আবারো ফাইনালে মুখোমুখি বায়ার্ন মিউনিখ আর বোরুসিয়া ডর্টমুন্ড৷ যেমনটা তারা হয়েছিল গত মরসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে৷ তবে এবার স্থান ডর্টমুন্ডের মাঠ৷
বিজ্ঞাপন
আর হ্যাঁ, ফাইনালটা হচ্ছে জার্মান সুপারকাপের৷ প্রতি বছর জার্মান ফুটবলের নতুন মরসুম শুরুর আগে, এর আগের মরসুমের বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন ও জার্মান কাপের চ্যাম্পিয়নের মধ্যে অনুষ্ঠিত হয় সুপারকাপ৷ এবার যেটা হচ্ছে বায়ার্ন আর ডর্টমুন্ডের মধ্যে৷ যদিও বায়ার্ন গতবার বুন্ডেসলিগা আর জার্মান কাপ দুটোই জিতেছে৷ ওদিকে, ডর্টমুন্ড ছিল বুন্ডেসলিগার রানার আপ৷
অল-জার্মান ফাইনাল: স্বপ্ন সত্যি হলো
অবশেষে যেন স্বপ্নটা সত্যি হলো৷ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলবে জার্মানিরই দুটি দল – বায়ার্ন আর ডর্টমুন্ড৷
ছবি: Reuters
দেখে নাও, চিনে নাও!
বুধবার রাতে বার্সেলোনার বিপক্ষে তৃতীয় গোল করার পর বায়ার্নের টমাস ম্যুলার কী সারা বিশ্বকে এটাই বলতে চাইছেন, ‘‘চিনে নাও আমাদের! আমরা এসে গেছি!’’
ছবি: Reuters
বার্সার শুধু তাকিয়ে থাকার দিন
ডাভিড আলাবার কাছ থেকে বল পাবার পর বায়ার্নের রোবেন দলের পক্ষে প্রথম গোলটি করেন৷ অন্যদিকে, বার্সার খেলোয়াড় শুধু তাকিয়ে রয়েছেন৷ বুধবার পুরো বার্সেলোনাই দেখেছে জার্মান ফুটবলের অপরূপ প্রদর্শনী৷
ছবি: Getty Images
জার্মানির আরেক দল ডর্টমুন্ড
প্রথম লেগে ৪-১ গোলে এগিয়ে থাকায় ফাইনালের পথে অনেকটাই এগিয়ে ছিল ডর্টমুন্ড৷ তাই মঙ্গলবার মাদ্রিদে গিয়ে দুই গোলে হারলেও ফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ হচ্ছে তারা৷
ছবি: Bongarts/Getty Images
শেষ মুহূর্তের উত্তেজনা
মঙ্গলবারের খেলায় ৮০ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল ফলাফল৷ কিন্তু এর পরপরই দুটি গোল করে হঠাৎই ডর্টমুন্ড সমর্থকদের যেন উৎকণ্ঠায় ফেলে দেয় রেয়াল মাদ্রিদ৷ কেননা আর একটি গোল পেলেই ফাইনালে চলে যেত রেয়াল৷
ছবি: AFP/Getty Images
জার্মান যুগের সূচনা?
মিউনিখে যখন বার্সেলোনাকে ৪-০ গোলে হারালো বায়ার্ন তখন অনেকেই বলছিলেন যে, ফুটবলে কী তাহলে জার্মান যুগের সূচনা হলো? বুধবার বার্সার মাঠে গিয়ে বার্সাকে ৩-০ গোলে হারানোর পর যেন তা অনেকটাই সত্যি বলে মনে হচ্ছে৷
ছবি: PIERRE-PHILIPPE MARCOU/AFP/Getty Images
লেভান্ডোভস্কির এক হালি
ফুটবল দলগত খেলা বটে৷ কিন্তু কখনো কখনো এর ব্যতিক্রম হয়৷ এই যেমন প্রথম লেগে ডর্টমুন্ড রেয়াল মাদ্রিদকে যে চারটি গোল দিয়েছে তা এসেছে একজনের পা থেকেই, রবার্ট লেভান্ডোভস্কি৷
ছবি: Reuters
রোনাল্ডোর একমাত্র
ডর্টমুন্ডে রেয়ালের হয়ে একমাত্র গোলটি করেছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ আগামী মৌসুমে তিনি ফ্রান্সে পাড়ি জমাতে পারেন বলে গুজব উঠেছে৷
ছবি: Reuters
7 ছবি1 | 7
গত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুটো জার্মান ক্লাব ওঠায় জার্মান ফুটবলের প্রতি বিশ্বের সমর্থকদের মাঝে একটা আকর্ষণ তৈরি হয়েছে৷ ফলে ফিফার ১৯৫টি সদস্যরাষ্ট্রে সুপারকাপের ফাইনাল খেলাটি টেলিভিশনে প্রচারিত হবে বলে জানিয়েছেন জার্মান ফুটবল লিগের নির্বাহী পরিচালক আন্দ্রেয়া রেটিগ৷
এদিকে ডর্টমুন্ডের ডিফেন্ডার মাটস হুমেলস জানিয়েছেন যে, তাঁদের মধ্যে কোনো প্রতিশোধপরায়নতা কাজ করছেনা৷ ‘‘চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের প্রতিশোধ নিতে হবে, এমনটা ভেবে আমরা উৎসাহিত হবার চেষ্টা করছিনা৷''
তবে বার্য়ানকে হারানোর সুযোগ রয়েছে বলে জানান হুমেলস৷ খেলাটা হবে ডর্টমুন্ডের মাঠে৷
অন্যদিকে, গত মরসুমে ‘ট্রেবল' জিতে রেকর্ড করা বায়ার্ন গত শনিবারই টেলিকম কাপ জিতে ইতিমধ্যে মরসুমের প্রথম শিরোপা জিতে নিয়েছে৷ এরপর আবার বুধবার রাতে নিজেদের মাঠে এক প্রদর্শনী ম্যাচে হারিয়েছে বার্সেলোনাকে৷ সব মিলিয়ে হাওয়ায় ভাসছে বায়ার্ন৷
তারপরও সুপারকাপ জেতার মতো অনুপ্রেরণার কমতি নেই বলে জানিয়েছেন বায়ার্নের স্পোর্টস ডিরেক্টর মাথিয়াস সামার৷
সুতরাং পাঠক, শনিবার রাতে একটা জমজমাট খেলা আশা করতেই পারেন৷