1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শনিবার থেকে প্রচারে নামতে চান ট্রাম্প

৯ অক্টোবর ২০২০

হোয়াইট হাউসের চিকিৎসক জানিয়ে দিলেন, ট্রাম্পের করোনা চিকিৎসা শেষ। শনিবার থেকে তিনি প্রচার শুরু করতে পারেন।

ছবি: Saul Loeb/AFP/Getty Images

করোনায় আক্রান্ত হওয়ার এক সপ্তাহের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, তিনি পুরো সুস্থ বোধ করছেন এবং নির্বাচনী প্রচার শুরু করে দেবেন। ট্রাম্পের চিকিৎসক সিন কনলি জানিয়েছেন, ট্রাম্পের চিকিৎসা শেষ হয়ে গেছে। শনিবার থেকে তিনি স্বাভাবিক কাজ করতে পারবেন। যদিও কী চিকিৎসা হয়েছে, কীভাবে এত তাড়াতাড়ি ট্রাম্প করোনামুক্ত হয়েছেন, তা নিয়ে কিছু জানানো হয়নি। ট্রাম্প ফক্স নিউজকে জানিয়েছিলেন, তিনি শুক্রবার আবার করোনা পরীক্ষা করাবেন। তারপর শনিবার থেকেই নির্বাচনী প্রচার শুরু করে দিতে চান।

জো বাইডেনের সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল ডিবেট হওয়ার কথা ছিল ১৫ অক্টোবর।  ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ার পর ডিবেট কমিশন সিদ্ধান্ত নেয়, সামনাসামনি নয়, বিতর্ক হবে ভার্চুয়াল। কিন্তু ট্রাম্প জানিয়ে দিয়েছেন তিনি ভার্চুয়াল বিতর্কে অংশ নেবেন না। তাঁর অভিযোগ, বাইডেনকে সুবিধা করে দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাইডেনের প্রচার-ম্যানেজারদের দাবি, প্রথম বিতর্কে ট্রাম্প একেবারেই সুবিধা করতে পারেননি। বাইডেন সেখানে এগিয়ে গেছেন। তাঁদের প্রস্তাব ছিল, তা হলে ১৫ তারিখের বিতর্ক বাতিল করে ২২ তারিখ নির্ধারিত তৃতীয় বিতর্ক হোক। সেটাই চূড়ান্ত বিতর্ক হবে। কিন্তু ট্রাম্পের তরফ থেকে জানানো হয়েছিল, ২২ তারিখ দ্বিতীয় বিতর্ক হোক। তারপর ২৯ তারিখ তৃতীয় বিতর্কের আয়োজন করা হোক। কিন্তু বাইডেন তা মানতে চাননি।

আমার করোনা আক্রান্ত হওয়া সৃষ্টিকর্তার আশীর্বাদ: ট্রাম্প

01:45

This browser does not support the video element.

এরপর ট্রাম্পের চিকিৎসকের বিবৃতি আসে। ট্রাম্পের প্রচারের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়ে দেন যে, আর বিতর্ক পিছিয়ে দেয়ার বা ভার্চুয়াল করার কোনো কারণ নেই।

কিন্তু তারপরেও অ্যামেরিকায় প্রশ্ন উঠেছে, একজন করোনা রোগী কতদিনে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন? কতদিন পর তাঁর থেকে আর কারো করোনা হওয়ার সম্ভাবনা থাকে না?

ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, ''আমি মনে করি না, আমার থেকে কারো করোনা হতে পারে। আমি একেবারে সুস্থ বোধ করছি। সত্যিই একেবারে ঠিক মনে হচ্ছে নিজেকে। আমি বেরোতে চাই। জনসভা করতে চাই।''

জনস্বাস্থ্য বিভাগের অফিসাররা জানিয়েছেন, করোনায় আক্রান্ত হওয়ার পর ১০ থেকে ২০ দিন আইসোলেশনে থাকতে হয়। তবে কতদিন থাকতে হবে, তা নির্ভর করে সংক্রমণ কতটা জোরালো তার উপর।

জিএইচ/এসজি(এপি,এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ