ব্রাজিলে তৃতীয়বারের জন্য প্রেসিডিন্ট হলেন বামপন্থি লুলা দ্য সিলভা। বললেন, ব্রাজিল ও অ্যামাজনকে বাঁচাবেন।
বিজ্ঞাপন
প্রেসিডেন্ট পদে শপথ নেয়ার পরই লুলা বলেছেন, অতি-দক্ষিণপন্থি বলসোনারো ব্রাজিলকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছেন। তার কাজ হবে, ব্রাজিলকে বাঁচানো এবং অবশ্যই অ্যামাজনকে রক্ষা করা। বলসোনারো অ্যামাজনের জঙ্গল যথেচ্ছভাবে কেটে ফেলার পক্ষে ছিলেন। লুলা তার সম্পূর্ণ বিরোধী।
২০০৩ থেকে ২০১০ পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা। গত অক্টোবরে বলসোনারোকে হারিয়ে তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট হলেন ৭৭ বছর বয়সি এই বামপন্থি নেতা।
কী প্রতিশ্রুতি দিলেন লুলা
প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার পর লুলা বলেছেন, তিনি সংবিধানকে মেনে চলবেন এবং রক্ষা করবেন। তিনি তিন কোটি ৩০ লাখ মানুষকে ক্ষুধার হাত থেকে বাঁচাবেন। ১০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার উপরে তুলবেন।
আবার আগুন আমাজনে!
ব্রাজিলের আমাজন অরণ্যে আবারও জ্বলছে আগুন৷ এ বছর গতবারেরও চেয়ে আগুনের ভয়াবহতা বেশি হবে বলে আশংকা করছেন বিশেষজ্ঞরা৷ বিস্তারিত ছবিঘরে৷
ছবি: Reuters/U. Marcelino
‘ট্রপিকাল রেইন ফরেস্টে’ আগুন ধরে না
আন্তর্জাতিক সূত্র কেবল নয় খোদ নিজের প্রশাসন বলছে আমাজনের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে৷ অথচ ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো বলছেন, ট্রপিকেল রেইন ফরেস্টে আগুন ধরে না৷ তাই আমাজন জ্বলছে এই কথাটা পুরোপুরি মিথ্যা৷
ছবি: Reuters/U. Marcelino
বন উজাড়ে নিন্দা
আমাজন অরণ্যে গাছ কাটা এবং নাশকতার উদ্দেশ্যে আগুন লাগানোর ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের রোষের মুখে পড়েছে ব্রাজিল সরকার৷
ছবি: Getty Images/AFP/C. de Souza
বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট হুমকির মুখে
গত নয় বছরের মধ্যে ২০১৯ সালের আগস্টে আমাজনে আগুনের ভয়াবহতা ছিলো সবচেয়ে বেশি৷ তবে এ বছরের আগস্টে আগুনের যে অবস্থা তা গত বছরের ভয়াবহতাকে ছাড়িয়ে যাবে বলে আশংকা বিশেষজ্ঞদের৷
ছবি: Reuters/U. Marcelino
১০ হাজার জায়গায় আগুন
দেশটির জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইনপে বলছে, আগস্টের প্রথম ১০দিনে ১০ হাজার স্থানে আগুন জ্বলতে দেখা গেছে, এক বছর আগে এই সময়ে এর ১৭ শতাংশ স্থানে আগুন জ্বলেছিল৷
ছবি: Reuters/U. Marcelino
স্বাভাবিক নয়
বিশেষজ্ঞরা বলছেন, আগুনের প্রকৃতি দেখে বোঝা যাচ্ছে, এটা স্বাভাবিক আগুন নয়, অর্থাৎ প্রকৃতির সৃষ্ট নয়৷ অবৈধভাবে জমি দখল, কৃষিকাজ, জমি পরিষ্কারের জন্য অরণ্যে আগুন লাগিয়েছে মানুষ৷
ছবি: Reuters/U. Marcelino
২০১৯ এর চিত্র
২০১৯ সালের মে থেকে অক্টোবর পর্যন্ত আমাজনে যে ভয়াবহ আগুন লেগেছিল, তার ধোঁয়া আমাজন থেকে হাজারো কিলোমিটার দূরের রাজধানী সাও পাওলো পর্যন্ত পৌঁছে গিয়েছিল৷
ছবি: Reuters/U. Marcelino
বিশ্বের জন্য হুমকি
জলবায়ু পরিবর্তনে আমাজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷ তাই এই অরণ্যে আগুন বিশ্বের জন্য বড়ধরনের হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
ছবি: Reuters/U. Marcelino
এ বছরের পরিস্থিতি আরও ভয়াবহ
বিশেষজ্ঞরা বলছেন, এ বছর শুষ্ক মৌসুম দীর্ঘ সময় অবস্থান করবে৷ ফলে গত বছরের চেয়েও আগুনের ভয়াবহতা বেশি হবে বলে পূর্বাভাস দিয়েছেন তারা৷
ছবি: Reuters/U. Marcelino
আন্তর্জাতিক চাপ
বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট রক্ষায় আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে ব্রাজিল সরকারের উপর৷ আমাজন বিশ্বের সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করে৷ ফলে এই অরণ্যের ক্ষতি হলে বিশ্বে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ আশংকাজনক হারে বেড়েই চলবে৷
ছবি: Reuters/U. Marcelino
বিনিয়োগকারীদের হুমকি
ব্রাজিল সরকার আমাজন রক্ষায় যথাযথ পদক্ষেপ না নিলে ব্রাজিলে শস্য, বাণিজ্য খাত সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে দুই ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ বন্ধের হুমকি দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা৷
ছবি: Reuters/U. Marcelino
বাড়ির কাছে জ্বলছে আগুন
রোজালিনো ডি অলিভেরিয়া নিজের বাড়ি বাঁচাতে পানি ঢালছেন আগুনে৷ বাড়ির একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছে আগুন৷
ছবি: Reuters/U. Marcelino
ধোঁয়ায় আচ্ছন্ন বাড়ির চারপাশ
বাড়ির আশপাশ ঢেকে গেছে ধোঁয়ায়৷ ধোঁয়া থেকে বাঁচতে মুখ কাপড়ে ঢেকে রেখেছেন এই দুই বোন৷
ছবি: Reuters/U. Marcelino
মৃত গাছগুলো
আমাজনের কৃষক এবং কাঠুরেরা পুড়ে যাওয়া গাছগুলোকে এনে এক জায়গায় জড়ো করে রেখেছে৷ ছবিতে স্পষ্ট যে অরণ্যের কতটা অংশ পুড়ে গেছে৷
ছবি: Reuters/U. Marcelino
দমকলবাহিনীর আপ্রাণ চেষ্টা
রনদোনিয়া রাজ্যের পোর্তো ভেলহোর কাছে একটি স্থানে জ্বলছে আগুন৷ তা নেভানোর চেষ্টা করছেন দমকলবাহিনীর এক কর্মী৷
ছবি: Reuters/U. Marcelino
14 ছবি1 | 14
লুলা বলেছেন, বলসোনারো সরকার ব্রাজিলকে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে ব্রাজিলকে নতুন করে গড়ে তুলতে হবে।
লুলার অভিযোগ, একেবারে শেষ দিকে বলসোনারো সরকারি টাকা নয়-ছয় করেছেন। তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পুরো অর্থ খরচ করে দিয়েছে। শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান. প্রযুক্তির ক্ষেত্রকে ধ্বংস করে দিয়েছে। তারা পরিবেশকে পুরোপুরি নষ্ট করার কাজ করেছে। স্কুলে খাবার, ভ্যাকসিন ও মানুষের নিরাপত্তার জন্য কোনো অর্থ রাখেনি।
লুলা বলেছেন, করোনাকালে ছয় লাখ ৮০ হাজার মানুষ ব্রাজিলে মারা গেছেন। এটা হয়েছে বলসোনারো সরকার ঠিকভাবে ব্যবস্থা না নেয়ায়। তিনি জানিয়েছেন, কৃষির জন্য অ্যামাজনের জঙ্গল কাটার কোনো দরকার নেই। ব্রাজিলের পরিবেশগত যে শক্তি আছে, তা অন্য কোনো দেশের কাছে নেই।
আমাজনে প্রাণী রক্ষার অভিযান
আমাজন রেইনফরেস্টে আগুনের কারণে বহু প্রাণী মারা গেছে৷ অনেক প্রাণী জঙ্গল থেকে বাঁচতে লোকালয়ে গিয়ে গাড়িচাপায় প্রাণ হারাচ্ছে৷ এসব প্রাণী রক্ষায় কাজ করছেন কিছু মানুষ৷ ছবিঘরে বিস্তারিত৷
ছবি: Reuters/U. Marcelino
মায়ের কষ্ট
মৃত নবজাতককে আঁকড়ে আছে মা বানরটি, চোখ- মুখে শোকের ছায়া৷ দুই জনই প্রাণের ভয়ে পালিয়েছিল আমাজন অরণ্য থেকে, কিন্তু শেষরক্ষা হলো না সন্তানের৷ প্রাণ হারালো জিটার সন্তান৷ আমাজনের পোর্তো ভেলহো শহরের কাছে একটি গাড়ির নীচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে শিশুটি৷ ক্লিনিকে এনেও বাঁচানো যায়নি তাকে৷
ছবি: Reuters/U. Marcelino
জিটার মৃত সন্তান
ক্লিনিকের কর্মীরা জিটাকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন৷ তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে৷ তবে ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে৷ কিন্তু দুঃখের বিষয় জিটার সন্তানকে শত চেষ্টা করেও বাঁচাতে পারলেন না তারা৷
ছবি: Reuters/U. Marcelino
বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্টের প্রাণীরা হুমকির মুখে
জীববৈচিত্রে ভরা এই আমাজন অরণ্যের প্রাণীরা হুমকির মুখে রয়েছে৷ কাঠ পাচারকারী এবং কৃষকদের কারণে জঙ্গল পুড়িয়ে দেয়া হচ্ছে৷ ফলে প্রাণীদের জীবন হচ্ছে বিপন্ন৷
ছবি: Reuters/U. Marcelino
নিষ্ঠুরতার শিকার
দমকল কর্মী ক্লেইও জুনিয়রের হাতে মৃত এক অ্যান্টইটার বা পিঁপড়ে খাদক৷ আমাজনের আগুনে পুড়ে মারা গেছে এটি৷ শুষ্ক মৌসুমে রেঞ্চাররা বন পরিষ্কার করতে আগুন ধরায়৷ বাতাসের কারণে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে৷ ধোঁয়া আর আগুনের তাপের কারণে বন্যপ্রাণীরা দিশেহারা হয়ে নিরাপদ স্থানের খোঁজে ছুটে বেড়ায়৷ ক্লেইও ভেবে পান না, মানুষ এত নিষ্ঠুর হয় কীভাবে!
ছবি: Reuters/U. Marcelino
স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রম
টিবুরসিওস ক্লিনিকে দুর্বল আর মৃতপ্রায় প্রাণীদের আনা হয়৷ চারজন স্বেচ্ছাসেবী অক্লান্ত পরিশ্রম করছেন এসব প্রাণীকে বাঁচাতে৷ এই কারাকারা বাজটি খাদ্যেবিষক্রিয়ায় ভুগছে৷
ছবি: Reuters/U. Marcelino
প্রাণী রক্ষা
একটি খামারে অবৈধভাবে আটকে রাখা হয়েছিল এই টাপিরটিকে৷ প্রাণীরক্ষা কর্মীরা উদ্ধার করে ক্লিনিকে নিয়ে আসে৷ শুষ্ক মৌসুমে বৃষ্টির অভাবে পানির খোঁজে লোকালায়ের কাছে চলে আসে প্রাণীরা, আর তখনই মানুষের হাতে বন্দি হয়৷
ছবি: Reuters/U. Marcelino
আহত পিঁপড়ে খাদক
একটা সজারুর সাথে লড়াইয়ে আহত হয়েছে এই পিঁপড়ে খাদকটি৷ থাবায় আঘাত লেগেছে৷ একটি গ্যারেজে লুকিয়েছিল৷ ধারণা করা হচ্ছে, আগুন থেকে বাঁচতে এটিও লোকালয়ে আশ্রয় নিয়েছিল৷ এটির অস্ত্রোপচার করা হলো৷
ছবি: Reuters/U. Marcelino
অস্ত্রোপচারের পর
অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ তার অবস্থার যে উন্নতি হচ্ছে তা বোঝা যাচ্ছে এই ছবিটি দেখে৷ লাফ দিয়ে সিঙ্কে উঠে বিশ্রাম নিচ্ছে সে৷
ছবি: Reuters/U. Marcelino
নিজের আবাসনে
পাঁচদিন পরে অরণ্যে ছেড়ে দেয়া হলো পিঁপড়ে খাদকটিকে৷
ছবি: Reuters/U. Marcelino
9 ছবি1 | 9
শপথে ছিলেন না বলসোনারো
লুলার শপথগ্রহণ অনুষ্ঠানে ৫০টি দেশের প্রতিনিধিরা ছিলেন। কিন্তু ছিলেন না সাবেক প্রেসিডেন্ট বলসোনারো। অনুষ্ঠানে ছিলেন স্পেনের রাজা, জার্মানি, আর্জেন্টিনা, বলিভিয়া, কলম্বিয়া, চিলি, প্যারাগুয়ে, উরুগুয়ে ও পর্তুগালের প্রেসিডেন্ট। কিন্তু বলসোনারো শুক্রবারই ফ্লোরিডা চলে যান।
শপথের পর লুলা খোলা রোলস রয়েস চেপে প্রাসাদে যান। তাকে অভিনন্দন জানান ৩০ হাজারের মতো মানুষ।