1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শততম টেস্টে জয়ের হাতছানি

১৮ মার্চ ২০১৭

শততম টেস্টে সুবিধাজনক অবস্থাতেই আছে বাংলাদেশ৷ প্রথম ইনিংসে ভালো ব্যাট করে লিড নিয়ে শ্রীলঙ্কাকে দ্বিতীয় ইনিংসে এখনো তেমন এগোতে দেয়নি টাইগাররা৷ শেষ ইনিংসে ব্যাটিংটা একটু গুছিয়ে করতে পারলে জয় নিশ্চিত, যদিও কথা থেকে যায়৷

Sri Lanka und Bangladesch | Cricket
ছবি: Getty Images/AFP/I. S. Kodikara

বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে নানাবিধ বিতর্ক বেশ তুঙ্গে৷ দল কারা বা কে নির্বাচন করেন তাই নিয়ে ফেসবুকে প্রায়ই দেয়া যায় নানাবিধ বক্তব্য৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রয়েছে দল নির্বাচনের জন্য দ্বিস্তরবিশিষ্ট কমিটি৷ তাসত্ত্বেও কেউ কেউ বলেন, কোচ হাথুরুসিংহে আসলে তাঁর খেয়ালখুশি মতো দল সাজাচ্ছেন৷ আবার কারো মতে, কোচকে আসলে ‘বলির পাঁঠা' বানানো হচ্ছে, পেছনে কলকাঠি নাড়ছেন অন্যকেউ৷

বাংলাদেশ জিতবে? ছবি: picture-alliance/AP Photo/E. Jayawardena

ওদিকে শ্রীলঙ্কায় বোর্ড সভাপতি পাপনের দেয়া এক বক্তব্য থেকে জানা গেছে আরো সাংঘাতিক কথা৷ মাঠে কারা খেলবে, কারা খেলবে না - সে সিদ্ধান্ত নাকি তিনি নিজেই নেন! প্রশ্ন ওঠে, বিসিবি-র নির্বাচকরা কি তাহলে ‘পুতুল'?

ক্রিকেট দল নিয়ে মাঠের বাইরে যে রাজনীতি চলছে, তা এখন পরিষ্কার৷ আর মাঠের ভেতরও তার প্রভাব পড়ছে কিনা এককথায় বলা মুশকিল৷ তবে দলের সিনিয়র খেলোয়াড়দের খেলায় কখনো কখনো দেখা যায় একরোখা, রাগী মনোভাব৷ পরিস্থিতি বুঝে খেলার বদলে খেয়ালখুশি মতো খেলা কাকে বলে তার এক নমুনা কলম্বো টেস্টের দ্বিতীয় দিন বিকেলে দেখিয়েছিলেন সাকিব আল হাসান৷ আট বল এলোপাথাড়ি খেলে দু'বার আউট হতে হতে বেঁচে যান তিনি৷ অথচ তখন প্রয়োজন ছিল ঠান্ডা মাথায় ক্রিজে টিকে থাকা৷

পরেরদিন অবশ্য দলের প্রয়োজনমতোই খেলেছেন সাকিব৷ পেয়েছেন সেঞ্চুরিও৷ তাঁকে সঙ্গ দিয়েছেন মুশফিক, মোসাদ্দেকরা৷ সবাই মিলে দলকে নিয়ে গেছেন এক প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে৷ আর চতুর্থ দিন বাংলাদেশ টিম ওয়ার্কের এক চমৎকার নমুনা দেখিয়েছে৷ ২৬৮ রান তুলতেই শ্রীলঙ্কা হারিয়েছে আট উইকেট, এখন অবধি লিড মাত্র ১৩৯ রানের৷

শেষদিন সকালে শ্রীলঙ্কার বাকি দুই উইকেট ফেলে দিতে পারলে শততম টেস্টে জয়ের জন্য আর খুব বেশি কষ্ট করতে হবে না টাইগারদের৷ তাদের শুধু দরকার মাঠের বাইরের রাজনীতি, ব্যক্তিগত ক্ষোভ, হতাশা থেকে দূরে থেকে একটু ঠান্ডা মাথায় মাঠের পরিস্থিতিমতো খেলে যাওয়া৷ তামিম-সাকিব-মুশফিকের মতো কারো কারো চোখে ‘ভালো খেলে অপরাধ করা' অভিজ্ঞদের ব্যাট শেষদিনে টাইগারদের এক অবিস্মরণীয় জয় এনে দিতে পারে৷ ব্যাকআপ হিসেবে মোসাদ্দেক আর মিরাজদের মতো নবীন মাঝিরা তো আছেনই৷ শততম টেস্টে জিততে আর কী চাই! 

আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ