1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফাইনালের পুনরাবৃত্তি

২৭ জুলাই ২০১৩

আবারো ফাইনালে মুখোমুখি বায়ার্ন মিউনিখ আর বোরুসিয়া ডর্টমুন্ড৷ যেমনটা তারা হয়েছিল গত মরসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে৷ তবে এবার স্থান ডর্টমুন্ডের মাঠ৷

MUNICH, GERMANY - AUGUST 12: The supercup trophy is pictured before the Bundesliga Supercup 2012 match between Bayern Muenchen and Borussia Dortmund at Allianz Arena on August 12, 2012 in Munich, Germany. (Photo by Martin Rose/Bongarts/Getty Images)
ছবি: Bongarts/Getty Images

আর হ্যাঁ, ফাইনালটা হচ্ছে জার্মান সুপারকাপের৷ প্রতি বছর জার্মান ফুটবলের নতুন মরসুম শুরুর আগে, এর আগের মরসুমের বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন ও জার্মান কাপের চ্যাম্পিয়নের মধ্যে অনুষ্ঠিত হয় সুপারকাপ৷ এবার যেটা হচ্ছে বায়ার্ন আর ডর্টমুন্ডের মধ্যে৷ যদিও বায়ার্ন গতবার বুন্ডেসলিগা আর জার্মান কাপ দুটোই জিতেছে৷ ওদিকে, ডর্টমুন্ড ছিল বুন্ডেসলিগার রানার আপ৷

গত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুটো জার্মান ক্লাব ওঠায় জার্মান ফুটবলের প্রতি বিশ্বের সমর্থকদের মাঝে একটা আকর্ষণ তৈরি হয়েছে৷ ফলে ফিফার ১৯৫টি সদস্যরাষ্ট্রে সুপারকাপের ফাইনাল খেলাটি টেলিভিশনে প্রচারিত হবে বলে জানিয়েছেন জার্মান ফুটবল লিগের নির্বাহী পরিচালক আন্দ্রেয়া রেটিগ৷

এদিকে ডর্টমুন্ডের ডিফেন্ডার মাটস হুমেলস জানিয়েছেন যে, তাঁদের মধ্যে কোনো প্রতিশোধপরায়নতা কাজ করছেনা৷ ‘‘চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের প্রতিশোধ নিতে হবে, এমনটা ভেবে আমরা উৎসাহিত হবার চেষ্টা করছিনা৷''

তবে বার্য়ানকে হারানোর সুযোগ রয়েছে বলে জানান হুমেলস৷ খেলাটা হবে ডর্টমুন্ডের মাঠে৷

অন্যদিকে, গত মরসুমে ‘ট্রেবল' জিতে রেকর্ড করা বায়ার্ন গত শনিবারই টেলিকম কাপ জিতে ইতিমধ্যে মরসুমের প্রথম শিরোপা জিতে নিয়েছে৷ এরপর আবার বুধবার রাতে নিজেদের মাঠে এক প্রদর্শনী ম্যাচে হারিয়েছে বার্সেলোনাকে৷ সব মিলিয়ে হাওয়ায় ভাসছে বায়ার্ন৷

তারপরও সুপারকাপ জেতার মতো অনুপ্রেরণার কমতি নেই বলে জানিয়েছেন বায়ার্নের স্পোর্টস ডিরেক্টর মাথিয়াস সামার৷

সুতরাং পাঠক, শনিবার রাতে একটা জমজমাট খেলা আশা করতেই পারেন৷

জেডএইচ/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ