1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শতবর্ষ বেঁচে থাকবে শাহিদ ও প্রিয়াংকার প্রেম

২১ ফেব্রুয়ারি ২০১১

শাহিদ কাপুর ও প্রিয়াংকা চোপড়া৷ পর্দার পেছনের জুটি৷ কিন্তু এবার, পরিচালক কুনাল কোহলি ভালোবাসার একটি গল্পে পর্দার সামনে নিয়ে আসছেন বলিউডের এই দুই তারকাকে৷

প্রিয়াংকা চোপড়াছবি: AP

বাস্তবে শাহিদ ও প্রিয়াংকার সম্পর্ক টিকুক বা নাই টিকুক, এই ছবির মধ্য দিয়ে তাঁদের সম্পর্ক টিকে থাকবে শত বছর৷ কেননা, এই ছবি যতদিন টিকে থাকবে, তাঁদের সম্পর্কও ততদিন টিকে থাকতে বাধ্য৷ অন্তত পর্দাতে৷

এদিকে, এরই মধ্যে এই জুটি কুনাল কোহলি'র ‘লাভ স্টোরি'তে কাজ করার জন্য স্বাক্ষর করেছেন বলে খবর৷ বলা হচ্ছে, ছবির এই চিত্রনাট্যের সঙ্গে চিরন্তন প্রেম কাহিনীর কোনো মিল নেই৷ তাই এহেন একটি ‘স্ক্রিপ্ট' শুনেই নাকি প্রিয়াংকার গল্পটা ভালো লেগে যায়৷ আর প্রেমিক শাহিদ যদি ছবিতে তাঁর বিপরীতে কাজ করেন, তাহলে তো কথাই নেই৷

অন্যদিকে, পরিচালক কুনালের বেশ সুপরিচিতি রয়েছে ভালোবাসার গল্প তৈরিতে৷ আগামী মে মাস থেকে ছবিটির কাজ শুরু হওয়ার কথা৷ তবে যেহেতু এটা অন্য ধরণের ছবি, তাই এ ছবির সাজসজ্জাও হবে অন্যরকম৷ এবং লোকেশন হিসেবে বেছে নেওয়া হবে পরিচিত গন্ডির বাইরের কোনো জায়গা৷ এরইমধ্যে কুনাল কোহলি নাকি শুটিং'এর জন্য বেশ কয়েকটি জায়গার তালিকাও তৈরি করে ফেলেছেন৷ শোনা যাচ্ছে, তিনি আগে সেই জায়গাগুলোতে নিজে যাবেন, তারপর ঠিক করবেন এই ছবির শুটিং'এর জন্য কোন জায়গাটি সবচেয়ে ভালো৷

ছবির নায়ক-নায়িকা নির্বাচন করা হয়ে গেলেও, ভালোবাসার এই গল্পটির নাম কী হবে - তা এখনও চূড়ান্ত করেননি পরিচালক৷ তবে তিনি বলেছেন, ‘‘ছবিটির নাম কী হওয়া উচিত এ নিয়ে আমাকে অনেকেই পরামর্শ দিয়েছেন৷ এরমধ্যে কয়েকটি নাম আমার পছন্দও হয়েছে৷ আশা করছি, শেষ পর্যন্ত এই ছবির নাম কী হবে, তা নির্ধারণ করতে, এই পরামর্শগুলো অবশ্যই আমাকে সাহায্য করবে৷''

প্রসঙ্গত, ২০০৯ সালে ‘কামিনে' ছবিতে শেষবারের মতো একসঙ্গে কাজ করতে দেখা গেছে প্রিয়াংকা এবং শাহিদকে৷ তাই এবার দেখা যাক, নতুন এ ছবিতে আবারও তাঁরা আগের মতো সাড়া জাগাতে পারেন কিনা৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ