1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া যাচ্ছেন কফি আনান

৫ মার্চ ২০১২

সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে আবার শুরু হচ্ছে কূটনৈতিক তৎপরতা৷ এদিকে বাবা আমর’এ এখনো ঢোকার অনুমতি পায়নি রেডক্রস৷

ছবি: Reuters

কূটনৈতিক তৎপরতা

সিরিয়া সমস্যা সমাধানে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে বিশেষ দূত নিয়োগ দেয়া হয়েছে গত মাসে৷ তিনি আগামী ১০ তারিখ, অর্থাৎ শনিবার, দামেস্ক যাচ্ছেন বলে জানা গেছে৷ আরব লিগের মহাসচিব নাবিল আল আরাবি কায়রোতে সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন৷ দায়িত্ব পাওয়ার পর এটাই হবে কফি আনানের প্রথম সিরিয়া সফর৷ এদিকে আনানের ডেপুটি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে নাসের আল কিদওয়াকে৷ তিনি সাবেক ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসের আরাফাতের ভাগ্নে৷ এছাড়া তিনি একসময় জাতিসংঘে ফিলিস্তিনের দূতও ছিলেন৷ শনিবার কফি আনানের সঙ্গে কিদওয়া'ও যাচ্ছেন সিরিয়ায়৷

চীন ও রাশিয়ার তৎপরতা

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ শনিবার কায়রো সফরে যাবেন৷ সেখানে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়া নিয়ে বৈঠক করবেন৷ লাভরভ সেখানে উপস্থিত থাকবেন৷ এই সফর সম্পর্কে লাভরভ বলছেন, সিরিয়ার সমস্যা সমাধানে বহুপক্ষীয় উদ্যোগ দরকার৷ কায়রোতে যে সম্মেলনটা হতে যাচ্ছে সেটা এ ধরনেরই একটা উদ্যোগ৷ একদিন আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সাল সিরিয়ায় রক্তপাত ও গণহত্যা বন্ধে প্রেসিডেন্ট আসাদকে ‘উপদেশ' দিতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন৷ এদিকে চীন বলেছে, সিরিয়ায় তাদের সাবেক রাষ্ট্রদূত লি হুয়াক্সিন আগামী বুধবার সিরিয়া সফরে যাবেন৷ পরিস্থিতি নিয়ে হুয়াক্সিন সিরীয় সরকারের সঙ্গে আলোচনা করবেন জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র লি ওয়াইমিন৷ তিনি বলেন, সিরিয়ার পরিস্থিতি যদিও জটিল, তবুও চীন মনে করে সমস্যার সমাধানে রাজনৈতিক উদ্যোগ দরকার৷

কফি আনানছবি: dapd

রেডক্রস

সোমবারও রেডক্রসকে বাবা আমরে ঢুকতে দেয়া হয় নি৷ রেডক্রসের মহাসচিব ইভ দাকর বলছেন, সিরিয়ার সেনাবাহিনী ও সরকার এখনো তাদের প্রতিনিধি দলকে বাবা আমরে ঢোকার অনুমতি দেয়নি৷ তবে আলোচনা এখনো চলছে বলে জানান দাকর৷ তিনি বলেন বাবা আমরে এখন খুব শীত৷ এ অবস্থায় সেখানে আটকে পড়ারা খাবার, পানি ও চিকিৎসা পাচ্ছে না৷

আইএইএ

সিরিয়ার পরমাণু কর্মসূচি সম্পর্কে জানতে চেয়ে সেখানে একটি দল পাঠানোর অনুমতি পেতে গত নভেম্বরে সিরিয়াকে একটি চিঠি দেয় আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশন আইএইএ৷ এর জবাবে গতমাসের শেষের দিকে সিরিয়া আইএইএকে একটি চিঠি দেয়৷ তাতে সিরিয়ার পরিস্থিতিকে ‘নাজুক' বলে উল্লেখ করা হয়৷ এবং এজন্য এই মুহূর্তে সেখানে আইএইএ প্রতিনিধি দলকে যেতে দেয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে৷ আইএইএ'র এক বৈঠকে সিরিয়ার এই মনোভাবের কথা জানান সংস্থার প্রধান আমানো৷

হতাহত

জাতিসংঘের হিসেবে এ পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজার মানুষ নিহত হয়েছে৷ গত বছর মার্চের মাঝামাঝি সিরিয়ায় আন্দোলন শুরু হয়েছিল৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ