1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শচীনের শততম শতকের অপেক্ষায় গোটা বিশ্ব

১৮ নভেম্বর ২০১১

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের ‘লিটল মাস্টার’ শচীন তেন্ডুলকর-ই প্রথম ব্যাটসম্যান, যিনি ১৫ হাজার রান করার রেকর্ড গড়েছেন৷ অথচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্যাচে নিজের আরো একটি রেকর্ড গড়া হয়নি তাঁর৷

‘লিটল মাস্টার’ শচীন তেন্ডুলকরছবি: AP

১৯৮৯ সাল৷ করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে নিজের প্রথম টেস্ট ম্যাচটি খেলতে নামেন পাঁচ ফুট পাঁচ ইঞ্চির রোগাসোগা এক কিশোর৷ আগে থেকেই পাকিস্তানের নামজাদা সব পেস বোলাররা তাঁকে দুরন্ত ফাস্ট বল দিয়ে অভ্যর্থনা জানাতে তৈরি৷ তখন তাঁর বয়স মাত্র ১৬৷ জীবনের প্রথম সেই ইনিংসে ওয়াকার ইউনুসের বলে মাত্র ১৫ রানেই অবশ্য আউট হয়ে যান তিনি৷ বলছি, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কিংবদন্তি শচীন তেন্ডুলকর-এর কথা৷

আজ সেই কিশোরের বয়স ৩৮৷ আর এরই মধ্যে ১৫ হাজার রানের কোটা পার করেছেন বিশ্ববিখ্যাত এই খেলোয়াড়৷ এরপরও, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঐ খেলায় শচীন আশা করেছিলেন, ফ্যানদের আরো একটি সেঞ্চুরি উপহার দেবেন তিনি৷ কিন্তু সেদিন ১৪৮টি বল খেলে মাত্র ৭৬ রান করেই আউট হয়ে যান তেন্ডুলকর৷ অবশ্য সেই খেলাও ছিল দেখার মতো৷ মোট ১০টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন শচীন৷

তাঁর ভক্তরা আরো একটা রূপকথার গন্ধ পাচ্ছেন বেশ কয়েক বছর ধরেই!ছবি: AP

এরপর দিল্লিতে মাত্র ২৬ রানের জন্য নিজের শততম ‘সেঞ্চুরি' মিস করেন ‘লিটল মাস্টার'৷ কলকাতাতেও আউট হয়ে যান মাত্র ৩৮ রান করে৷ তবে শচীনের কথায়, ‘‘১০০টা একটা সংখ্যা ছাড়া আর কিছুই না৷ বরং এতোদিন যে আমি দেশের হয়ে খেলতে পেরেছি – এটাই আমার কাছে বড় বিষয়৷ তাই আর যে যাই বলুক না কেন, আমি কোনো রকম তাড়াহুড়ো করতে চাই না৷''

স্বাভাবিকভাবেই, তেন্ডুলকর-এর শততম শতকের অপেক্ষায় বহুদিন থেকেই দিন গুনছেন ভক্তরা৷ তারা যে আরো একটা রূপকথার গন্ধ পাচ্ছেন বেশ কয়েক বছর ধরেই! এদিকে এই মুহূর্তে ‘লিটল মাস্টার'-এর ব্যাট আবারো ঝলসালেও, সকলেই জানে যে ২০১৫ সালে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিশ্বকাপে শচীনের বয়স হবে ৪২৷ তাই আগামীতে, নিজের মাটি মুম্বই-এ শত রানের নতুন এই ইতিহাসটা না দেখতে পারলে, বিষাদটা বেশ বড় হয়েই যেন বাজবে তাঁর ফ্যানদের বুকে৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ