1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শতবর্ষে ম্যারাথন সম্পন্ন করে ফৌজা সিং'এর রেকর্ড

১৮ অক্টোবর ২০১১

এক শ' বছর বয়সে ম্যারাথন দৌড় সম্পন্ন করে বিশ্ব রেকর্ড সৃষ্টি করলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ফৌজা সিং৷ ক্যানাডার স্কটিয়াব্যাংক টরোন্টো ওয়াটারফ্রন্ট ম্যারাথনে আট ঘণ্টায় ৪২ কিলোমিটার দূরত্বের দৌড় সম্পন্ন করেন তিনি৷

এক শ' বছর বয়সে ম্যারাথন দৌড়ে ফৌজা সিংছবি: AP

১৯১১ সালে ভারতের প্রত্যন্ত গ্রামে জন্ম ফৌজা সিং এর৷ তবে ৮৯ বছর বয়সে স্ত্রী এবং পুত্রের মৃত্যুর পর তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান৷ সেই থেকে তাঁর দৌড়ানোর পালা শুরু৷ শুরু করেন ম্যারাথনে অংশগ্রহণ৷ চালিয়ে যাচ্ছেন এখনও এই শতবর্ষেও৷ ২০০৩ সালে টরোন্টোর আসরে পাঁচ ঘণ্টা ৪০ মিনিট এক সেকেন্ডে ম্যারাথনের পুরো দূরত্ব দৌড়ে রেকর্ড সৃষ্টি করেন৷ সেসময়ের রেকর্ড ছিল ৯০ বছরের বেশি বয়সি হিসেবে ম্যারাথন দৌড় সম্পন্ন করার৷ আর এবার ২০১১ সালে একশ' বছরে পৌঁছে ২৬.২ মাইল দৌড়ে দীর্ঘদিনের লক্ষ্য পূরণ করলেন সিং৷ এটি তাঁর অষ্টমবারের মতো ম্যারাথনে অংশগ্রহণ৷

টরোন্টোর আসরে এবার চ্যাম্পিয়ন হয়েছেন কেনিয়ার কেনেথ মাঙ্গারা৷ ৩৮ বছর বয়সি মাঙ্গারা টানা চতুর্থবারের মতো এই শিরোপা জয় করলেন৷ আর ফৌজা ম্যারাথন সম্পন্ন করতে সময় নিয়েছেন মাঙ্গারার চেয়ে ছয় ঘণ্টারও বেশি৷ এছাড়া এই আসরে প্রথম স্থান অধিকারী মাঙ্গারা আর সর্বশেষ তথা ৩,৮৪৯তম স্থান দখলকারী ফৌজা সিং৷ তবুও ফৌজা সিং এর কৃতিত্ব গিনেস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস-এ নিজের নাম যোগ করার সাফল্য৷

ফৌজা সিং'কে ঘিরে প্রবল উচ্ছ্বাসছবি: AP

ফৌজা সিং এর কোচ ও দোভাষী হারমান্দার সিং জানিয়েছেন, ‘‘এই চমৎকার সাফল্য অর্জনে তিনি দারুণ খুশি৷ এমনকি চূড়ান্ত সীমানায় পৌঁছার কিছুক্ষণ আগেই সিং আনন্দ প্রকাশ করতে গিয়ে বলেছেন যে, এটা সম্পন্ন হলে নতুন বিয়ে করার মতোই সুখ পাবো৷'' শতবর্ষে এসেও এমন সাফল্যের পেছনে রহস্য হিসেবে তিনি মদ্য আর ধূমপানমুক্ত জীবন যাপনের কথা বলেন৷ এছাড়া নিরামিষভোজী সিং চা এবং তরিতরকারি খেয়েই দিন পার করেন৷ সাথে রয়েছে নিয়মিত শরীর চর্চা৷ প্রতিদিন তিনি অন্তত ১০ মাইল করে দৌড়ান বলে জানিয়েছেন সিং৷

উল্লেখ্য, ২০০৪ সালে এথেন্স অলিম্পিক গেমস এর রিলে দৌড়ে মশাল বহন করেছিলেন ফৌজা সিং৷ এবার মনে আশা, ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সের মশাল বহন করবেন তিনি৷ এছাড়া তাঁর দৌড় অব্যাহত থাকবে বলেও ঘোষণা দিলেন সিং৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ