার দিয়েছ তা সত্যি ভোলার মতো নয়৷''