1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শনিবার দিল্লি আসছেন শলৎস, কথা হবে মোদীর সঙ্গে

২৪ ফেব্রুয়ারি ২০২৩

দুই দিনের ভারত সফরে শনিবার দিল্লি এসে পৌছচ্ছেন জার্মানির চ্যান্সেলর শলৎস। তার এই সফরকে খুবই গুরুত্ব দিচ্ছে ভারত।

ছবি: Jonathan Ernst/REUTERS

ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তির সময়ে দিল্লিতে আসছেন শলৎস। ফলে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে চ্যান্সেলর শলৎসের আলোচনায় রাশিয়া-ইউক্রেন নিয়ে  স্বাভাবিকভাবেই কথা হবে। এই যুদ্ধের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং আগামী দিনে কী হতে পারে তানিয়ে আলোচনা করবেন এই দুই নেতা।

সূত্র জানাচ্ছে, রাশিয়া থেকে ভারত যে তেল কিনছে, সেই বিষয়টি নিয়ে সম্ভবত খুব বেশি কথা হবে না। কারণ, ভারত অনেকবার এই বিষয়ে নিজেদের মত স্পষ্ট করেছে। জার্মানিও মনে করছে, এটা ভারতের নিজস্ব সিদ্ধান্ত।

তবে সূত্র এও জানিয়েছে তিনটি বিষয় শলৎস-মোদী আলোচনায় প্রাধান্য পাবে। সেই বিষয়গুলি হলো, দুই দেশের আর্থিক সহয়োগিতা, গ্রিন টেকনলজি, ইন্দো-প্যাসিফিক কৌশল। এছাড়া তৃতীয় দেশে যৌথ প্রকল্প শুরুর বিষয়টি নিয়েও কথা হবে।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির মধ্যে জার্মানির হলো ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। শুধু তাই নয় ভারতের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্যিক সম্পর্ক আছে যে ১০ দেশের তার মধ্যেও জার্মানি আছে। শলৎসও একটি বড় শিল্প-বাণিজ্য প্রতিনিধিদলকে সঙ্গে করে নিয়ে আসছেন। তিনি ও প্রধানমন্ত্রী মোদী দুই দেশের বিটুবি (বিজনেস টু বিজনেস) সম্মেলনে ভাষণ দেবেন। সেখানে ভারতের প্রমুখ শিল্প-বাণিজ্য প্রতিনিধিরা থাকবেন। সফরের শেষে বিটুবি চুক্তিও হবে।

২০২২ সালে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে জার্মান চ্যান্সেলরের তিনবার বৈঠক হয়েছে। শেষবার হয়েছে, ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনের ফাঁকে। এখন ভারত জি২০ সম্মেলনের সভাপতির পদ পেয়েছে। ফলে আগামী সেপ্টেম্বরে জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শলৎস আবার আসবেন। তবে তার এই সফরে জোর থাকবে দ্বিপাক্ষিক বিষয়গুলির উপর।

শনিবার দুই দেশের মধ্যে অধিকাংশ বৈঠক হবে। রোববার সকালে শলৎস যাবেন বেঙ্গালুরুতে। বিকেলে তিনি দেশে ফিরবেন।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ