1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থীদের আশ্রয় দিতে প্রস্তুত ইউরোপ: মাস

৬ মার্চ ২০২০

নতুন করে কিছু সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিতে প্রস্তুত ইউরোপের কয়েকটি দেশ৷ এমন আভাস দিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস৷ তুরস্ক-গ্রিস সীমান্তে নতুন করে তৈরি হওয়া শরণার্থী সংকটের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত আসতে পারে৷

Türkei Tränengaseinsatz gegen Flüchtlinge an der Grenze zu Griechenland
ছবি: picture-alliance/AA/H. M. Sahin

মধ্যপ্রাচ্যের নতুন শরণার্থী সংকট বিষয়ে সিদ্ধান্ত নিতে দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসেছে ইউরোপের  দেশগুলো৷ ইদলিবে রাশিয়া তুরস্কের অস্ত্রবিরতি আর সংকট সমাধানে ইউরোপের অবস্থান কী হবে, তা নিয়েও আলোচনা করবেন তারা৷

ক্রোয়েশিয়ার জাগরেবের বৈঠকে যাওয়ার আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল রাশিয়া-তুরস্কের অস্ত্রবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ এর ফলে ইদলিবে মানবিক সহায়তার সুযোগ তৈরি হবে বলে উল্লেখ করেন তিনি৷

সম্প্রতি ইদলিবে তুরস্কের সেনা ঘাঁটিতে হামলা চালায় আসাদ বাহিনী৷ এজন্য রাশিয়াকে দায়ী করে আসছে তুরস্ক৷ এই পরিস্থিতিতে সেখানে নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ে৷ ইউরোপের সঙ্গে নিজেদের সীমান্ত খুলে দেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান৷ দেশটিতে থাকা কয়েক লাখ শরণার্থীর বোঝা তুরস্ক আর বহন করবে না বলে ইউরোপকে জানিয়ে দেন তিনি৷ যার কারণে গ্রিস সীমান্তে নতুন করে শরণার্থী সংকট তৈরি হয়েছে৷

গ্রিসের সীমান্ত থেকে শরণার্থীদের আশ্রয় দেয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস৷ শুক্রবার তিনি জার্মান রেডিও ডয়েচলান্ডফুঙ্ককে বলেন বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এজন্য প্রস্তুত রয়েছে৷

উল্লেখ্য, তুরস্কে বর্তমানে ৪০ লাখ শরণার্থী অবস্থান করছে, যার ৩৬ লাখ সিরিয়ার নাগরিক৷ নতুন করে সামরিক সংঘাতের পর ইদলিবের আরো ১০ লাখ মানুষ বাস্তুহারা হয়েছে৷ তারাও তুরস্কে এসে আশ্রয় নিচ্ছে৷ এই শরণার্থীদের চাপ ইউরোপকে বহন করতে হবে বলে হুমকি দিয়েছেন এর্দোয়ান৷

এফএস/জেডএইচ (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ