সমসাময়িক সবাইকে পিছনে ফেলে গ্লোব সকারের শতাব্দী-সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ বছরের সেরা হয়েছেন লেভান্ডোস্কি৷
বিজ্ঞাপন
কোচ ও সাবেক খেলোয়াড়দের নিয়ে গড়া ২৫ জনের বিচারক পরিষদ এবং ভক্তদের ভোটে রোনালদোর একুশ শতকের সেরা হওয়ার খবর জানাতে গিয়ে গ্লোব সকার টুইটারে লিখেছে, ‘‘২০০১ থেকে ২০২০ গ্লোব সকার পুরস্কারে শতাব্দীর সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷’’
২০০১ থেকে ২০২০ সালের পারফর্ম্যান্স অনুযায়ী সেরা ফুটবলার হওয়ার দৌড়ে আরো ছিলেন মেসি, রোনালদিনিয়ো এবং মোহাম্মদ সালাহ৷ কিন্তু পর্তুগিজ লিগ জিতে সাফল্যের পথে হাঁটতে শুরু করা রোনালদো একে একে যোগ করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগ এবং ইটালিয়ান লিগ শিরোপা৷ নিজের দেশ পর্তুগালকে একবার ইউরোপের চ্যাম্পিয়ন করা ৩৫ বছর বয়সি তারকা ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতেছেন পাঁচবার৷ সব মিলিয়ে পর্তুগিজ তারকার এত সাফল্য যে, তিন প্রতিদ্বন্দ্বীর মধ্যে একমাত্র বিশ্বকাপ জয়ী সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদিনিও, ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি বা লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ তার সঙ্গে পেরে ওঠেননি৷ রোববার দুবাইয়ে আরমানি হোটেলে ট্রফি হাতে তুলে নেয়ার পর জুভেন্টাস তারকা বলেন,‘‘এ অসাধারণ এক অর্জন৷ এটা আমাকে আরো সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে৷’’ এ সময় জীবনের খুব উল্লেখযোগ্য এ স্বীকৃতির পেছনে অতীত এবং বর্তমানের সব ক্লাব, সতীর্থ এবং কোচদের অবদানের কথাও স্মরণ করেন পাঁচবারের ব্যালন ডি'অর পুরস্কার জয়ী, ‘‘এত বছর শীর্ষে থাকা মোটেই সহজ ব্যাপার নয়৷ আমি সত্যিই গর্বিত৷ কিন্তু দল, অসাধারণ কোচ ও ক্লাব ছাড়া এসবের কিছুই আমি জিততে পারতাম না৷’’
গ্লোব সকার অ্যাওয়ার্ডে একুশ শতকের সেরা কোচের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা৷ বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভান্ডোস্কি৷ এছাড়া বছরের সেরা কোচ হয়েছেন বায়ার্নকে এক মৌসুমে পাঁচটি শিরোপা জেতানো ফ্লিক৷
এছাড়া একুশ শতকের সেরা ক্লাবের পুরস্কার জিতেছে রেয়াল মাদ্রিদ, বছরের সেরা হয়েছে বায়ার্ন মিউনিখ৷
এসিবি/কেএম
বার্ষিক আয়ে ১০ শীর্ষ ফুটবলার
মাঠের লড়াইয়ে কে সেরা বলা কঠিন৷ তবে বার্ষিক আয়ের দিক থেকে সিআর সেভেন রোনাল্ডো মেসির পেছনে৷ ফোর্বস অবলম্বনে চলতি বছরের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলারের তালিকা থাকছে ছবিঘরে৷
১০. ডাভিড ডি হেয়া
ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে দুই কোটি ৪০ লাখ ডলার বেতন নিয়ে বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার হয়েছেন ডাভিড ডি হেয়া৷ এখানেই শেষ নয়, ৩০ লাখ ডলারের এনডোর্সমেন্টও বাগিয়েছেন তিনি চলতি বছরে৷ সব মিলিয়ে তার বার্ষিক আয় দুই কোটি ৭০ লাখ ডলার৷
ছবি: Reuters/M. Shemetov
০৯. রবার্ট লেভানডোভস্কি
করোনার কারণে আয়োজকরা ২০২০ সালে ‘বালোঁ দর’-এর আয়োজন বাতিল করে৷ নয়তো পুরস্কারটির সবচেয়ে বড় দাবিদার হতেন লেভানডোভস্কি৷ পোলিশ স্ট্রাইকার ৫৫টি গোল করেছেন গেল মৌসুমে৷ বায়ার্নে তার বেতন দুই কোটি ৪০ লাখ ডলার৷ এনডোর্সমেন্ট মিলিয়ে মোট আয় দুই কোটি ৮০ লাখ ডলার৷
ছবি: AFP/F. Fife
০৮. গ্যারেথ বেল
লা লিগার সবশেষ ১১টির মধ্যে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন গ্যারেথ বেল৷ কিন্তু ২০২০-২১ মৌসুমের জন্য বেতন নিচ্ছেন দুই কোটি ৩০ লাখ ডলারই৷ বিজ্ঞাপন, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাবদ পাচ্ছেন আরো ৬০ লাখ ডলার৷
ছবি: picture-alliance/Zumapress/M. Dominguez
০৭. গ্রিজমান
বার্সেলোনায় ২০১৯ সালে তার সূচনাটা ছিল হতাশাজনক৷ মাঝে পিএসজির সঙ্গে বদলির খবরও শোনা যাচ্ছিল৷ তবে সার্বিক আয়ে পারফর্ম্যান্সের খুব একটা প্রভাব পড়েনি৷ এই ফ্রেঞ্চ তারকার বার্ষিক আয় ৩ কোটি ৩০ লাখ ডলার৷ এর মধ্যে দুই কোটি আশি লাখ পান বেতন বাবদ৷ বাকিটা বিজ্ঞাপন থেকে পাওয়া৷
ছবি: Reuters/C. de Luca
০৬. পল পগবা
ম্যানচেস্টার ইউনাইটেডে পগবার চুক্তি ২০২১ সালের গ্রীষ্ম পর্যন্ত৷ বার্ষিক বেতন দুই কোটি ৮০ লাখ ডলার৷ মাঠের বাইরে ২৭ বছর বয়সি তারকা তাল মিলিয়ে মেসি, সালাহদের সঙ্গে বিজ্ঞাপনও করে যাচ্ছেন৷ সব মিলিয়ে তার আয় তিন কোটি ৪০ লাখ ডলার বছরে৷
ছবি: Imago Images
০৫. মোহাম্মদ সালাহ
২০২০-২১ মৌসুমে লিভারপুলের হয়ে সূচনাটি হয়েছিল হ্যাটট্রিকে৷ ২৮ বছর বয়সি তারকা ভোডাফোনের সঙ্গে দীর্ঘমেয়াদী এক চুক্তিও করেছেন৷ বেতনে দুই কোটি ৪০ লাখ ডলারের বাইরে তার বাড়তি আয় এক কোটি ৩০ লাখ ডলার৷ মোট আয় ৩ কোটি ৭০ লাখ ডলার৷
ছবি: Reuters/J. Sibley
০৪. কিলিয়ান এমবাপ্পে
ফরাসী লিগে পরপর দুই বছর শীর্ষ গোলদাতা হয়েছেন৷ তার ক্লাব পিএসজিও হয়েছে চ্যাম্পিয়ন৷ সব মিলিয়ে সেরা সময়টাই পার করছেন এই তরুণ৷ আয়েও লেগেছে তার হাওয়া৷ চার কোটি ২০ লাখ ডলার আয় নিয়ে তিনি আছেন চার নম্বরে৷ দুই কোটি ৮০ লাখ ডলার বেতন আর এক কোটি ৪০ লাখ ডলার আসে বিজ্ঞাপন থেকে৷
ছবি: picture-alliance/abaca/H. Szwarc
০৩. নেইমার জুনিয়র
২৮ বছর বয়সি ব্রাজিলিয়ান তারকার বার্ষিক বেতন সাত কোটি ৮০ লাখ ডলার৷ বিজ্ঞাপনসহ অন্যান্য খাত থেকে আসে আরো এক কোটি আশি লাখ ডলার৷ সব মিলিয়ে নয় কোটি ষাট লাখ ডলার বার্ষিক আয় তার৷ প্যারিসে রাখতে ট্রান্সফার মানিসহ ব্রাজিলের এই তারকার পেছনে পিএসজির ব্যয় ৬০ কোটি ডলার৷
ছবি: Getty Images/AFP/D. Ramos
০২. ক্রিস্টিয়ানো রোনাল্ডো
সামাজিক মাধ্যমে ৪৫ কোটি অনুসারী নিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাথলেটের তকমা লেগে আছে সিআর সেভেন-এর গায়ে৷ নাইকি, ক্লিয়ার শ্যাম্পুর মতো কোম্পানিগুলো থেকে এ বছর তার পকেটে ঢুকছে চার কোটি ৭০ লাখ ডলার৷ বেতন সাত কোটি৷ সব মিলিয়ে বার্ষিক আয় দাঁড়াচ্ছে ১১ কোটি ৭০ লাখ ডলার বা ৯৯৩ কোটি টাকার বেশি৷
ছবি: Imago Images/Gribaudi/ImagePhoto
০১. লিওনেল মেসি
১৬ বছরে বার্সাকে ৩৪টি ট্রফি এনে দিয়েছেন মেসি৷ বিদায়ের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত আরেক মৌসুম স্প্যানিশ ক্লাবটিতেই থেকে যাচ্ছেন৷ এজন্য বেতন পাচ্ছেন নয় কোটি ২০ লাখ ডলার৷ সাথে বিজ্ঞাপনসহ বিভিন্ন চুক্তি থেকে অ্যাকাউন্টে যোগ হচ্ছে আরো তিন কোটি ৪০ লাখ ডলার৷ সব মিলিয়ে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের এ বছরের মোট আয় ১২ কোটি ৬০ লাখ ডলার বা প্রায় এক হাজার ৬৯৮ কোটি টাকা৷