1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শনাক্ত লাখ ছাড়াল

১৮ জুন ২০২০

বাংলাদেশে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা এখন এক লাখ দুই হাজার ২৯২ জন৷ মোট মৃত্যুবরণ করেছেন এক হাজার ৩৪২ জন৷

Bangladesch Dhaka | Coronavirus | Test-Zentrum
ছবি: Reuters/M.P. Hossain

বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয়া হয় আট মার্চ৷ এরপর প্রায় নিয়মিতই রোগী শনাক্ত হয়েছে৷ পরীক্ষা যত বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে সংখ্যাও বেড়েছে৷ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগী পাওয়া গেছে ৩ হাজার ৮০৩ জন৷ যার মধ্য দিয়ে ১০২তম দিনে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেল৷ বৃহস্পতিবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা৷

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়৷ এখন পর্যন্ত পরীক্ষার সংখ্যা পৌঁছেছে পাঁচ লাখ ৬৭ হাজার ৩০৯ টিতে৷ বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ২৩.৩৯ শতাংশ৷ নতুন ৩৮ জনসহ মোট মৃত্যুবরণ করেছেন এক হাজার ৩৪৩ জন৷

ব্রিফিংয়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদও বক্তব্য রাখেন৷ তিনি বলেন, ‘‘বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী করোনা পরিস্থিতি এক, দুই বা তিন মাসে শেষ হচ্ছে না৷ এটি দুই থেকে তিন বছর বা তার চেয়েও বেশিদিন স্থায়ী হবে৷ যদিও সংক্রমণের মাত্রা উচ্চহারে নাও থাকতে পারে৷’’

সামনের দিনে উপজেলা পর্যন্ত পরীক্ষার ব্যবস্থা, জেলা পর্যায়ে হাসপাতালে আইসিইউসহ হাসপাতালগুলোতে সক্ষমতা বাড়ানোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি৷

এফএস/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ