1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চূড়ান্ত কর্মসূচি ঘোষণা?

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৪ অক্টোবর ২০১৩

বিরোধী দলের ঢাকা অবরোধসহ হরতাল ও ঘেরাও কর্মসূচি ঘোষণা হতে পারে শনিবার৷ এদিন বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিলেটে এ কর্মসূচি ঘোষণা করবেন৷ তবে আওয়ামী লীগও ঐ কর্মসূচি মোকাবেলার জন্য প্রস্তুত৷

ফাইল ছবিছবি: Reuters

বেগম খালেদা জিয়া সারা দেশে তাঁর সমাবেশের অংশ হিসেবে শনিবার সিলেটের সমাবেশে বক্তব্য রাখবেন৷ চূড়ান্ত আন্দোলনের আগে দেশব্যাপী জনসমাবেশ কর্মসূচির আওতায় এটাই ঢাকার বাইরে শেষ সমাবেশ বলে জানা গেছে৷ তাই এ সমাবেশকে সামনে রেখে বিএনপির শীর্ষ নেতারা এখন সিলেটে৷

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, সিলেটের সমাবেশ থেকেই খালেদা জিয়া চূড়ান্ত আন্দোলনের ডাক দিতে পারেন৷ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে ঘেরাও, হরতাল, অবরোধসহ নানা ধরণের কর্মসূচি দেয়া হতে পারে৷ এই আন্দোলনের মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে৷ আর বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শমসের মুবিন চৌধুরী জানিয়েছেন, আন্দোলনে দেশের সাধারণ মানুষকে সম্পৃক্ত করা হবে৷ এ জন্য খালেদা জিয়ার এই জনসমাবেশের পাশাপাশি সারা দেশে দলীয় নেতা-কর্মীরা কাজ করছেন৷ কাজ করছেন জোটভুক্ত দলের নেতা-কর্মীরা৷ তিনি বলেন, দেশের ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়৷ তাই এই দাবি জনগণকে সাথে নিয়েই আদায় করা হবে৷

এদিকে আাওয়ামী লীগও বিএনপির আন্দোলন মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে৷ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানিয়েছেন যে, সারা দেশের নেতা-কর্মীদের এ জন্য সজাগ থাকতে বলা হয়েছে৷ বলা হয়েছে ২৫শে অক্টোবর থেকে মাঠে থাকতে৷ দেশে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্যও নেয়া হয়েছে প্রস্তুতি৷ দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ জানান, গত ৫ই মে হেফাজতের মতো আগামীতে ঢাকা অচল বা ঢাকা অবরোধ – কিছু একটা করতে চাইছে বিএনপি৷ তবে এবার আর তা করতে দেয়া হবে না৷ এ জন্য পুলিশসহ প্রশাসনকে প্রস্তুত রাখা হয়েছে৷ সারা দেশে তৃণমূল পর্যায়ে করা হয়েছে ৮০০ কমিটি৷ এই কমিটির নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ২৫শে অক্টোবরের আগে থেকেই মাঠে থাকবেন৷ ঢাকাকে নিয়েও করা হয়েছে পরিকল্পনা৷ তিনি জানান, বর্তমান সংবিধানের আওতায় যথাসময়ে নির্বাচন করতে সব প্রস্তুতি নিচ্ছে সরকার৷

আগামী ২৪শে অক্টোবর বর্তমান জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশন শেষ হচ্ছে৷ বিএনপির কথা, প্রয়োজনে সংসদ অধিবেশনের সময় বাড়িয়ে সংসদে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করা হোক৷ কিন্তু তাতে আগ্রহ নেই সরকারের৷ তারা তাদের অধীনে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে৷ তাই ২৪শে অক্টোবরের পরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত এবং সংঘাতময় হওয়ার আশঙ্কা করছেন অনেকেই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ