1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘শপথ না নিলে এলাকার লোক আমাকে মারবে’

২০ এপ্রিল ২০১৯

বিএনপি থেকে একাদশ সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়ার সময় ফুরিয়ে আসছে৷ হাতে আছে মাত্র ১০ দিন৷ ভোটারদের চাপ তো আছেই, এক নির্বাচিত সংসদ সদস্য ডয়চে ভেলেকে জানালেন, শপথ না নিলে এলাকার লোকজন তাঁকে মেরেও বসতে পারে৷

ছবি: Reuters/M. Ponir Hossain

৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে জাতীয় ঐক্য ফ্রন্ট থেকে মোট ৮ জন সংসদ সদস্য নির্বাচিত হন৷ তাঁদের মধ্যে ছয় জন বিএনপি’র এবং দুই জন গণফোরামের৷

৩০ জানুয়ারি জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসলেও ৮ মার্চ শপথ নেন মৌলভীবাজার-২ আসন থেকে গণফোরামের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ৷ আর ২ এপ্রিল শপথ নেন গণফোরাম থেকে নির্বাচিত আরেকজন সংসদ সদস্য সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির হোসেন৷

কিন্তু বিএনপি থেকে নির্বাচিত ছয় জন এখনো শপথ নেননি৷ নির্বাচনের পরপরই বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অনিয়ম এবং ভোট ডাকাতির অভিযোগ তুলে নির্বাচন বয়কট এবং নতুন নির্বাচনের দাবি জানায়৷ দলের নির্বাচিত এমপিরা শপথ নেবেন না বলেও জানানো হয়৷ পরে গণফোরামের দুই এমপি শপথ নিলেও বিএনপি শপথ না নেয়ার সিদ্ধান্তে অনড়৷

সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনের পরবর্তী ৯০ দিন পর্যন্ত নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিতে হয়৷ নয়তো আসন শূন্য হয়৷ তবে কোনো সংসদ সদস্য যৌক্তিক কারণ দেখিয়ে এই সময় বাড়িয়ে নিতে পারেন৷ কোনো আসন শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ নির্বাচন করার বিধান রয়েছে৷

সংবিধানের ৬৭ (১) অনুচ্ছেদে বলা হয়েছে-

কোন সংসদ-সদস্যের আসন শূন্য হইবে, যদি

(ক) তাঁহার নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে নব্বই দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণা করিতে ও শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করিতে অসমর্থ হন। 

তবে শর্ত থাকে যে, অনুরূপ মেয়াদ অতিবাহিত হইবার পূর্বে স্পীকার যথার্থ কারণে তাহা বর্ধিত করিতে পারিবেন।

সংবিধানের এই বিধান অনুযায়ী আগামী ৩০ এপ্রিলের মধ্যে বিএনপি’র  নির্বাচিত সংসদ সদস্যদের আসন শূন্য হয়ে যাবে যদি তাঁরা এরই মধ্যে শপথ নেয়ার সময় যথাযথ কারণ দেখিয়ে বাড়িয়ে না নেন৷

বিএনপি থেকে নির্বাচিত ছয় জন সংসদ সদস্য হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আব্দুস সাত্তার ভুঁইয়া, বগুড়া-৬ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুন অর রশীদ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন এবং ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ৷ তাদের কেউই এখনো শপথ নেননি৷

আমিনুল ইসলাম

This browser does not support the audio element.

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে (নাচোল- ভোলারহাট - গোমস্তাপুর) বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম৷ তিনি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘দল আমাকে মৌখিকভাবে শপথ নিতে নিষেধ করেছে তাই আমি নেইনি৷ এখনো সেই সিদ্ধান্তই আছে৷ নতুন করে কোনো আলোচনা নেই৷ নির্বাচনে কারচুপির কারণেই দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷’’

তিনি বলেন, ‘‘আমি বড় নেতা না৷ রুট লেভেলে পলিটিক্স করি৷ মানুষ আমাকে ভোট দিয়েছে৷ তাই মানুষ শপথ না নিলে আমাকে মারবে৷ শপথ না নিলে তাঁরা আমাকে এলাকায় যেকে নিষেধ করেছে৷’’ বিপদ থেকে উত্তরণে ডয়চে ভেলের প্রতিবেদকের কাছে দোয়াও চান আমিনুল ইসলাম৷

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘শেষ পর্যন্ত দল শপথ নেয়ার সিদ্ধান্ত না নিলে কি করব সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি৷’’

মোশাররফ হোসেন

This browser does not support the audio element.

বগুড়া-৪ (কাহলু-নন্দীগ্রাম) আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মোশাররফ হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি এমপি নির্বাচিত হয়েছি মাত্র৷ বড় কেনো নেতা না৷ এখন কেন্দ্রীয় নেতারা যদি শপথ নিতে বলেন শপথ নেব৷ না বললে নেবো না৷ তবে চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারতাম৷ শুনছি প্যারোলে বা জামিনে মুক্তির কথা৷ কিন্তু কী হচ্ছে তা কেন্দ্রীয় নেতারাই বলতে পারবেন৷’’

তিনি বলেন, ‘‘এর আগে আমরা নির্বাচন করিনি৷ গত টার্মে এখানে আমাদের কেউ ছিলনা৷ এতদিন পর এখানে নির্বাচিত হয়েছি৷ তাই যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের একটা চাপ আছে৷ সংসদে যান, আমাদের কথা বলেন, দেশের পক্ষে কথা বলেন, জাতির পক্ষে কথা বলেন৷ তাদেরকে আমরা বুঝিয়ে বলছি৷ দলের সিদ্ধান্তের বাইরে আমরা যেতে পারি না৷ ঐক্য ফ্রন্টের দুইজন (গণফোরাম) সংসদে গেলেও আমরা যেতে পারি না৷ তাদের আদর্শ এক নয়৷’’

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নির্বাচিত হারুন অর রশীদ বিএপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব৷ তিনি ডয়চে ভেলেকে শপথ নেয়া প্রসঙ্গে বলেন, ‘‘আমরা দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি৷ আমরা পত্রপত্রিকায় দেখেছি ঐক্যফ্রন্ট শপথ নেবে না৷ আর দলের মহাসচিব আমাদের একদিন ডেকে বলেছেন দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবেনা৷ আমাদের চিঠি দিয়ে কিছু বলা হয়নি৷ তাই আমরা শপথ নেইনি৷’’

হারুন অর রশীদ

This browser does not support the audio element.

তিনি বলেন, ‘‘শপথ না নেয়ার দলীয় সিদ্ধান্তের মূল কারণ খালেদা জিয়ার মুক্তি নয়৷ তার মুক্তি তো পাওয়া উচিত৷ নাজমুল হুদাতো ১২ বছরের কারাদণ্ড নিয়ে বাইরে আছেন৷ মূল কারণ হলো নির্বাচনে কারচুপি৷ আসেলে তো ৩০ ডিসেম্বর নির্বাচন হয়নি৷ আগের রাতেই  নির্বাচন হয়ে গেছে৷’’

তিনি বলেন, ‘‘আমরা শপথ নেবো কিনা সেটা নিয়ে কেন্দ্র থেকে আমাদের এখনো কিছু জানানো হয়নি৷ আমরাও যোগাযোগ করিনি৷ ৩০ তারিখে সিদ্ধান্ত হলেও তো শপথ নেয়া যাবে৷ আর যদি দলের এই সিদ্ধান্তই বহাল থাকে তাহলে ব্যক্তিগতভাবে আমি শপথ নেবো কিনা সে ব্যাপারেও এখনো কোনো সিদ্ধান্ত নেইনি৷’’

ড. খন্দকার মোশাররফ হোসেন

This browser does not support the audio element.

এ নিয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘বিএনপি থেকে নির্বাচিত ছয় জন শপথ নেবেন না- এই সিদ্ধান্তই এখনো বহাল আছে৷ আর নতুন করে কোনো সিদ্ধান্ত নেয়ার বিষয়ে কোনো বৈঠক বা আলাপ আলোচনার খবর আমরা জানা নেই৷ আমরা নির্বাচনের পর একবারই বৈঠক করে কারচুপির কারণে নির্বাচন বাতিল এবং নতুন নির্বাচনের দাবি জানিয়েছি৷’’

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘খালেদা জিয়ার প্যারেলে মুক্তির ব্যাপারটি নিয়ে কোনো প্রস্তাব বা আলোচনার কথা আমার জানা নেই৷ এটা তার ব্যক্তিগত ব্যাপার৷ তার চিকিৎসার ব্যাপার৷ এর সাখে রাজনীতির কোনো সম্পর্ক নেই৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ