শব্দ দূষণ থেকে রক্ষায় ‘কোয়েটপ্রো’ প্রযুক্তি22.11.2010২২ নভেম্বর ২০১০পরিবেশ দূষণের কথা বলতে গিয়ে আমরা প্রায়ই ভাবি বায়ু, পানি কিংবা মাটি দূষণের কথা৷ কিন্তু শব্দ দূষণ নিয়ে আমরা কম ভাবলেও নরওয়ের তেলক্ষেত্রগুলোর বিকট শব্দ থেকে বাঁচাতে কর্মীদের জন্য ব্যবস্থা করা হয়েছে একটি বিশেষ যন্ত্রের৷লিংক কপিবিজ্ঞাপন