1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শতাব্দীর সেরা ফুটবলার রোনাল্ডো

২৯ ডিসেম্বর ২০২০

সমসাময়িক সবাইকে পিছনে ফেলে গ্লোব সকারের শতাব্দী-সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ বছরের সেরা হয়েছেন লেভান্ডোস্কি৷

Dubai Globe Soccer Award 2020 - Cristiano Ronaldo
ছবি: Fabio Ferrari/Zumapress/Picture alliance

কোচ ও সাবেক খেলোয়াড়দের নিয়ে গড়া ২৫ জনের  বিচারক পরিষদ এবং ভক্তদের ভোটে রোনালদোর একুশ শতকের সেরা হওয়ার খবর জানাতে গিয়ে গ্লোব সকার টুইটারে লিখেছে, ‘‘২০০১ থেকে ২০২০ গ্লোব সকার পুরস্কারে শতাব্দীর সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷’’

২০০১ থেকে ২০২০ সালের পারফর্ম্যান্স অনুযায়ী সেরা ফুটবলার হওয়ার দৌড়ে আরো ছিলেন মেসি, রোনালদিনিয়ো এবং মোহাম্মদ সালাহ৷ কিন্তু পর্তুগিজ লিগ জিতে সাফল্যের পথে হাঁটতে শুরু করা রোনালদো একে একে যোগ করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগ এবং ইটালিয়ান লিগ শিরোপা৷ নিজের দেশ পর্তুগালকে একবার ইউরোপের চ্যাম্পিয়ন করা ৩৫ বছর বয়সি তারকা ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতেছেন পাঁচবার৷ সব মিলিয়ে পর্তুগিজ তারকার এত সাফল্য যে, তিন প্রতিদ্বন্দ্বীর মধ্যে একমাত্র বিশ্বকাপ জয়ী সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদিনিও, ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি বা লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ তার সঙ্গে পেরে ওঠেননি৷ রোববার দুবাইয়ে আরমানি হোটেলে ট্রফি হাতে তুলে নেয়ার পর জুভেন্টাস তারকা বলেন,‘‘এ অসাধারণ এক অর্জন৷ এটা আমাকে আরো সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে৷’’ এ সময় জীবনের খুব উল্লেখযোগ্য এ স্বীকৃতির পেছনে অতীত এবং বর্তমানের সব ক্লাব, সতীর্থ এবং কোচদের অবদানের কথাও স্মরণ করেন পাঁচবারের ব্যালন ডি'অর পুরস্কার জয়ী, ‘‘এত বছর শীর্ষে থাকা মোটেই সহজ ব্যাপার নয়৷ আমি সত্যিই গর্বিত৷ কিন্তু দল, অসাধারণ কোচ ও ক্লাব ছাড়া এসবের কিছুই আমি জিততে পারতাম না৷’’

গ্লোব সকার অ্যাওয়ার্ডে একুশ শতকের সেরা কোচের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা৷ বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভান্ডোস্কি৷ এছাড়া বছরের সেরা কোচ হয়েছেন বায়ার্নকে এক মৌসুমে পাঁচটি শিরোপা জেতানো  ফ্লিক৷

এছাড়া একুশ শতকের সেরা ক্লাবের পুরস্কার জিতেছে রেয়াল মাদ্রিদ, বছরের সেরা হয়েছে বায়ার্ন মিউনিখ৷

এসিবি/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ