1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শনিবার শুরু হচ্ছে 'আফ্রিকা কাপ অব নেশনস'

১৮ জানুয়ারি ২০১২

শনিবার থেকে শুরু হচ্ছে 'আফ্রিকা কাপ অব নেশনস'৷ পশ্চিম আফ্রিকার দুটি দেশ গ্যাবন আর ইকুয়েটরিয়াল গিনিতে বসতে যাচ্ছে এবারের আসর৷ প্রতি দুই বছর পর পর আয়োজিত হয় এই টুর্নামেন্ট৷

Logo 2012 Africa Cup of Nations
'আফ্রিকা কাপ অব নেশনস'এর প্রতীকছবি: CAF

আফ্রিকান ন্যাশনস কাপের গত তিনবারের চ্যাম্পিয়ন মিশর৷ কিন্তু এবার তারা মূল পর্বে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি৷ আরব বসন্ত আর ও বয়স্ক খেলায়োড়দের উপর নির্ভরতা - এই দুটিই মিশরের দুরবস্থার কারণ বলে বিশ্লেষকদের ধারণা৷

তবে শুধু মিশর নয়, এবারের টুর্নামেন্টে থাকছে না আরও অনেক শক্তিশালী দেশ৷ যেমন আলজেরিয়া, ক্যামেরুন, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকা৷

টুর্নামেন্ট জায়ান্টদের এই অনুপস্থিতি আশাহত করেছে আফ্রিকার ফুটবলের কিংবদন্তি ঘানার আবেদি পেলেকে৷ তিনি বলছেন, বাদ পড়া দলগুলো অনেকদিন থেকেই আফ্রিকার ফুটবলের বড় বড় সব নাম৷ তাদের কারণে প্রতিযোগিতাটা আকর্ষণীয় হতো৷ আবেদি বলেন, মৌরিটানিয়াকে হারিয়ে কাপ জয়, আর আলজেরিয়া, ক্যামেরুন, মিশর, নাইজেরিয়া বা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কাপ জয়ের মধ্যে পার্থক্য আছে৷ তবে সঙ্গে তিনি এও যোগ করেন যে, কাপ কাপই৷ কেউ যদি এটা জেতে তার মানে সে এটার জন্য কঠোর পরিশ্রম করেছে, বলেন পেলে৷

চারিদিকে প্রতিযোগিতার বিজ্ঞাপনছবি: REUTERS

তবে আবেদির সঙ্গে সহমত পোষণ করেন না ইংলিশ ক্লাব আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার৷ ঘানায় জন্ম নেয়া ওয়েঙ্গারের দুই ছেলে ঘানার জাতীয় দলে খেলছেন৷ ওয়েঙ্গার বলেন, টুর্নামেন্টে অনেক সারপ্রাইজ দেখা যাবে৷ কেননা যারা খেলার যোগ্যতা অর্জন করেছে তারা কেউই নিশ্চয় ছুটি কাটাতে যাবে না সেখানে৷ এবারের টুর্নামেন্টে ওয়েঙ্গারের ফেভারিট আইভরি কোস্ট৷

এদিকে অনেক জায়ান্ট বাদ পড়ায় প্রতিযোগিতায় এবার প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছে বতসোয়ানা আর নাইজার৷

টুর্নামেন্ট চলবে আগামী মাসের ১২ তারিখ পর্যন্ত৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ