1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শালকের মুখোমুখি হচ্ছে বায়ার্ন

২১ সেপ্টেম্বর ২০১২

শালকে এখন টপ ফর্মে, বায়ার্নের সম্পর্কেও তাই বলা যায়, যদিও বুন্ডেসলিগা কি চ্যাম্পিয়নস লিগ, দু’টোই সবে শুরু৷ শনিবারের খেলা শালকে বনাম বায়ার্ন, উভয়ের পক্ষেই এটা হবে ক্ষমতার পরিমাপ৷

ছবি: Getty Images

গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে শালকে অলিম্পিয়াকস পিরেয়ুস'কে হারায় ২-১ গোলে৷ তার পরেরদিনই বায়ার্ন ভ্যালেন্সিয়াকে হারায় ঐ ২-১ গোলেই৷ সেই সঙ্গে যদি ডর্টমুন্ডের আয়াক্স অ্যামস্টারডামের বিরুদ্ধে ১-০ গোলে জয়'কে ধরা যায়, তাহলে বলতে হয়, বুন্ডেসলিগার ক্লাবগুলোর এবার চ্যাম্পিয়নস লিগের মরসুম ভালভালে শুরু হয়েছে৷

বায়ার্ন গত মরসুমে যেভাবে বারবার শেষ মুহূর্তে গিয়ে স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে, হতাশার পর হতাশার সম্মুখীন হয়েছে, এমনকি কোচ হিসেবে লুই ফ্যান খাল'কে বিদায় দিয়ে চিরপরিচিত ইয়ুপ হাইনকেস'কে ফেরৎ নিয়ে এসেছে, তাতে এ'মরসুমে তাদের কিছু একটা, দু'টো কিংবা - জার্মান কাপ ধরলে - তিনটে কেরামতি দেখাতে হবে৷

শনিবারের খেলা শালকে বনাম বায়ার্ন, উভয়ের পক্ষেই এটা হবে ক্ষমতার পরিমাপছবি: Getty Images/AFP

কাজেই রবেন যোগ রিবেরি, দু'য়ে মিলে বায়ার্নের ‘রবারি' বা ডাকাত ফরোয়ার্ডরা চোটে থাকা সত্ত্বেও এবার যখন বায়ার্ন বুন্ডেসলিগার প্রথম তিনটে ম্যাচই জিতল, এবং তা'ও তিনটি ম্যাচে ১২টা গোল করে, তখন বায়ার্ন কর্মকর্তাদের চোখ স্বপ্নালু হয়ে ওঠার কথা৷ তার ওপর আবার চ্যাম্পিয়নস লিগের যাত্রা শুরু করার মুখেই ভ্যালেন্সিয়াকে দাপটের সঙ্গে খেলে হারানো৷

শালকেও এবার বুন্ডেসলিগার প্রথম তিনটে সপ্তাহান্তে দু'বার জিতেছে এবং একবার ড্র করেছে৷ রয়াল ব্লু'দের এবারকার অনুভূতি হল, তারা আগের থেকে বেশি পোক্ত, আগের থেকে বেশি অভিজ্ঞ৷ কিন্তু ফর্ম যতোই চমকে দেওয়ার মতো হোক না কেন, তাদের ওলন্দাজ কোচ হুব স্টিভেন্স বুন্ডেসলিগায় শালকের উচ্চাশা সম্পর্কে বলছেন, ‘‘আমরা তৃতীয় স্থানের জন্য লড়ছি৷'' অর্থাৎ তিনি শালকে'কে এখনও ডর্টমুন্ড কিংবা বায়ার্নের পর্যায়ে দেখতে রাজি নন৷

কিন্তু শালকে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেয়েছে এই নিয়ে সর্বসাকুল্যে পাঁচবার, এবং সেই পাঁচবারের মধ্যে এই প্রথম শালকে একটি জয় দিয়ে তাদের অভিযান শুরু করতে পেরেছে: মঙ্গলবার অলিম্পিয়াকস'কে হারাতে শালকের আদৌ বেগ পেতে হয়নি৷ কাজেই এই শালকে যখন শনিবার বায়ার্নের মুখোমুখি হবে, তখন ‘তুম ভি ওস্তাদ, হাম ভি ওস্তাদ' গোছের একটা মনোবৃত্তি থাকবে বৈকি৷

ডর্টমুন্ড, বায়ার্ন, শালকে: চ্যাম্পিয়নস লিগের তকমা আঁটা দলগুলির মধ্যে ডর্টমুন্ডই শনিবার হামবুর্গের বিরুদ্ধে খেলা নিয়ে বিশেষ চিন্তায় পড়বে না কারণ হামবুর্গের এখন হাঁড়ির হাল: প্রথম তিনটে খেলায় তিনবার হার, পয়েন্টের তালিকায় লাস্ট-বাট-ওয়ান৷ তবে হামবুর্গের কোচ টর্স্টেন ফিঙ্ক বলেছেন, যাদের আর হারার কিছু নেই তাদের ভয় কিসের?

এসি / জেডএইচ (ডিপিএ, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ