1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘শত্রু'দের ওপর দোষ চাপালো ইরান

৩ জানুয়ারি ২০১৮

ইরানে বিক্ষোভ উস্কে দেয়ার অভিযোগ এনে এর জন্য দেশটির শত্রুদের দায়ী করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি৷ তিনি বলেছেন যে, এটি ইসলামি শাসন ব্যবস্থাকে নড়বড়ে করার ষড়যন্ত্র৷

আয়াতুল্রাহ আলী খামেনিছবি: picture-alliance

মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে এ কথা বলেন খামেনি৷ খামেনির ভাষায়, ‘‘সাম্প্রতিক ঘটনাগুলো দেখলেই পরিষ্কার হয়ে যাবে৷ যারা ইসলামী শাসনব্যবস্থার বিরুদ্ধে, তারা সমস্যা তৈরি করবার জন্য কী না করেছে– পয়সা ঢেলেছে, অস্ত্র দিয়েছে, রাজনৈতিকভাবে চেষ্টা করেছে, এমনকি গোয়েন্দাদেরও কাজে লাগিয়েছে৷''

কোনো দেশের নাম না বললেও যুক্তরাষ্ট্রের দিকেই যে খামেনীর সন্দেহের তির তা বলাই বাহুল্য৷ অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে টুইট করে সরকারবিরোধীদের সঙ্গে সংহতি জানিয়েছেন

জাতিসংঘে মার্কিন দূত নিকি হ্যালি ইরান বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন৷ ‘‘ইরানের জনগণ স্বাধীনতার জন্য চিৎকার করছে৷ সব স্বাধীনতাকামী মানুষের তাদের পাশে দাঁড়ানো উচিত,'' এক সংবাদ সম্মেলনে বলছিলেন তিনি৷

সরকার সমর্থকদের সমাবেশ

এদিকে, সরকারের পক্ষে ইরানের রাস্তায় নেমেছে হাজারো জনতা৷ রাষ্ট্রীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী আহভাজ, কের্মানশাহ ও গর্গানসহ দেশটির অন্তত ১০টি শহরে এই সমাবেশ চলেছে৷ রাষ্ট্রীয় টেলিভিশনে বুধবার সমাবেশের ছবি লাইভ দেখানো হয়েছে৷ সেখানে সমর্থকরা ইরানের পতাকা ও সরকারের সমর্থনে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেছে৷ তারা খামেনীর ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে শ্লোগান দিয়েছে, ‘‘নেতা, আমরা তৈরি'', কিংবা ‘‘ইউএসএ-র সঙ্গে ডুবে মরো''৷

সরকার সমর্থকদের মিছিলছবি: Reuters/Tasnim News Agency

বিক্ষোভ থেমে নেই

ইরানে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ও ছবির অ্যাপ ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ৷ তেহরানের একটি কোর্ট বিক্ষোভকারীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে৷

এদিকে, বুধবার রাতেও তেহরানসহ কয়েকটি শহরে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে বলে জানা গেছে৷

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দুর্বল অর্থনৈতিক কাঠামোর প্রতিবাদে গেল ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ পরে সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হয়৷ এ পর্যন্ত দেশটির বিভিন্ন শহরে সংঘাতে ২১ জন মারা গেছেন৷ গ্রেফতার হয়েছেন কয়েকশ'৷

মোবাইলে ইরান আন্দোলন

01:41

This browser does not support the video element.

জেডএ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ