1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আওয়ামী লীগ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৮ ডিসেম্বর ২০১২

আওয়ামী লীগের ঢাকা মহানগর কাউন্সিলে প্রধানমন্ত্রী এবং দলের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি সাপের ঝাঁপি মাথায় নিয়ে চলছে৷ তাদের কাছে যুদ্ধাপরাধীরা খুব প্রিয়৷ বিএনপি’কে এর পরিণতি ভোগ করতেই হবে৷

The Bangladesh army has said on 19,01.2012 it has foiled a plot by some hardline officers to topple the Sheikh Hasina government and that the process to bring the culprits to justice has begun. unser Korrespondent in Dhaka, Herr Harun Ur Rashid Swapan hat die angehängten Bilder am 19.01.12 aufgenommen, und stellt sie der DW zur Verfügung.
ছবি: DW

বুধবার জনসংযোগ কর্সসূচিতে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেন, ‘‘সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়৷''

বৃহস্পতিবার এ কথারই জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের ঢাকা মহানগর ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে বলেন, ‘‘স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীরাই খালেদা জিয়ার কাছে অতি প্রিয়৷ একাত্তরে গণহত্যা আর মা-বোনের ইজ্জত লুণ্ঠন তাঁর কাছে কোনো বিষয় নয়৷ তাই আওয়ামী লীগ নয়, বরং বিএনপি সাপের ঝাঁপি মাথায় নিয়ে চলছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷

তিনি বলেন, বর্তমান সরকারই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে৷ অন্যদিকে, হলমার্ক আর ডেস্টিনি'র মতো প্রতিষ্ঠান কিন্তু বিএনিপি'র আমলে এবং তাদেরই প্রশ্রয়ে বেড়ে ওঠে৷

ওদিকে, আগামীকাল অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিল৷ ২০০৯ সালে দলটির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়৷ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানিয়েছেন, কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে আগামী সংসদ নির্বাচনের আগেই ঘর গোছাতে চান তাঁরা৷ আর কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, কেন্দ্রীয় কাউন্সিলে দলের মধ্যে বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে পরিবর্তন আসতে পারে৷ বাড়তে পারে কেন্দ্রীয় কমিটির কলেবর৷

জানা গেছে, শনিবারের কাউন্সিলে আগামী নির্বাচন এবং বিরোধী দলের আন্দোলন মোকাবেলার কৌশল নির্ধারণ হতে পারে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ